![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder
"Brave Heart" ছবির নামের মতই অসম্ভব সাহসী এক হৃদয়ের মানুষের যাত্রা এই ছবিতে দেখানো হয়েছে । মেল গিবসন পরিচালিত এবং অভিনীত অস্কারজয়ী এই ছবিটি মুক্তি পায় ১৯৯৫ সালে ।আর তার পরেই মানুষের হৃদয়ে স্থান করে নেয় ছবিটি । ছবির মূল কাহিনী ১৩ শতকের স্কটিশদের নিজেদের মাতৃভূমি রক্ষা করার যুদ্ধ নিয়ে গড়ে উঠে । ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তাদের অবস্থানকে উপজীব্য করে এই ছবির কাহিনী আবর্তিত হয় । আইএমডিবি রেটিংয়ে ৮.৪ পয়েন্টর ছবিটির ব্যাপ্তিকাল ১৭৭ মিনিট ।
উইলিয়াম ওয়ালিস একজন স্কটিশ বিদ্রোহী যে কিনা ব্রিটিশ নিষ্ঠুর শাসক এডওয়ার্ড লংশ্যঙ্ক এর শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে । এডওয়ার্ড লংশ্যঙ্ক ক্রমেই স্কটিশদের ওপর অত্যাচারে মাত্রা বাড়িয়ে দিচ্ছিল । বালক বয়সে উইলিয়াম ওয়ালিস ও তার পরিবার অন্য অনেকের সাথে তাদের বাসভূমি হারায় । তারা আমার নতুন করে জীবন শুরু করে । উইলিয়াম ওয়ালিস এর সাথে পরিচয় ঘটে মুরান নামের এক মেয়ের, তারা পরস্পর তাদের প্রেমে পড়ে এবং ভালোবাসায় আবদ্ধ হয়ে অল্প সময়ে বিবাহে আবদ্ধ হয় । কিন্তু তাদের গ্রাম শাসন করত ব্রিটিশ সেনারা যাদের ভয়ে তটস্থ থাকতো গ্রামের সবাই এবং ছবির এক পর্যায়ে দেখা যায় সে তার ভালোবাসার মানুষকে সে হারায় । ভালাবাসার মৃত্যু এবং জন্মভুমি পুনরুদ্ধারের চেষ্টায় উইলিয়াম ওয়ালিস যুদ্ধে লিপ্ত হয় এবং সে কষ্টও জন্মভূমি পুনরুদ্ধার করা নিয়েই ছবির গল্প এগিয়ে চলে ।উইলিয়াম ওয়ালিস একজন সাহসী যোদ্ধা হিসেবে আবির্ভূত হয় এবং ব্রিটিশ শাসক এডওয়ার্ড লংশ্যঙ্ক এর চোখে ক্রমেই দেশদ্রোহী হয়ে উঠে । সামনে থেকে নেতৃত্ব দিতে থাকে উইলিয়াম ওয়ালিস যুদ্ধের । কিন্তু যুদ্ধে তাদের পরাজয় স্বীকার করতে হয় এবং উইলিয়াম ওয়ালিস বন্দী হয় , এরপর তার জন্যে কি অপেক্ষা করছে এ রকম অবস্থার মধ্য দিয়েই ছবির কাহিনী এগিয়ে যেতে থাকে ।
১৩ শতকে স্কটিশদের কাহিনীকে নিয়ে নির্মিত "ব্রেভহার্ট " ছবিটিতে অভিনয় করেছেন - মেল গিবসন ,সোপি মারসিউ , প্যাট্রিক ম্যাক গোহানসহ আরও অনেকে । প্রত্যেকেই নিজ নিজ জায়গায় অসম্ভব দক্ষতার সাথে অভিনয় করেছেন । বিশেষ করে মেল গিবসনের অভিনয় অসম্ভব ভালো লেগেছে । হৃদয় ছুঁয়ে যাওয়া এক অভিনয় ফুটে উঠেছে তার কাছ থেকে ।ছবিটির কাহিনী লিখেছেন -রেনডেল ওয়ালিস।আর ছবিটি অসম্ভব দক্ষতার সাথে সার্থক পরিচালনা করেছেন নায়ক ও পরিচালক মেল গিবসন ।
উইলিয়াম ওয়ালিস এর যুদ্ধ , তার সাহসিকতা কিংবা তার ভালোবাসার মানুষের প্রতি শ্রদ্ধা সবকিছু দারুণভাবে ছুঁয়ে যায় নিঃসন্দেহে পুরোটা ছবিজুড়ে । তার কি অসম্ভব দক্ষতা এবং পারদর্শিতা নজর না কেড়ে পারেনা ছবির প্রতি ।নিজের দেশের জন্যে যুদ্ধ , সমাজের জন্যে যুদ্ধ । তার ভালোবাসার মানুষের করুণ মৃত্যু দর্শকদের মনে অনেকটা কষ্টকর মুহূর্তের অবস্থা সৃষ্টি করে অনায়াসে । ছবির শেষভাগে এসে খুব কষ্ট লাগে যখন উইলিয়াম ওয়ালিসকে হত্যা করা হয় আর গ্রামবাসীরা কাঁদতে থাকে । সত্যিই এক অসম্ভব সাহসী যোদ্ধার কাহিনী ফুটে উঠেছে মেল গিবসনের এই "ব্রেভহার্ট" ছবিজুড়ে ।
ছবির কাহিনী , দৃশ্য,আর বিশেষ করে ছবির মিউজিক সবকিছু মনকাড়ার মত ছিল । ছবির কাহিনীর সাথে ছবির চরিত্রগুলোকে দারুনভাবে ফুটিয়ে উঠা এবং ছবির এক একটি দৃশ্যের অবতারণা নিঃসন্দেহে চোখে পড়ার মত ছিল । আর এসবসহ ছবির কথা , দৃশ্যায়ন সব চমৎকারভাবে ফ্রেমবন্দী করেছেন ছবির পরিচালক মেল গিবসন । যেন এক সাহসীযোদ্ধার হৃদয়ের অনুভূতির এক সার্থক রুপ "Brave Heart"মুভি ।
২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন: আমারও
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৫
কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: বহুত আগেই দেখছি
১০ ই জুন, ২০১৪ সকাল ৭:১৬
নাজমুল হাসান মজুমদার বলেছেন: হুম
৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০২
ব্লগার সুফি বলেছেন: আমার এখনো দেখা হয়নি। ডাউনলোড লিংক দিলে ভাল হত।
৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
জহির মোর্শেদ বলেছেন: মুভিটা দেখেছি! এক্কেবারে ফাটাফাটি
১০ ই জুন, ২০১৪ সকাল ৭:১৭
নাজমুল হাসান মজুমদার বলেছেন: আসলেই চমৎকার
৬| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
লিন্কিন পার্ক বলেছেন:
মারাত্মক মুভি !
৭| ০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৯
bangal manus বলেছেন: Brave Heart আমার দেখা প্রথম সেরা ছবি। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩
মাথা খারপ মানুষ বলেছেন: Brave Heart আমার প্রিয় ছবি