![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পোষা শালিক
- মোঃ নাজমুল হাসান
-------------------------
যাবি পাখি উড়ে? আকাশও দিগন্তে; বিশাল সাগর?
ছেড়ে ছোট খাঁচা, মায়ার বাঁধন?
উড়ে রূপের ডানায়; বেয়ে ভরা যৌবন নদী ছলছল?
তবে যা, মেখে দুপুর তপন; তোর মনের শহর
রঙধনুর স্বপ্ন মায়ায়; ছেড়ে স্বভাষী জীবন।
আমি না হয় দু'দিন কাঁদবো। আনমনা হয়ে নীলিমায় চোখ রাখবো
ভাষাহীন স্মৃতিদের গোধুলির মেঘ মাঝে খুজবো।
এরপর তোকে দিব্যি ভুলে যেতে চাইবো!
যদিও জানি; তুই ছেড়ে গেলেও তোর স্মৃতিরা বড্ড আপন করে নেবে আমাকে।
তবুও বেঁচে থাকবো; সময়ের আবতর্নে ধূসর স্মৃতির মাঝে।
তবে জেনে রাখ; সব পাখি নীঢ়ে ফেরে প্রবাস জীবন ছেড়ে
আঁধার যখন নামে, সাঝের মায়াকে ঘিরে।
কিন্তু আমি হয়তো বদলে যাবো ভাঙা কাচের মতো
বিবর্তনের রূপ বদলে আমার অস্তিত্বে আমি তখন এক অন্য মানুষ।
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪৬
ধ্রুবক আলো বলেছেন: কবিতা ভালো লাগলো ++