![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তেমাথার মোড়ে বসে থাকে রোজ উদাসী সজীব
পরনে টি-শার্ট থ্রি-কোয়াটার; মুখে সিগারেট
এলোমেলো চুল যত্নবিহীন মাকড়োসা জাল
লাজুক চোখে ডুবে থাকে ঘোর প্রেমের নেশায়।
.
এ পথ দিয়েই স্নিগ্ধার হয় রোজ যাতায়ত
সদ্য ষোড়শী চঞ্চলতায় সমুদ্র ঢেউ।
যৌবন তার লুকোচুরি খেলে ঠোঁটের রেখায়
চোখের গভীরে ডুব দিয়ে আছে বিশাল আকাশ।
.
নারী যে হেয়ালী বড়ো জাদুকারী আজব সৃষ্টি
তাঁর মন বোঝে সাধ্য কাহার? কোন পুরুষের?
সব দৌড় এসে এখানে পাকায় রহস্যজট
বোঝেনা কবি, উপন্যাসিক; কোন জ্ঞানীগুণী।
.
'দেখে মনে হয় বন থেকে আসা উল্লুক কোন
মানুষের ভীড়ে ঘুরঘুর করা বন্যমানুষ।'
ক্ষীণ স্বরে তীক্ষ্ন বাক্য প্রেমের ইশারা
ঠোঁটে ফুটে উঠে হেয়ালী হাসি সেই চপলার।
.
দিন কয় পর স্নিগ্ধার মুখোমুখি দাড়িয়ে সজীব
'তোমার পরশে উল্লুক হবে নিমিষে মানুষ।'
হাত-পা তার ঠকঠক করে কাপছে ভীষণ;
মাথা নিচু করে স্নিগ্ধা খায় হেসে লুটোপুটি।
২| ০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪১
এমএ জব্বার বলেছেন: এটা এখন আর যায় না। রাস্তা পাশে দাড়িয়ে থাকা হাত পাতা কাপা এগুলো ছিল বিংশ শতাব্দির পূর্বে। এখন এই জায়গাটা দখল করে নিয়েছে এসএমএস মেবাইল আর অনলাইন মিডিয়া। তবুও ভাল লেগেছে অনেক। মনে পড়েছে আগের দিনের স্মৃতি। ধন্যবাদ।
একবার ঘুরে আসার আমন্ত্রন জানাচ্ছি আমাদের স্বপ্নবাড়ী থেকে।
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৪৪
সাইন বোর্ড বলেছেন: তাহলে তো মনে হচ্ছে কেল্লা ফতে !
৪| ০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৫
রাজীব নুর বলেছেন: সুন্দর।
৫| ০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৬
রাজীব নুর বলেছেন: আমি কেন কবিতা লিখি না।
৬| ০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৭
রাজীব নুর বলেছেন: আমি কেন কবিতা লিখতে পারি না।
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:০০
ধ্রুবক আলো বলেছেন: সুন্দর লিখেছেন।