নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ নাজমুল হাসান [নাজমুল]

স্বপ্ন থেকে বাস্তবকে বড্ড ভালোবাসি আমি.......

মোঃ নাজমুল হাসান [নাজমুল] › বিস্তারিত পোস্টঃ

পোষা শালিক (কবিতা)

১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:১৬

পোষা শালিক
- মোঃ নাজমুল হাসান
-------------------------

যাবি পাখি উড়ে? আকাশও দিগন্তে; বিশাল সাগর?
ছেড়ে ছোট খাঁচা, মায়ার বাঁধন?
উড়ে রূপের ডানায়; বেয়ে ভরা যৌবন নদী ছলছল?
তবে যা, মেখে দুপুর তপন; তোর মনের শহর
রঙধনুর স্বপ্ন মায়ায়; ছেড়ে স্বভাষী জীবন।
আমি না হয় দু'দিন কাঁদবো। আনমনা হয়ে নীলিমায় চোখ রাখবো
ভাষাহীন স্মৃতিদের গোধুলির মেঘ মাঝে খুজবো।
এরপর তোকে দিব্যি ভুলে যেতে চাইবো!
যদিও জানি; তুই ছেড়ে গেলেও তোর স্মৃতিরা বড্ড আপন করে নেবে আমাকে।
তবুও বেঁচে থাকবো; সময়ের আবতর্নে ধূসর স্মৃতির মাঝে।
তবে জেনে রাখ; সব পাখি নীঢ়ে ফেরে প্রবাস জীবন ছেড়ে
আঁধার যখন নামে, সাঝের মায়াকে ঘিরে।
কিন্তু আমি হয়তো বদলে যাবো ভাঙা কাচের মতো
বিবর্তনের রূপ বদলে আমার অস্তিত্বে আমি তখন এক অন্য মানুষ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪৬

ধ্রুবক আলো বলেছেন: কবিতা ভালো লাগলো ++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.