নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ নাজমুল হাসান [নাজমুল]

স্বপ্ন থেকে বাস্তবকে বড্ড ভালোবাসি আমি.......

মোঃ নাজমুল হাসান [নাজমুল] › বিস্তারিত পোস্টঃ

কাচের মার্বেল (কবিতা)

২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:১৭

কাচের মার্বেল
___মোঃ নাজমুল হাসান
--------------------------

এক ভরা বসন্তে তোমার আগমন জীবনের প্যারিস রোডে
স্বপ্নের মতো সাজানো সময়ে আমার।
এরপর কাছে আসা; কিছু প্রেম-ভালোবাসা
রঙিন ঘুড়ির মতো আকাশে উড়া।
নির্ভার জীবনে তোমারই আশ্বাসে; বিশ্বাসে-ভরসায় স্বপ্নের স্রোতে মেতে
আঙুলে আঙুল রেখে শুরু পথ চলা।

কিন্তু হঠাৎ ঝড়; ভেঙে গেলো বালুচর
বুকের জমিনে বহে শুধু হাহাকার।
আকাশে রঙিন ঘুড়ি; নাটাই আমার নেই
ফানুসের বাতিটাও দেখি নিভে যায়!

কাচেরই মার্বেল; ছিলো না তো সে আমার
শুধু গোলাপের বিনিময়ে কাটা উপহার!
মিথ্যার ছলনায় সন্ধ্যার জানালায় মেঘলা আকাশ
নিরাশার সুরে-সুরে তবু কেঁদে যায়।

তোমায় নিয়ে লেখা তাই অসংখ্য কবিতা
আজ জমা জীবন পাতায়।
হয়তোবা তা কোন ব্যার্থ প্রেমিকের অবেলার অবসর
কান্নার রঙে লেখা স্মৃতিরই গান!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.