নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ নাজমুল হাসান [নাজমুল]

স্বপ্ন থেকে বাস্তবকে বড্ড ভালোবাসি আমি.......

মোঃ নাজমুল হাসান [নাজমুল] › বিস্তারিত পোস্টঃ

অশ্লীল তোমাকে চাই (কবিতা)

১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৭

কিছুটা তো অশ্লীল হও মেয়ে; কিছুটা চঞ্চল
গাড় লাল আবরণে অবাধ্য ঠোঁটের আভাতে।

লাল কিংবা নীল, শিফন অথবা সিল্কের শাড়ি
মেয়ে তুমি নিজেতে জড়াও; সাথে চোখে একটু কাজল!
বাঙালী নারী তুমি; তোমাকে এই রুপে সবচেয়ে মানায়।
কপালে ছোট্ট একটি টিপ; উন্মুক্ত কিছুটা পিঠ
ঢেকে দিবে বন্ধনহীন অবাধ্য কালো কেশ ঢেউ!
কিছুটা তো অশ্লীল হও মেয়ে; কিছুটা চঞ্চল।

জিন্স-টি'শার্ট কিংবা প্যান্ট-শার্ট-কোর্ট; সাথে মেকাপ মুখোশ
ছোট তোমাকে করে; বিশ্রী দেখায়।
ওগুলো পর্শ্চিমা চলন; ওদের মানায়
তোমাকে না দেয় নারীর গড়ন, না পুরুষ বানায়।
বরং তুমি শাড়ি পরো, ব্লাউজ-পেটিকোট
কিছুটা উন্মুক্ত থাক পেট; তুমি লজ্জায় হও লাল
নিজেকে নিজেতে লুকাও; নত করো চোখ।
বাঙালী নারী তুমি; তোমাকে এই রুপে সবচেয়ে মানায়!

কিছুটা তো অশ্লীল হও মেয়ে; কিছুটা চঞ্চল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.