![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভুল! ককপিট না এয়ার ট্রাফিক কন্ট্রোল?
পড়ে আছে মস্ত ঈগলের কঙ্কাল; ছিন্ন পালক!
দুই কিংবা কুড়ি? দক্ষিণ অথবা উত্তরের
মৃত্যুর রানওয়ে ধরে ছুটেছিলো বিমানটি!
তারপর সবকিছু নিঃশেষ! পাষাণ্ড আগুন
পুড়িয়েছে সব আশা; স্বপ্ন- ভালোবাসা
না ফেরার মিছিলে লেখিয়েছে নাম!
সারি সারি পোড়া লাশ- ছিন্ন দেহের
ব্যথাতুর চিৎকার; স্বজনের অশ্রুতে বাতাসে বিষাদ!
ভাষাহীন যন্ত্রনা; নেই কোন শান্তনা
বুক জুড়ে শেষ স্মৃতিচিহ্ন।
.
লেখার সময়-
১৩ই মার্চ, ২০১৮
সকাল ১১টা ১৫মিনিট
(ছবি- সংগৃহীত)
১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৩
মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: স্রষ্টা ওপারে ভালো রাখুক তাদের, যারা চলে গেছে। আর আহতরা দ্রুত ফিরুক আমাদের মাঝে...
২| ১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১১
আকিব হাসান জাভেদ বলেছেন: নিরাপদ যাত্রা হউক পৃথিবীর সকল মানুষের । একটা দূর্ঘটনা বয়ে আনে বিশাল বিষাদ। কবিতায় অশ্রুসিক্ত জল ।
১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৫
মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: নিরাপদে থাকুক সবার স্বজন...
৩| ১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: দুঃখ প্রকাশ করার ভাষা নেই।
১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫০
মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: নিহত এবং আহত সবার স্বজনকে স্রষ্টা ধৈর্য ধরার তৌফিক দিন।
৪| ১৩ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৪১
রাজীব নুর বলেছেন: সুন্দর।
১৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৫৯
মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: ধন্যবাদ।
৫| ১৪ ই মার্চ, ২০১৮ রাত ৯:৪৩
প্রামানিক বলেছেন: ভালো লাগল।
১৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:০১
মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:০৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: হৃদয় বিদারক!
আহত'দের সুস্থতা এবার নিহতদের আত্মার শান্তি কামনা করছি।