নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ নাজমুল হাসান [নাজমুল]

স্বপ্ন থেকে বাস্তবকে বড্ড ভালোবাসি আমি.......

মোঃ নাজমুল হাসান [নাজমুল] › বিস্তারিত পোস্টঃ

তারুণ্যের হার্টবিট মুক্তির কথা বলে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে

১৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৫৩



যুগে যুগে যে সব মানুষ তরুণদের হার্টবিট শুনতে পেয়েছিলেন এবং হৃদয় দিয়ে উপলব্ধি করেছিলেন; তারা যেমন শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়েছিলেন, তেমনি হয়েছেন বিখ্যাত। বাঙ্গালী জাতিসত্তার ইতিহাসের ক্ষেত্রে এ কথাটি আরো বেশি সত্য। তরুণদের হার্টবিট ধরতে পেরেছিলেন বলেই এক জন শেখ মুজিব "বঙ্গবন্ধু" হয়ে উঠেছিলেন; হয়েছেন জাতির পিতা। তরুণদের হার্টবিট ধরতে পেরেছিলন বলেই "জোহা স্যার" নামটি আজো ভালোবাসা এবং শ্রদ্ধায় উচ্চারিত হয়। তরুণদের কাছে তিতুমীর আজো এক প্রতিরোধের নাম; শেরেবাংলা, সোহরাওয়ার্দী, ভাসানী এক একজন সাহসী প্রতীক। কারন তরুণদের হার্টবিট কথা বলে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে; মানুষের মুক্তির আকাঙ্খায়। এ হার্টবিট বুঝতে পারা অতোটা সহজ নয়; সহজ নয় শাসক এবং শোষকের রক্তচক্ষুকে উপেক্ষা করে তার বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠে কথা বলা। তবু যারা এই কাজটি সব শঙ্কা, ভয় এবং সীমাবদ্ধতাকে পিছনে ফেলে করতে পেরেছেন; তারাই হয়েছেন অবিসংবাদিত; হয়েছেন কালজয়ী, শ্রদ্ধা এবং ভালোবাসার পাত্র।



সরকারের দায়িত্বশীল মহলকে বলতে চাই, কোটা সংস্কারে দাবিতে যে আন্দোলন চলছে; এটা আপামর ছাত্র-জনতার আন্দোলন। এটা বেকারত্বের জাতাকলে পৃষ্ঠ ত্রিশ লক্ষ যুবকের আকুতি; তাদের পরিবারের অনুভূতি। এটা মুষ্টিময়ে কিছু স্বার্থবাদী ছাড়া ষোল কোটি মানুষের একান্ত চাওয়া; কোন সরকার বিরোধী আন্দোলন না। শক্তি প্রয়োগ করে এই আন্দোলকে চিরদিনের জন্য দমিয়ে দেওয়া যাবে না। ইতিহাস বলে আপামর ছাত্র-জনতার অনুভূতি কখনো পারাজিত হয়নি; তরুণরা কখনো পারাজিত হয়না। আজ হোক কিংবা কাল; কোটা সংস্কার করতেই হবে। এটা নেয্য দাবি; শাম্যের দাবি বৈষম্যের বিরুদ্ধে। তাই অনুগ্রহ করে তরুণদের কথা শুনুন মাননীয় সরকার বাহাদুর; তাদের হার্টবিটকে উপলব্ধি করুন। কোটা বৈষম্যের জাতাকলে তরুণদের যে অবর্ণনীয় কষ্ট, দুর্ভোগ এবং হতাশা; তার আশু সুরাহা প্রয়োজন। আর এই কাজটি সরকারকেই করতে হবে দ্রুততার সাথে।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সহমত।

পাকির শোষণ, রাণীর শোষণ—
করল শোষণ সব সখী,
শেষকালে এই কোটার শোষণ—
তফাৎ তবে রইল কী?

১৫ ই মার্চ, ২০১৮ রাত ৯:০৪

মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: বর্গী তো বিদায় নেয়নি
এ সমাজের বুকে আজো তারা আছে
শুধু ভিন্ন রুপে করছে শোষন...

২| ১৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৪

রাজীব নুর বলেছেন: কোটা সংস্কার আসলেই খুব জরুরী।
শুধু ছাত্র ছাত্রীরা আন্দোলন না করে তথাকথিত বুদ্ধিজীবিদেরও সময় হয়েছে কোটা সংস্কারের ব্যপারে বলার। অবশ্য যদি তাদের 'বিবেক' থাকে...

১৫ ই মার্চ, ২০১৮ রাত ৯:০০

মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: ভাই, ভাবছি একদিন জাতীয় জাদুঘরে যাবো; যদি বিবেকের দেখা পাই...

৩| ১৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: কোটা সংস্কার করা অতীব জরুরী। সরকারে উচিত যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করা। বিষয়টি ঝুলিয়ে রেখে, ছাত্রছাত্রী তথা আন্দোলনকারীদের মূল্যবান সময়, রাষ্ট্রীয় সম্পদ এবং সাধারণ মানুষদের হয়রানি করার কোনো মানে নেই।

১৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:৫৬

মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: সহমত প্রকাশ করছি।
ধন্যবাদ...

৪| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:১৭

সোহানী বলেছেন: কোটা প্রথা বন্ধ হোক!
কোটা প্রথা বন্ধ হোক!
কোটা প্রথা বন্ধ হোক!
কোটা প্রথা বন্ধ হোক!
কোটা প্রথা বন্ধ হোক!

২১ শে মার্চ, ২০১৮ রাত ৮:০২

মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: জয় হোক মেধার...

৫| ২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:১০

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: কোটা প্রথা বন্ধের কথা বললে তারা নাকি জামাত শিবির হয়েযাচ্ছে? ভালো থাকুন। ভালো কাটুক প্রতিটা সময়, প্রতিটা মূহুর্ত।

২১ শে মার্চ, ২০১৮ রাত ৮:০৯

মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: এটা আমাদের দেশে সার্থবাদী শ্রেণীর একটা গতানুগতিক অপকৌশল...

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.