![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কালো মেয়ে
- মোঃ নাজমুল হাসান
--------------------------
কি মজা পাস কুটুক্তিতে আমার প্রিয়ার রূপে
আমায় নিয়ে ঠাট্টা বানে জলের মতো ভেসে?
চোখটা আমার ঠিকই আছে; তোরাই আছিস ভুলে
তোদের রাণী সেরা রূপে; আমার রাণী মনে।
বিশাল আকাশ, বটের ছায়া আমায় ঘিরে সে
সুখের পরশ আমায় সে দেয় মিষ্টি হাসির মাঝে।
মনটা তাহার শান্ত নদী, শরৎ ছোয়া কাঁশ
বুকের ভিতর সাগর সম মায়ার বসবাস।
চৈত্র দিনে বৃষ্টি ছোঁয়া শুষ্ক মরুর বুকে
আঁধার রাতে চলার পথে সে আমারি চাঁদ।
তাই বলছি তোদের, কান খুলে শোন; চুপটি এবার হ
আমায় নিয়ে পুড়িস না আর, আপন করে বাঁচ।
যেই মেয়েটি তোদের চোখে লাগছে ভীষণ কালো
আমার চোখে সে মেয়েটি ভূবন জোড়া আলো।
১২ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬
মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: ধন্যবাদ।
২| ১২ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩১
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন,, শুভেচ্ছা
১২ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭
মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
৩| ১২ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩২
উন্মুক্ত অাঙ্গিনা বলেছেন: সুন্দর
১২ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯
মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১১
সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর