![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসার রুপান্তর
- মোঃ নাজমুল হাসান
-----------------------------------------
জীবনের কোন প্রান্তে; খুব প্রিয় কেউ ছেড়ে চলে যায়
স্বপ্নে ঘেরা দু-চোখে ছাই ছুড়ে; বিশ্বাস ভেঙে দেয় কাচের মতোন।
তখন অদৃশ্য রক্ত-ক্ষরনে আহত পাখির মতো ধুকফুক করে মন
অদ্ভুৎ শূন্যতা ঘিরে ধরে তুচ্ছ-অর্থহীন হয়ে যায় এ জীবন।
মনে হয় বার-বার, "কি ভুলে আজ এই শূন্যস্থান?
কি পাপে মিলেছে এই উপহার!"
অশ্রু ফুরায়ে তারপর, বিদ্রোহী অনুভূতি হৃদয়কে করে দেয় যান্ত্রিক
মনে হয় হৃদয়ের গাছটা মরে গেছে; ওখানে আর দেখা মিলবে না সবুজ পাতার।
কিন্তু চিন্তার বিপরীতে সময়ের স্রোত; কিছু বিশ্বাস হয়ে যায় ভুল
হঠাৎ ঝড়ের মতো কেউ আসে; ঠিক আসে ফের জীবনে
বসন্তের মতো রঙ্গীন হয়ে; প্রদীপের মতো মনে জ্বালে প্রেমের আগুন।
তখন অতীত যেন কোন উপন্যাসের বিশাদে আচ্ছন্ন কিছু লাইনের ভ্রম
নব প্রেম সত্য; এটাই প্রথম!
.
গ্রহনে চাঁদ কখনো কালের গর্ভে বিলীন হয় না
জোছনার আলো নিয়ে ফিরে আসে ফের।
ভালোবাসাও তেমনি মরে না; ফিরে আসে বার-বার নতুন করে
ধ্রুব শুধু শূন্যস্থানে বসে কোন নতুন মানুষ।
২| ২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: .
গ্রহনে চাঁদ কখনো কালের গর্ভে বিলীন হয় না
জোছনার আলো নিয়ে ফিরে আসে ফের।
ভালোবাসাও তেমনি মরে না; ফিরে আসে বার-বার নতুন করে
ধ্রুব শুধু শূন্যস্থানে বসে কোন নতুন মানুষ।
শষের লাইনগুলো বেশ মুগ্ধ করলো।
৩| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১২:০৮
মৌমুমু বলেছেন: খুব সুন্দর লিখেছেন নাজমুল ভাইয়া।
শুভকামনা রইল। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
২৪ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:২২
কানিজ রিনা বলেছেন: যত ভালবাসা নতুন করে ফিরে আসুক
যত ভালবাসার নদীতে সাঁতার কাটা
জীবনতো একটাই, চন্দ্র একটাই সূর্য
একটাই আল্লাহ্ একজন। ভালবাসা
অনেক কিন্তু প্রেমতো একটাই আত্বা
মত। জীবন একটাই ফিরে যেতে হবে
আল্লাহর কাছে। প্রেমে পরম না থাকলে
নানান রকম ভালবাসা শুধু বিবভ্রম।
মহাজনের ধন এনে ছিটালিরে উলুবনে।
জনম ভরে মজলিরে মন তাকালি না
আপন পানে। ধন্যবাদ।