![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ও মেয়ে তোর অশ্রু কেনো চোখে
কাজলটা তোর হচ্ছে মলিন কিসের অভিমানে?
.
কিসের ব্যাথা পুষিস রে তুই বুকে
দারুণ প্রভাত বিষন্নতায় যাচ্ছে কেনো ঢেকে?
প্রেম ইশারায় এখন তো আর আমায় ডাকিস না
উচ্ছলতা মিষ্টি সুভাষ আর যে বিলায় না!
.
কোন সে মেঘে তোর মনেতে হঠাৎ এমন ঝড়
ড্রেসিং টেবিল- আয়না জুড়ে শুধুই হাহাকার?
হঠাৎ উধাও কপাল থেকে ছোট্ট কালো টিপ
হারিয়ে গেছে ঠোঁটের কোনে লুকিয়ে থাকা হাসি!
২৪ শে মে, ২০১৮ বিকাল ৪:০০
মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: প্রেম হারিয়ে গেছে কিনা বলা মুশকিল, তবে অনুভূতিগুলো ম্রিয়মান হয়ে গেছে...
২| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো, সুন্দর বলেছেন।
শেষে এসে কেমন যেন বেতাল মনে হল
২৪ শে মে, ২০১৮ বিকাল ৪:০১
মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: জীবনের সব সমীকরণ কি মেলানো যায়?
ধন্যবাদ
৩| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২৩
দীপঙ্কর বেরা বলেছেন: বাহ। ভাল বলেছেন।
২৪ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৬
মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: ধন্যবাদ।
৪| ২৪ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৮
রাজীব নুর বলেছেন: মোটামোটি।
২৪ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৭
মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: ধন্যবাদ নুর ভাই
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৭
কাওসার চৌধুরী বলেছেন:
আপনার কী প্রেম হারিয়ে গেছে?