নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার

আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউঃ হেমলক সোসাইটি

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬

বেঁচে থাকাটা একটা শিল্প । বেঁচে থাকতে ইচ্ছে লাগে , ভালভাবে বেঁচে থাকার জন্য পরিবেশ থাকতে হয় । হতাশা থেকে আপনি আত্নহত্যার সিদ্ধান্ত নিতেই পারেন কিন্তু সেই আত্নহত্যা করাটাও একটা শিল্পের পর্যায়ে পরে । আপনি চাইলেই আত্নহত্যা করতে পারবেন না , তার জন্যে অনেক সাহস থাকা চাই । কিভাবে আপনি আত্নহত্যা করতে চান তা আপনার জানা নাও থাকতে পারে , আত্নহত্যা করতেও টেকনিক্যাল জ্ঞান থাকতে হয় । না আমি কাউকে আত্নহত্যা করতে বলছি না জীবনে হতাশ হয়ে । বেঁচে থাকার অনেক উপকরণই আপনার আমার আশে-পাশে আছে , শুধু একটু চেয়ে দেখুন পেয়ে যাবেন । কেউ ভালোবাসায় ব্যর্থ হয়ে আত্নহত্যা করতে চায় আবার কেউ অন্যকোন কারণে আত্নহত্যা করতে আগ্রহী হয় । আপনার আত্নহত্যার সম্পন্ন দায়িত্ব নিবে "হেমলক সোসাইটি" । ছবির নামটিই এমন , তবু বলছি জীবন অনেক সুন্দর । আপনি হয়ত ভাবছেন আপনি পৃথিবীর সবচেয়ে দুখী মানুষ কিন্তু না একটু ভালভাবে চেয়ে দেখুন , আপনার চারপাশে অনেক দুখী মানুষ পাবেন। জীবনে কষ্ট থাকবেই , আর কষ্ট আছে বলেইতো আপনি জীবনটাকে উপভোগ করার জন্যে এত পাগল হন ।





মেঘনা একা একটি ফ্ল্যাটে থাকে , বাবা-মার থেকে আলাদাই থাকে । সে একজনকে ভালোবাসে এবং তাকে বিয়েও করবে কিন্তু তার আচার-আচরণ মেঘনাকে হতাশ করে । তাকে যেন ঘিরে ধরে সমস্ত একাকীত্ব । আর একাকীত্ব থেকে বাঁচার জন্যে সে সিদ্ধান্ত নেই আত্নহত্যার । কিন্তু আত্নহত্যা করতে চাইলেইতো আর আত্নহত্যা করা যায়না , আত্নহত্যা করতেও অনেক সাহস লাগে । যেকোন একভাবে নিজের আত্নহণনের পথ বেছে নিতে গিয়ে আত্নহত্যা সম্পন্ন নাও হতে পারে , তবে তাহলে কিভাবে সম্ভব তা করা ? আনন্দ একটা প্রতিষ্ঠান করেছে যেখানে কিভাবে মানুষকে আত্নহত্যা করতে হবে শিখানো হবে । কিন্তু কেনইবা তার এই রকম একটা প্রতিষ্ঠান করার ইচ্ছে জাগল । সে কি তাহলে মানুষকে গোপনে প্ররোচিত করছে আত্নহত্যা করতে ?





এদিকে মেঘনার কোন খোঁজখবর নেই দেখে তার বাবা- মা হন্যে খুঁজছে কিন্তু মেঘনাতো অন্যরকম এক জগতে প্রবেশ করেছে । সেই জগতে শিক্ষার্থীদের শেখানো হয় কিভাবে তারা আত্নহত্যার পথ বেছে নেবে । আত্নহত্যা বিভিন্নভাবে করা যায় কিন্তু কিভাবে করলে মৃত্যু আসন্ন হবে , কিভাবে করা সহজ তার বিভিন্ন দিক নিয়েই "হেমলক সোসাইটি"তে শেখানো হয় । বিভিন্ন রকম আত্নহত্যার জন্যে বিভিন্ন বিষয়ের শিক্ষকও আছে । বিভিন্নভাবে দেখানো হচ্ছে আত্নহত্যার করার নমুনাগুলো কিন্তু কোনটি বেছে নেবে মেঘনা । তার জীবনের আনন্দময় সময়গুলো কি আসলেই শেষ হয়ে গেছে । সেই প্রতিষ্ঠানে এসেছে মানুষ আত্নহত্যা কিভাবে

করতে হবে তা শিখতে । তাহলে আত্নহত্যার কোন পথ বেছে নেবে মেঘনা । অনেক কিন্তু নিয়েই ক্রমান্বয়ে গল্পের ভেতর থেকে ভেতরে প্রবেশ করতে শুরু করান পরিচালক সৃজিত মুখারজি । কিন্তু আত্নহত্যা কোন সমাধান নয় , বেঁচে থাকলে জীবনে অনেক কিছু করা যাবে । সবারই কিছু না কিছু সমস্যা থাকে আর তা জয় করে বেঁচে থাকাটাই হল আনন্দ । আত্নহত্যা কতটা কষ্টদায়ক এবং মরে গেলে পৃথিবীতে কিছুই করা যায়না ।মূলত আত্নহত্যার আড়ালেই মানুষের মনে জাগিয়ে তোলা হয় বেঁচে থাকার আশা ,আর এটাই ছবির মূল উদ্দেশ্য ।





ছবিতে ভালো অভিনয় করেছেন প্রায় প্রতিটিঅভিনয়শিল্পী । তবে বিশেষভাবে বলতে হয় পরমব্রত চট্টোপাধ্যায় এর কথা । অসাধারণ এক শুরু করেছেন একের পর এক তার কথার মাধ্যমে আর তার অভিনয়তো মনমুগ্ধ হয়ে দেখেছি । তার ডায়ালগ ডেলিভারি সব ছিল অসম্ভব সুন্দর ।এ ছবিটির বিভিন্ন দৃশ্যায়নে অভিনয় করেছেন - সব্যসাচী চক্রবর্তী ,পরমব্রত চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিকসহ আরও অনেকে । ছবিটির গল্প লেখায় এবং পরিচালনায় ছিলেন পরিচালক সৃজিত মুখারজি । ছবির মিউজিকে ছিলেন অনুপম রায় । ছবিটি প্রযোজনা করেছে শ্রীভেঙ্কেটেশ ফিল্মস ।





ছবির কাহিনীর গমন , তার প্রয়োজনে বিভিন্ন চরিত্রের আগমন তা দারুণভাবে তুলে ধরতে সক্ষম হয়েছেন পরিচালক সৃজিত মুখারজি । ছবির সেট , মেকআপ , দৃশ্যায়ন আর ছবির কথোপকথন এক কথায় দর্শককে দারুণভাবে নাড়া দিতে সক্ষম । ছবির গানগুলোও ছিল মনে রাখার মত । জীবনের গুরুত্ব এবং জীবনের পরিণাম সব এক ফ্রেমে বন্দী করতে দারুণভাবে সক্ষম হয়েছেন পরিচালক সৃজিত মুখারজি । এ জন্যে তিনি অবশ্যই এক কথায় প্রশংসার দাবিদার ।



ছবির নাম-"হেমলক সোসাইটি"

বিদ্রঃ ইহার কোন শাখা নেই

মুক্তিসাল-২০১২

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৪

পরিবেশ বন্ধু বলেছেন: এত ছবি দেখার সময় কই
ভাল লাগল

০৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: :)

২| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫২

মোহাম্মেদ তারেক হোসাইন বলেছেন: দারুণ একটা মুভি......... দেখে বেশ ভাল লেগেছে

০৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:৫০

নাজমুল হাসান মজুমদার বলেছেন: :)

৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৮

আমার আমি নাই বলেছেন: আপনার দ্বিতীয় প্যারায় আপনি একই কথা বারবার বলেছেন। ওই প্যারাটা পড়তে খুব বিরক্ত লাগছে। আশা করি ঠিক করে দেবেন। ধন্যবাদ।

০৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:৫১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা

৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫২

এম ই জাভেদ বলেছেন: ছবিটা দেখেছি। এ রকম ভিন্ন আইডিয়া নিয়ে কেউ ছবি বানাতে পারে ধারণা ছিল না। আত্ম হত্যার টেকনিক গুলোর উপর কোচিং এর দৃশ্য গুলো বীভৎস লেগেছে।

০৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:৫৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: হুম

৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৬

ডাব্বা বলেছেন: চমৎকার একটা মুভি। অফট্র্যাক মুভি ভালবাসেন যারা, দারুন এনজয় করবেন।

০৯ ই জুন, ২০১৪ দুপুর ১২:৫৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: হুম

৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৯

মামুন (১০৮) বলেছেন: দেখিনাই। দেখতে হবে।

১০ ই জুন, ২০১৪ সকাল ৭:১২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: হুম

৭| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩১

ৎায়ইাবুর বলেছেন: ইন্ডিয়ান মুভি দেখিনা

৮| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৮

আনমনা 007 বলেছেন: আরো দু মাস আগে দেখেছি, দারুন লেগেছে, গানগুলোও সুন্দর,

৯| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৫

অন্তরায়ন বলেছেন: "হ্যামলক সোসাইটি"র মুল উদ্দেশ্য ক্লিয়ার করেন নি। উদ্দেশ্যটা আসলে কি ছিল? মানুষ কে আত্ম্যহত্যার পন্থা শিখানো? নাকি, আত্ম্যহত্যার বিভীষিকা দেখিয়ে অই পথ থেকে ফিরিয়ে আনা।

১০| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২

রীতিমত লিয়া বলেছেন: মুভিটি দেখার সৌভাগ্য হয়েছে।

১১| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৫

আদিম পুরুষ বলেছেন: আপনার বিশ্লেষণ ভালো লাগল। মুভিটি দেখিনি। কালেকশনে আছে।

১২| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭

এম.ডি জামান বলেছেন: দেখেছি।

১৩| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৭

যেখানে ভুতের ভয় বলেছেন: দেখেছি। ভাল লাগে নি।

১০ ই জুন, ২০১৪ সকাল ৭:১৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: হুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.