নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার

আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউঃ রোমান পোলানস্কি'র The pianist

০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৪

মানুষের জীবনে একটা যুদ্ধ অবশ্যম্ভাবী ধ্বংস নিয়ে আসতে পারে , পৃথিবীকে নিয়ে আসতে পারে একটা বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে । যুদ্ধের লেলিয়ান শিখায় পুড়ে যেতে পারে অসংখ্য মানুষের জীবন । দ্বিতীয় বিশ্বযুদ্ধ এমনি করে এই পৃথিবীর তখনকার মানুষগুলোর ওপর নিয়ে এসেছিল অভিশাপের বার্তা । মানবতা যেখানে ভূলুণ্ঠিত হয়েছিল কামান-বন্ধুকের কাছে , যেখানে রেহাই পাইনি বৃদ্ধ থেকে শুরু করে কোলের শিশুও । যেন রক্তের নেয়ার উৎসব চলছিল যুদ্ধের সেইসব দিনগুলিতে ।এমনি কাহিনীগুলোকে অনেক পরিচালক তাদের ছবির মাধ্যমে সারা পৃথিবীবাসীকে দেখিয়েছে , কি নৃশংস ছিল সেইসব দিনরাত্রিগুলি ।ঠিক তেমনি রোমান পোলানস্কিও বাদ যাননি দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে ছবি তৈরি করার ক্ষেত্রে । তিনি তার "The pianist" ছবির মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এক পিয়ানিস্ট এর জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা তার এই অসম্ভব সুন্দর ছবির মাধ্যমে উপস্থাপন করেছেন ।





একজন মেধাবী পিয়ানিস্ট যে কিনা পোলিশ এবং ইহুদী , দ্বিতীয় বিশ্বযুদ্ধে অনেক ইহুদী পরিবারের মত তার পরিবারের ওপর যুদ্ধের খড়গ এসে পরে । জার্মান নাৎসি বাহিনীর হাতে একে একে অনেক ইহুদী মারা যেতে থাকে , আবার কখনও ইহুদীদের অবরুদ্ধ করে রাখা হয় ।পিয়ানিস্ট এর পরিবারের সদস্যরাও এর থেকে রেহাই পায় না । নাৎসি বাহিনী তাদের ওপরও অত্যাচার করতে থাকে । ফলে তারাও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আশ্রয় নেয় । অবরুদ্ধময় সেই জীবনের সাথে যুদ্ধ এবং বেঁচে থাকার চেষ্টায় তাদের প্রাণপণ চেষ্টা চলতে থাকে ।কখনও খাদ্যের জন্যে হাহাকার আবার কখনও অল্প একটু খাদ্যই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাগাভাগি করে খাওয়া ।যুদ্ধ যেন তাদের জীবনকে আরও নিজেদের কাছে নিয়ে আসে প্রত্যেককে ।কিন্তু এক সময় পিয়ানিস্ট তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পরে । শুরু হয় নতুন বেঁচে থাকার চেষ্টা । যুদ্ধ আসলেই অনেকটুকু পরিবর্তন করে দেয় একজন মানুষের জীবনকে । শেষ পর্যন্ত কি সেই পিয়ানিস্ট বেঁচে থাকবে ? আর তার পরিবার, যাদেরকে সে হারিয়ে ফেলেছে যুদ্ধের ঢামাতলে, তাদের সাথে কি আর দেখা হবে ? শেষ পর্যন্ত কি পরিণতি হবে এ পিয়ানিস্ট এর । এমনি অনেক প্রশ্নকে সামনে এনে ছবিকে দারুনভাবে বাঁক দিয়েছেন ছবির পরিচালক রোমান পোলানস্কি ।





ছবিতে অভিনয় করেছেন - আদ্রিয়ান ব্রডি , থমাস ক্রিসম্যান্স, ফ্রাংক ফিনলে সহ আরও অনেকে । ছবিটিতে প্রত্যেক অভিনেতা- অভিনেত্রীর অভিনয় ছিল চোখ ধাঁধানো । তারা যেন যুদ্ধের আসল প্রতিচ্ছবি তুলে ধরেছিল তাদের অভিনয়ে ও মুখের অবয়বে । অসম্ভব ভালো কাজ করেছেন এক একজন অভিনেতা- অভিনেত্রী । সকল অভিনেতা-অভিনেত্রীই এ ছবিতে প্রশংসার দাবিদার ।আর বিশেষ করে আদ্রিয়ান ব্রডি পিয়ানিস্ট চরিত্রে দারুণভাবে নিজেকে তুলে ধরেছেন এবং প্রতিটি দৃশ্যের সাথে দারুণভাবে মিশে গেছেন ।



ছবির যে বিষয়গুলো আমার মনে খুব নাড়া দিয়েছে তা না বললেই না । পরিবারের সবাইকে নিয়ে পিয়ানিস্টের ভাগাভাগি করে খাওয়া , নিজের পরিবারকে খুঁজে বেড়ানো । বেঁচে থাকার জন্যে আপ্রাণ চেষ্টা করা , তার জন্যে পালিয়ে পালিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় আশ্রয় নেয়া । আর সেই যে নাৎসি অফিসার , যিনি কিনা বিভিন্ন সময় খাবার দিতেন লুকিয়ে থাকা পিয়ানিস্টকে । আর নাৎসি বাহিনী চলে যাবার সময় সেই অফিসার তার নিজের ওভারকোটটা দিয়ে যান পিয়ানিস্টকে ।আর সেই ওভারকোটটার জন্য পিয়ানিস্ট এর জীবনে কী বিচিত্র অভিজ্ঞতা হয়েছিল , যার জন্যে তাকে প্রায় জীবনটাই দিতে হচ্ছিল । এই বিষয়গুলো যে কাউকে দারুণভাবে আবেগাতাড়িত করবে , যেমনটা আমার করেছিল ।





রোমান পোলানস্কি এর মত পরিচালক যুগে যুগে আসবেনা , হয়ত হবেনা তৈরি তার ছবির মত এমন মনকাড়া ছবি , যা মানুষকে যুদ্ধের মাঝে জীবনের কথা এত দারুনভাবে ফুটিয়ে তুলবে । ছবিটির প্রতিক্ষণ টান টান উত্তেজনা যে কাউকে অনেক টানবে । ছবির সেট ,যুদ্ধের সময় মানুষের কষ্টকর মুহূর্তগুলো , ছবির ক্যামেরা ওয়ার্ক , যুদ্ধের দৃশ্য থেকে শুরু করে প্রতিটি সিনে চোখ ধাঁধানো কাজ দেখিয়েছেন সফল পরিচালক রোমান পোলানস্কি ।





imdb রেটিং - ৮.৫

উইকি -http://en.wikipedia.org/wiki/The_Pianist_(2002_film)



ছবি-দ্য পিয়ানিস্ট

অভিনয়ে -আদ্রিয়ান ব্রডি , থমাস ক্রিসম্যান্স, ফ্রাংক ফিনলে সহ আরও অনেকে

লেখক -রোনাল্ড হারউড

ছবির ব্যাপ্তিকাল-১৫০ মিনিট

মুক্তির সাল -২০০২

পরিচালক- রোমান পোলানস্কি



মন্তব্য ১৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০০

সুস্মিতা শ্যামা বলেছেন: খুব ভাল রিভিউ। ভাল লাগা রইল।

২০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৩২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন

২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৮

কাফের বলেছেন: ভালো লাগলো রিভিউ
দ্যা পিয়ানিস্ট আমার প্রিয় একটা মুভি

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: আমারও প্রিয় একটা মুভি

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৩

সজল_হাসান বলেছেন: নাম শুনেছি অনেক আগেই ।
তবে দেখিনি ।
দেখতে হবে।

২০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৩২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন

৫| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১০

ঘর কুনো বলেছেন: +

৬| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর অভিব্যক্তি
তাই শ্লোগান হোক মুখে মুখে সবার
যুদ্ধ নয় শান্তি চাই
ঘুমরে লুটায়ে কাঁদে মানবাধিকার

৭| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৮

রুহান রুহান বলেছেন: মুভিটা অনেক অনেক ভাল। অনেক বার দেখছি।
রিভিউ লেখার ক্ষেত্রে আপনার আরো বেশি যত্নবান হওয়া উচিত। কেননা, শুধুমাত্র টান টান উত্তেজনা কিংবা পালিয়ে পালিয়ে বেঁচে থাকার চেষ্টা ইত্যাদি লিখলেই হবে না, বরং পিয়ানিষ্টের ব্যক্তিগত জীবন নিয়েই লিখতে পারেন কিংবা সেই নাৎসি অফিসারটার কথা যিনি লুকিয়ে থাকা পিয়ানিষ্টকে বিভিন্ন সময় খাবার দিতেন এবং চলে যাবার সময় তার নিজের ওভারকোটটা দিয়ে গিয়েছিলেন; আর সেই ওভারকোটটার জন্য পিয়ানিষ্টকে প্রায় জীবন দিয়েই দিতে হচ্ছিল। এই সব আরকি। মনে হল তাই লিখলাম, অন্যভাবে নেবেন না আশা রাখছি।

৮| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: এর আগে অনেক সময় অনেক রিভিউতে ডিটেইলস অনেক কিছু লিখতাম , তখন অনেকে বলত ভাই আপনি কাহিনী বলে দিয়েন না , তাইলে দেখার মজা থাকেনা । তাই অত ডিটেইলস লিখিনা । আমিও বুঝি যে রিভিউতে অনেক কিছুই তুলে ধরার থাকে ।

আর কিছু মনে করলাম না ভাই , খারাপ ভালো মতামত জানাতে আপনি পারেন । নিজেকে নাইলে শুধরাবো কিভাবে ।

৯| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: জুড়ে দিলাম অনুভূতি

১০| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৯

মুহাম্মাদ আলী বলেছেন: কিছুদিন আগে The pianist মুভিটা দেখেছি।খুব ভাল লেগেছে আমার।কেউ চাইলে এই লিঙ্ক থেকে নামিয়ে নিতে পারেন।খুব সুন্দর প্রিন্ট টরেন্ট

১১| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: আমার বড় ভাই আমারে এই মুভিটা দিছিল দেখার জন্যে

১২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৫

নক্ষত্রচারী বলেছেন: পোলানস্কি'র সিনেমা ! আবার জিগায় ।

পিয়ানিস্ট ! দশে দশ ।
রোজামেরী'স বেইবি দেখসিলেন ?

১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯

ডাইনোসর বলেছেন: দেখেছি সিনেমাটা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.