নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার

আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউঃ "Blood Diamond"

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭

লিওনার্দো ডি ক্যাপ্রিও'র অভিনীত আমার প্রথম দেখা ছবি হচ্ছে তার "টাইটানিক" মুভিটি । ছবিটি দেখার পর থেকেই আমি তার অসম্ভব একজন ভক্ত বনে যাই । "টাইটানিক" ছবিতে তার অসাধারণ অভিনয় হওয়ার পরও কেনো সে এই ছবির জন্যে অস্কার পাইনি তার জন্যে আমার খুব দুঃখ হয়েছিল । তার সমুদ্রে ডুবে যাওয়ার দৃশ্যগুলো এখনও প্রথম দেখার মত আমার চোখে জ্বলজ্বল করে । তার অভিনীত বেশকিছু মুভি আমি দেখেছি তার মধ্যে "Blood Diamond" ছবিটিও আমার কাছে দারুণ লেগেছে । মুভিতে তার মুভমেন্ট , তার আচার-আচরণ সবকিছু ছবিতে তার চরিত্রের সাথে দারুণভাবে ফুটে উঠেছে । আর তার অনুসন্ধানী চোখ দারুণ লেগেছে , যেন কোথায় কার মাঝে কি আছে সব যেন তার নখদর্পণে ,সব যেন তার জানা ।







সম্পদ একটা দেশকে যেমন অর্থনৈতিকভাবে স্বচ্ছলতা এনে দিতে পারে ঠিক তেমনি নিয়ে আসতে পারে সেই দেশে সংঘাত এবং সহিংসতার পরিস্থিতির । সেই দেশের মানুষের জীবনে নিয়ে আসতে পারে দুর্বিষহ অবস্থা । আফ্রিকার একটি দেশ সিয়েরা লিওন, যেখানে প্রকৃতিগতভাবেই পাওয়া যায় হীরা বা ডায়মন্ড । আর তা নিয়েই সমগ্র দেশজুড়ে অস্থিরতা । হানাহানি, মারামারি , সহিংসতা লেগে থাকে সেখানে ক্ষুদ্র ক্ষুদ্র গ্রুপের মাঝে । অল্প বয়সী ছেলেদের ভেড়ানো হয় সেইসব গ্রুপে । তারপর মানুষ মারার এক দক্ষ সৈনিক হিসেবে গড়ে তোলা হয় তাদের । মানবতা যেন এখানে ভুলন্থিত , কে কার রক্ত নিবে কে কার উপরে থাকবে তার যেন অসম চেষ্টা । কিন্তু এই নিষ্ঠুর চেষ্টা সেই দেশের সাধারণ মানুষের জীবন যে কতটা দুর্বিষহ করে তোলে তার ব্যাপারে কারো কোন মাথা ব্যথাই নেই । আর নিজেদের সাথে সহিংসতার পাশাপাশিতো আছেই অন্যদেশের আগ্রাসী মনোভাব । আর এই সবকিছু নিয়েই গড়ে উঠেছে "Blood Diamond" মুভিটি ।আসলেই যথার্থ নাম দেওয়া হয়েছে ছবিটির এর কাহিনীর সাথে ।







একজন মৎস্যশিকারি, একজন স্মাগলার এবং একদল ব্যবসায়ী সিন্ডিকেটের লোকদের নিয়ে "Blood Diamond" মুভির কাহিনী মূলত আগাতে থাকে । যেখানে হীরার জন্যে স্মাগলার এবং একদল ব্যবসায়ী সিন্ডিকেট হন্যে হয়ে ছুটে । আর এই স্মাগলার চরিত্রে অভিনয় করেছে লিওনার্দো ডি ক্যাপ্রিও আর মৎস্যশিকারি চরিত্রে অভিনয় করেছে ডিজিমন হনশু । চমৎকার অভিনয় দেখিয়েছে তারা দুজন তাদের নিজ নিজ চরিত্রে । একজন স্মাগলার হিসেবে সবসময় এক অনুসন্ধানী দৃষ্টি ছিল সব দিকে লিওনার্দো ডি ক্যাপ্রিও । কোথায় কিভাবে কার ডায়মন্ড পাওয়া যাবে , নেয়া যাবে তার পিছনে হন্যে হয়ে সমগ্র ছবিজুড়ে তার বিচরণ দেখা যায় আর মৎস্যশিকারি সলোমন ভেনডি (ডিজিমন হনশু) সবসময় সজাগ থাকে তার পরিবারকে নিয়ে , তার পরিবারকে ফিরে পাওয়া আর তার ছেলে দিয়াকে পূর্বের জীবনে ফিরিয়ে আর এক আপ্রাণ চেষ্টা থাকে তার বাবা হিসেবে । ছবিতে তারই এক অস্থির চিত্র ফুটে উঠে কখনও । জীবন যেন তাদের বাঁধা পড়েছে সিয়েরা লিওনে এক দ্বিধা ও দন্দের মাঝে । তার এক জাজ্বল্যল্যমান দৃশ্য ফুটে উঠেছে ছবি জুড়ে ।





লিওনার্দো ডি ক্যাপ্রিও'র অভিনীত "টাইটানিক" মুভির মতন "Blood Diamond" মুভিতেও তার একটা পর্যায়ে মৃত্যু ঘটে । এইখানেও আমার প্রিয় অভিনেতার মৃত্যু , তাইলে কি ইমোশন কাজ করছে ছবিজুড়ে বুঝেন । ছবিটি একশনের মুভি হলেও মুভি ভর্তি আবেগ , ভালোবাসা সবই বিরাজমান । মানুষ যে কতটা নিষ্ঠুর হতে পারে তার প্রয়োজনে তার এক উজ্জ্বল উদাহরণ "Blood Diamond" মুভিটি । একজন মানুষের পরিবার রক্ষা করা নিয়ে যেখানে শংকা সেখানে আবার ডায়মন্ডের লোভে হন্যে হয়ে ঘুরছে আরেকদল মানুষ । খুন কিংবা মৃত্যু কোন কিছুই যেণ তাদের দমাতে পারেনা ডায়মন্ড পাওয়ার লোভ থেকে । আর তার জন্যেই জীবনের ঝুঁকি নিতেও কিছু মানুষ কার্পণ্য করেনা । একজন আরেকজনকে হত্যা সব যেন খুব সহজ ব্যাপার আফ্রিকার এই দেশ সিয়েরা লিওনে।





ছবিটি মুক্তির সাল ২০০৬ সাল । আইএমডিবি রেটিং ৮ এর এই মুভির কেন্দ্রীয় চরিত্রগুলোতে অভিনয় করেছে যথাক্রমে Leonardo DiCaprio, Djimon Hounsou,Jennifer Connelly সহ আরও অনেকে । আর চার্লস লিভেট ও সি গ্যাবি মিশেল এর লেখা গল্প অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন পরিচালক এডওয়ার্ড জিউক । ১৪৩ মিনিটের এই ছবির কাহিনী ,দৃশ্যায়ন সবকিছুতেই আফ্রিকার দেশ সিয়েরা লিওনে ডায়মন্ড নিয়ে হওয়া পরিস্থিতি ফুটে উঠেছে চমৎকারভাবে ফুটে উঠেছে । মানবতা যে পরাজিত হয় মানুষের সম্পদের লোভের কাছে তার এক উজ্জ্বল দৃষ্টান্ত এই ছবি । ছবির দৃশ্যায়নগুলো আমার খুব চমৎকার লেগেছে । প্রেস কিংবা মানুষের জীবন কিংবা ব্যবসায়িক উদ্দেশ্য সবকিছু দারুণ ছকে ফ্রেমে আবদ্ধ করেছেন পরিচালক এডওয়ার্ড জিউক । আর ছবিজুড়ে Leonardo DiCaprio, Djimon Hounsou এর অভিনয় দারুণভাবে টেনে নিয়ে গেছে আমাকে একজন দর্শক হিসেবে। আর এক কথায় বলা যায় "Blood Diamond"মুভিটি আবেগ , ভালোবাসা ,একশন এর এক চমৎকার মেলবন্ধন ।



মন্তব্য ৩২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৯

তাসজিদ বলেছেন: অসাধারণ মুভি। বার বার দেখার মত।

১০ ই জুন, ২০১৪ সকাল ৭:১৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: :)

২| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৯

wrongbaaz বলেছেন: আমার দেইখাই ভালো মুভি গুলোর একটা .......... গল্প, অভিনয়, পরিচালনা সবই অসাধারণ।

৩| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩২

wrongbaaz বলেছেন: আমার দেখা ভালো মুভি গুলোর একটা .......... গল্প, অভিনয়, পরিচালনা সবই অসাধারণ।

১০ ই জুন, ২০১৪ সকাল ৭:১৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: :)

৪| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৪

মাক্স বলেছেন: অসাধারন একটা মুভি।

১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: :)

৫| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭

পুলক20 বলেছেন: দেখি নাই।দেকতে হবে।ধন্যবাদ।

২০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৩১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন

৬| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৮

দ্যা ডার্ক নাইট বলেছেন: দেখসি :D :D

০৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:১১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন

৭| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৭

নতুন বলেছেন: ৮/১০.. খুবই ভাল একটা মুভি...মুভি খোরদের ভাল লাগবেই..

০৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:১২

নাজমুল হাসান মজুমদার বলেছেন:
ভালো থাকবেন

৮| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৫

আদিম পুরুষ বলেছেন: রিভিউ ভাল লাগল। আপনি কমেন্টের রিপ্লে দেন না। তাই অনেকে মতামত জানাতে অনুৎসাহী হয়। এনিওয়ে মুভিটি আমিও দেখেছি। প্রক্ষাপট, চিত্রায়ন যথেষ্ট ভালো। নায়কের মৃত্যু সংবাদ মুভিটি দেখতে যারা উৎসাহী তাদের যথেষ্ট ব্যথিত করবে।

১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৭

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন

৯| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩

মারসেনারি বলেছেন: এই মুভিটা কেনও অস্কার পাইলনা আমার বুঝে আসে না

০৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:১৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: এই ছবি দেখে আবারও খারাপ লাগল , আমার প্রিয় নায়ক খালি মুভিতে মরে ! !

১০| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৪

আহমেদ নিশো বলেছেন: ছবিটি অনেকবার দেখেছি। আরও দেখব আশাকরি। আমার দেখা সেরা মুভির মধ্যে অন্যতম এটি।

১১| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:২১

লিন্‌কিন পার্ক বলেছেন:
দুর্দান্ত মুভি ;)

১২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৫

নাজমুল হাসান মজুমদার বলেছেন: চরম লাগছে

১৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:৩২

পেটুক ছেলে বলেছেন: জটিল মুভি ।

১৪| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:৫২

chai বলেছেন: অসাধারন একটা মুভি।

১৫| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৮

খান মেহেদী ইমাম বলেছেন: ভাই এই মুভি যখন আমি প্রথম দেখছি তখন চোখের পানি আতকাতে পারি নাই। আমি এই ছবি কতবার দেখছি আমি নিজেও জানি না।

"Sometimes I wonder
Will God ever forgive us
for what we've done to each other?
Then I look around and I realize
God left this place a long time ago."


"I am exactly where i am supposed to be"

১৬| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৭

আট আনা বলেছেন: মারাত্মক একটা মুভি। একটা পারফেক্ট মুভির সবগুলা এলিমেন্টই আছে এটাতে। সাউন্ডট্র্যাকও চমৎকার।

আপনি হয়ত দেখে থাকবেন, তারপরও রেফার করছি একই ধরনের আরো দুইটা মুভি - টিয়ার্স অব দ্য সান, হোটেল রুয়ান্ডা।

১৭| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৫

ইমরাজ কবির মুন বলেছেন:
জোস মুভি, লিও ক্যাপ এর অভিনয় ও ছিল দুর্দান্ত ||

১৮| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০২

সত্যচারী বলেছেন: খান মেহেদী ইমাম বলেছেন: ভাই এই মুভি যখন আমি প্রথম দেখছি তখন চোখের পানি আতকাতে পারি নাই। আমি এই ছবি কতবার দেখছি আমি নিজেও জানি না।

"Sometimes I wonder
Will God ever forgive us
for what we've done to each other?
Then I look around and I realize
God left this place a long time ago."


"I am exactly where i am supposed to be"


এই ছবি এত বার দেখেছি যে এই ছবির প্রায় সবগুলা ডায়লগ মুখস্ত হয়ে গেছিল। অসাধারন একটা মুভি, সাথে ডি ক্যাপ্রোর অসধারন অভিনয়।

০৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:১৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ক্যাপ্রিয়'র অভিনয় চরম হইছে

১৯| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২২

সজল_হাসান বলেছেন: দেখতে হবে ।

১০ ই জুন, ২০১৪ সকাল ৭:১৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: :)

২০| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৮

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: দেখা আগেই
তবে আপনার উপস্থাপনা বেশ!

২১| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৮

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: দেখা আগেই
তবে আপনার উপস্থাপনা বেশ!

২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:০৫

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ধন্যবাদ ভাই । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.