নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ নাজমুল হাসান [নাজমুল]

স্বপ্ন থেকে বাস্তবকে বড্ড ভালোবাসি আমি.......

মোঃ নাজমুল হাসান [নাজমুল] › বিস্তারিত পোস্টঃ

নিঃসঙ্গ আঁধারে

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৪

সেই কৈশোর থেকে দুঃখরা আমার একান্ত আপন;
যে দিকে বাড়িয়েছি প্রত্যাশার হাত
আঘাত করেছে বেদনার নির্মম সুনামি!
সবুজ স্বপ্নগুলো ঝরে গেছে-
শীতে বিবর্ণ পাতার মতো;
এক আজন্ম হাহাকার বাসা বেধে আছে-
বুকের ভেতর আমার!
.
লাল গোলাপের কাছাকাছি ছুটে গেছি যতোবার
অনুভূতির রক্তাক্ত কফিন নিয়ে ফিরেছি
ফুলের স্পর্শবিহীন, কাটার যন্ত্রনায়।
যৌবনের প্রথম প্রহরে চঞ্চলা যে তরুণী-
কুড়েঘর বেধেছিলো বুকের ভিতর;
সে অন্য কারো স্বপ্ন গড়তে ব্যাস্ত
উচ্ছ্বল স্রোতে ভেসে চলা রঙিন খেয়াই!
.
এরপর খড়-কুটোর মতো যা কিছু আকড়ে ধরে-
বাঁচতে চেয়েছি আমি;
দেখেছি সব ছাই-ভস্ম
মরিচিকা, প্রতারণা; ভুতুড়ে আঁধার।
প্রেয়সীর অধরে যে স্পর্শের অনুভূতি;
তা মৃত প্রজাপতি
ঝরে পড়া ফুল; দুঃখ আমার!
সেখানে চোরাবালি সুখ;
আমি নেই! আমি নেই!
.
ভালোবেসে আমি নিশ্চুপ হয়ে গেছি-
রাতের নিঃসঙ্গ নক্ষত্রের মতো;
নীড়হারা পাখিদের মতো-
আশ্রয়হীন আজ।
আমার দুঃখরা, আমার একান্ত সঙ্গী
ল্যাম্পপোস্টের মতো তারা সারা রাত জেগে রয়
আমি ঘুমাতে পারি না।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৪

মোঃ মঈনুদ্দিন বলেছেন: ভাই, এত যন্ত্রণা আর কষ্ট! কবিতার পরতে পরতে ব্যাথার স্পর্ষ!
বিষাদের দিনে বিষাদময় কবিতা!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৫

মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: জীবনটাই তো সুখ-দুঃখের সমষ্টি। ব্যাথার স্পর্শতো থাকবেই।

শুভেচ্ছা।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৪

নূর-ই-হাফসা বলেছেন: ভুল মানুষে সময় দিলে এমনটা তো হবেই ।
বিরহ আর কষ্ট আছে বলেই জীবন গুলো এতো অর্থপূর্ণ ।
কবিতা ভালো লাগলো

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২১

মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: কেউ যদি বিশ্বাস ভাঙ্গে, তবে কি করার? বলুন। ভুলটা তো নির্ণয় হয় পরে।

ধন্যবাদ।

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৬

রাজীব নুর বলেছেন: খুব ভালো।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৬

মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.