নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ নাজমুল হাসান [নাজমুল]

স্বপ্ন থেকে বাস্তবকে বড্ড ভালোবাসি আমি.......

মোঃ নাজমুল হাসান [নাজমুল] › বিস্তারিত পোস্টঃ

শেষ সন্ধি

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৩



প্রিয়তমা, প্রস্তুত হও। দেখা হবে আমাদের যুদ্ধের ময়দানে
ক্ষমতার সংঘাত, রাজনীতি বুঝলোনা আমাদের প্রেম!
ক্রোধের যে দাবানলে জ্বলছে শহর কাগজের মতো
সেখানে তোমার-আমার চলার পথ ভিন্ন এখন।
.
প্রিয়তমা, মুছে ফেলো অশ্রু; কেউ যদি দেখে ফেলে
বিপক্ষ শিবিরের সেনাপতি তুমি; কঠিনতা তোমার মানায়।
যুদ্ধের ময়দানে যে জিতুক, জানি পরাজিত হবে শেষ ভালোবাসা
রচিত হবে নতুন এক রক্তাক্ত প্রান্তর!
.
তুমি ফিরে যাও প্রিয়তমা একটা সন্ধি করে
মৃত্যুর মুখোমুখি যে-ই হই আমরা; হয় যেন তা কষ্ট বিহীন।
যুদ্ধের ময়দান প্রস্তুত; তৃষ্ণিত তরবারি রক্ত নেশায়
হয় মারো নয় মরো; ভাববার আর কিছু নেই অবসর!

(ছবি গুগোল থেকে সংগৃহীত)

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

মিথী_মারজান বলেছেন: শান্তি চুক্তির ব্যবস্থা করা যায়না!
নাহয় এমন একটা যুদ্ধ যেখানে ভালোবাসা বিজয়ী হবে।

কবিতা সুন্দর হয়েছে।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪৯

মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: লক্ষ লক্ষ চেয়ে আছে মুক্তির আলোর আশায়। ফিরবার আর কোন যে অবসর নেই!

ধন্যবাদ এবং আন্তরিক শুভকামনা।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫১

মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.