![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই বুকে প্রেম ছিলো, আশা ছিলো
ভালোবাসা বেধেছিলো ঘর একদিন
স্বপ্নরা মেলেছিলো ডানা;
তুমি ছিলে অধিকারে
প্রতিটি অনুভাবে
অস্তিত্বের নিবিড় পাতায়।
.
এরপর মেঘ এলো
অনুভূতি ভেসে গেলো
ভালোবাসা ঠাঁই পেলো স্মৃতির পাতায়;
আমাদের স্বপ্নরা সময়ের মুখোমুখি
হয়ে গেলো প্রশ্নবোধক!
.
তুমি কি জেনেছো কখনো
অধিকারহীন প্রেম কি বিষন্ন কারাগার?
কনডেম সেলে বন্দী কয়েদির মতো
কি কঠিন প্রতিটি প্রহর?
.
হয়তো বোঝনি!
তোমার প্রস্থান পথে
তবু বেঁচে থাক প্রেম;
বিরহকে বুকে পুষে তবু বাঁচা যায়
হারানোর বেদনা তবু সওয়া যায়
একাকি কেটে যায় ছোট্ট জীবন।
২২ শে জুলাই, ২০১৮ সকাল ৯:২৭
মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: ধন্যবাদ।
২| ১১ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩৭
সনেট কবি বলেছেন: সুন্দর।+
২২ শে জুলাই, ২০১৮ সকাল ৯:২৭
মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: ধন্যবাদ।
৩| ১২ ই জুলাই, ২০১৮ সকাল ১১:১৬
রাজীব নুর বলেছেন: ভালো হয়েছে।
২২ শে জুলাই, ২০১৮ সকাল ৯:২৮
মোঃ নাজমুল হাসান [নাজমুল] বলেছেন: ধন্যবাদ নুর ভাই।
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৮ রাত ৮:০২
স্রাঞ্জি সে বলেছেন: আহা বিরহ! আহা প্রেম!
ভাল লেগেছে কবিতা।
++