![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেকার ছেলে এবং বৃদ্ধ বাবার কথোপকথন
- মোঃ নাজমুল হাসান
------------------------------------------------
বাবা: বাপ, তুই এতো রোগাটে হয়ে যাচ্ছিস কেন?
চোখের নিচে পড়েছে পুরু কালো আবরণ?
ঠিক মতো ঘুমাস না; অনিয়ম নিয়মিত খাওয়ার বেলায়!
তোকে দেখে মনে হয় বয়সের ভারে তুই ক্লান্ত
আমার যাত্রার বহুকাল আগে তুই করেছিলি সূচনা।
.
ছেলে: অস্পষ্ট স্বরে-
এ দুঃসহ অসহায়ত্ব তুমি বুঝবেনা, বাবা!
.
বাবা: কি বলিস; বিড়ালের ভয়ে লুকানো ইদুরের মতো?
বর্গী তো সেই কবে নিয়েছে বিদায়।
.
ছেলে: বাবা; কোথায় প্রিয় স্বাধীনতার স্বাদ?
চারদিকে শাসকের দুঃশাসন, দুর্নীতি আর ক্ষমতার রক্তচক্ষুর হুঙ্কার
সমাজের প্রতি স্তরে শিক্ষিত বিবেকহীন মানুষের জয় জয়াকার
ভুলন্ঠিত মানবতা; দুর্বল জীবনকে করে উপহাস!
বাবা; বর্গী তো বিদায় নেয়নি
এ সমাজের বুকে আজো তারা আছে
শুধু ভিন্ন রুপে করছে শোষন।
আজো মানুষের বুকে তাদের হিংস্র নখের আচড়
উন্মুক্ত মাটির বুকেই আছে কারার ঘ্রাণ।
বাবা, তোমাদের এনে দেওয়া স্বাধীনতা;
মর্গের হিমঘরে হয়ে আছে লাশ!
.
বাবা: এই মরুভূমির ওপারেই সবুজ পাহাড় আছে
ঝর্ণার স্রোতে বহমান নদী; আর আছে সভ্যতার স্পন্দন।
সাতচল্লিশ বছরের যে অপূর্ণ স্বপ্ন;
কোন একদিন তা মিলাবেই মুক্তির স্বাদ।
.
ছেলে: সে আশায়-ই তো বেঁচে আছি, বাবা।
০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১:০৬
মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: সেই সুদিনের প্রত্যাশায় ...।
ভালো থাকবেন।
২| ০৭ ই আগস্ট, ২০১৭ রাত ১:৩১
মাহবুবুল আজাদ বলেছেন: অসহায় বাস্তবতা।
০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১:১২
মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: সত্যিই তাই!
ভালো থাকবেন।
৩| ০৭ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৩৯
মৌমুমু বলেছেন: বর্গী তো বিদায় নেয়নি
এ সমাজের বুকে আজো তারা আছে
শুধু ভিন্ন রুপে করছে শোষন।
খুব সুন্দর লিখেছেন ভাইয়া। এই বাস্তবতার মধ্য দিয়ে যে গেছে বা যাচ্ছে কেবল সেই বুঝবে যে এই বাস্তবতা কতটা কঠিন আর কষ্টের। আল্লাহ্ সকলের মঙ্গল করুন।
০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১:৩২
মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: এই বাস্তবতা দুঃসহ; অসহায়ত্ব সীমাহীন।
ধন্যবাদ। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০১৭ রাত ১:১৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: দুঃখজনক! সমাজ তথা রাষ্ট্র দুঃশাসন, নিপীড়নের ভারে আজ ন্যুব্জ।
একপশলা বিদ্রোহী বৃষ্টির এসে ভাসিয়ে নিক সব অন্যায় অবিচার। সোনালি আলোয় জাগুক শোষণ মুক্ত বাংলা।
বেশ লিখেছেন।