![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের দেশে একাডেমিক কারনে যে সব সুইসাইড হয়, এর অধিকাংশের জন্য দায়ী অভিভাবক এবং সমাজ। আপনি মানেন কিংবা না মানেন, এই সমাজ এবং অভিভাবকরা এক একটা ছেলে মেয়েকে সুপারম্যান ভাবে। তারা ছেলে মেয়েদের জীবনের সফলতা বলতে বুঝে ৮০+মার্কসকে। যে কোন উপায়ে একটা ছেলে কিংবা মেয়েকে ৮০+ অর্জন করতেই হবে। এই ৮০+ বলতে আমি শুধু একাডেমিক পরীক্ষায় ৮০ নম্বর পাওয়কে বুঝাচ্ছি না। এই ৮০+ মানে ভালো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় কিংবা মেডিকেলে চান্স পাওয়া অথবা যে কোন উপায়ে অগাধ টাকা এবং সম্পদ অর্জনের উন্মাদনা। আমরা একটা জেনারেশনকে শিখাচ্ছি যে কোন উপায়ে এই ৮০+টাই জীবনের একমাত্র সত্য এবং ৮০+ না হলে জীবনটাই মূল্যহীন। এভাবেই একটা জেনারেশনের জীবনকে আমরা বীষিয়ে দিচ্ছি। মূল্যবোধ, নৈতিকতা এবং গঠনমূলক প্রানবন্ত সব উপাদানকে নির্বাসনে পাঠাচ্ছি প্রতিনিয়ত। "তুমি কেন পারোনি? ও তো পেরছে!" এই তুলনায় আমরা এক একটা জীবনকে করে তুলছি যান্ত্রিক। কিন্তু একবারও ভাবছি না যান্ত্রিক জীবনের ভার সবাই একই ভাবে বইতে পারবে কিনা। আমরা নিজেরা ৩৩+ নিয়ে জীবন পার করে দিচ্ছি; অথচ কেনো আমাদের ছেলে-মেয়ে কিংবা ছোট ভাই-বোনেরা ৭৯ পেলো, তাই নিয়ে তাকে সীমাহীন বিদ্রুপ করছি; দিচ্ছি ব্যর্থর ট্যাগ। এই সমাজ ব্যবস্থা কি হাস্যকর নয়? যেখানে সফলতার একমাত্র মন্ত্রই ৮০+... যেখানে জীবনের মূল্যটা ৮০+এ সীমাবদ্ধ... যেখানে সফলতা মানে শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা বিসিএস ক্যাডার হওয়া... কিংবা সফলতা মানে যে কোন উপায়েই কাড়িকাড়ি টাকা এবং সম্পদ অর্জন। অথচ জীবনের আরো অর্থ আছে; যেখানে একজন ভালো মানুষ হওয়া এবং প্রানবন্ত ভাবে বেঁচে থাকাটাও হতে পারতো সফলতা। আচ্ছা, একবার ভাবুন সফল মানুষদের সবাই কি ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা বিসিএস ক্যাডার? উত্তরটা হলো না.... তবু আমরা ভুল করি। কিন্তু সত্য হলো ৮০+মানেই সফলতা নয়। সফলতা মানে একটি সুন্দর, সুখি এবং প্রানবন্ত জীবন।
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১০
হাবিব বলেছেন: অনেকে আরো বেশি চায়..........
৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৬
রাজীব নুর বলেছেন: সব ঠিক হয়ে যাবে। আমি বিশ্বাস করি সব ঠিক হয়ে যাবে।
৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৬
রাজীব নুর বলেছেন: সব ঠিক হয়ে যাবে। আমি বিশ্বাস করি সব ঠিক হয়ে যাবে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩১
আর্কিওপটেরিক্স বলেছেন: শিক্ষার মূল উদ্দেশ্য ৮০+ নাম্বার নয় ভালো মানুষ গড়া