নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার

আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার › বিস্তারিত পোস্টঃ

১৯৪৭ সালের দেশভাগের ঐতিহাসিক কাহিনীর প্রেক্ষাপটে নির্মত চলচ্চিত্রঃচিত্রা নদীর পাড়ে"

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৭

১৯৪৭ সালের দেশ ভাগের ঐতিহাসিক পটভূমির ওপর নির্মিত চলচ্চিত্র -"চিত্রা নদীর পাড়ে" । ছবিতে ১৯৪৭ সালের দেশ ভাগ ও এর পরবর্তী সময়ে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজনের দেশ ত্যাগকে তুলে ধরা হয়েছে । কিভাবে বাঙালি হিন্দুরা নিজ দেশ হওয়া সত্ত্বেও কত কষ্ট নিয়ে শাসকশ্রেণীর অত্যাচারে নিজ দেশকে ছেড়ে যেতে বাধ্য হয় তারই পটভূমিতে নির্মিত হয়েছে ছবির মূল কাহিনী । ছবির প্রতিটি পরতে পরতে দৃশ্যগুলোতে যেন লুকিয়ে আছে বাঙালি হিন্দু সমাজের মানুষগুলোর সেই সময়ের দুঃখমাখা দিনের প্রতিচ্ছবি । কি করবে , কোথায় যাবে , নিজ দেশ ছেড়ে কোথায় যাবে তারই যেন জ্বলন্ত দৃশ্য ফুটে উঠেছে ছবির এক একটি দৃশ্যে । আর তা নিয়েই সামনের দিকে চলতে থাকে "চিত্রা নদীর পাড়ে" ছবির গল্প ।







ছবির কাহিনী গড়ে উঠেছে তৎকালীন পূর্ব পাকিস্তানের ছোট্ট জেলা শহর নড়াইলকে নিয়ে , যেখানে আইনজীবী শশীভূষণ সেনগুপ্ত তার বিধবা বোন অনুপ্রভা এবং তার দুটি ছোট ছেলে-মেয়ে বিদ্যুৎ ও মিনতিকে নিয়ে চিত্রা নদীর পাড়ে থাকেন। হিন্দু সমাজের মানুষের ওপর শাসকশ্রেণীর অত্যাচার শুরু হয় ।হিন্দুরা দেশ ছেড়ে এক সময় ভারতে পাড়ি জমাতে থাকে । একসময় শশীভূষণের উপরও দেশ ত্যাগের চাপ এসে পরে । কিন্তু বাপ-দাদার ভিটা ছেড়ে যেতে চায় না শশীভূষণ । শশীভূষণ সিধান্ত নেন পিতৃভিটা ছেড়ে অন্যদেশে যাবেন না । তিনি থেকে যান তার পিতৃভূমিতে কিন্তু তার ছেলে বিদ্যুৎ মুসলমান কর্তৃক উৎপীড়িত হয়ে জেদ ধরে সে নড়াইল থাকবে না ,চলে যাবে - কলকাতা । ফলে বিদ্যুৎকে একসময় কলকাতায় তার কাকার কাছে পাঠিয়ে দেয়া হয়। বিদ্যুৎ দেশ, মাটি আর অনেকদিনের প্রিয় স্থান তার ছোটবেলার বেড়ে ওঠা শৈশবের স্মৃতি ফেলে পাড়ি জমায় কাকার কাছে কলকাতায় । আর দেশ ছেড়ে সেখানেই বিদ্যুত থেকে যায় ।





ছবির পরবর্তী কাহিনীর শুরু হয় ১৯৬৪ সালে । যখন শশীভূষণের মেয়ে মিনতি কলেজে পড়ে। তার ছোট বেলার খেলার সাথী এবং প্রতিবেশী মুসলমান বাদলের সাথে মিনতির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মিনতির মনের মধ্যে বাদল একটি স্থান করে নেয় আর অপরদিকে বাদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে মার্শাল’ল বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়ে এবং পরে এ আন্দোলনে জড়িত থাকাকালীন সময়ে বাদল পুলিশের গুলিতে মারা যায়।





ছবির শেষদিকে এক অসম্ভব হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয় । মিনতি ভাবতে থাকে কোথায় থাকবে সে ,কলকাতা নাকি তার অনেকদিনের বেড়ে ওঠা জায়গা তার শৈশবের স্মৃতি জড়ানো প্রিয় "চিত্রা নদীর পাড়ে " । কিভাবে এ চিত্রার পাড় ছেড়ে সে থাকবে ,এরকমই এক মন ছুঁয়ে যাওয়া ছবি "চিত্রা নদীর পাড়ে " ।





ছবিটি মুক্তি পায় ১৯৯৯ সালে এবং সে বছরের জন্যে ছবিটি সাতটি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার লাভ করেছিল। ক্যাটগরিগুলো হল- শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক, , শ্রেষ্ঠ চিত্রনাট্য, শ্রেষ্ঠ গল্প, শ্রেষ্ঠ শিল্প নির্দেশনা, শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা ও শ্রেষ্ঠ মেকআপ। ছবির পরিচালক তানভীর মোকাম্মেল নিজেই ছবির চিত্রনাট্য লিখেছেন । এতে সিনেমাটোগ্রাফীর কাজ করেছেন আনোয়ার হোসনে।





ছবিটিতে অভিনয় করেছেন- মমতাজউদ্দীন আহমেদ, আফসানা মিমি, তৌকির আহমেদ, রওশন জামিল, সুমিতা দেবী, আমীরুল ইসলাম এবং অন্যান্য।





ছবিটিতে ফুটে উঠেছে তৎকালীন পূর্ব পাকিস্তানে ঘটে যাওয়া মর্মস্পর্শী দেশবিভাগের ঐতিহাসিক কাহিনী । যেখানে হিন্দু সমাজের মানুষের ওপর অত্যাচার এবং তাদেরকে কিভাবে নিজ স্বদেশ ছেড়ে যেতে বাধ্য করা হয় তা দেখানো হয় । আর ছবির এ গল্পকে ক্যামেরার মাধ্যমে চমৎকারভাবে ফ্রেমে বন্ধী করেছেন পরিচালক তানভীর মোকাম্মেল । সেই সময়ের এ করুণ দৃশ্যগুলো একটু হলেও দর্শকদের মনে নাড়া দিয়ে যেতে পেরেছে , আর তার এক স্বার্থক কাজ করিয়ে দেখিয়েছেন পরিচালক তানভীর মোকাম্মেল ।

মন্তব্য ২৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪২

বোকামন বলেছেন: সাধারন মানের একটি অসাধারন চলচ্চিত্র

১২ ই মে, ২০১৪ রাত ৮:৫১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: :)

২| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫০

বল্টু মিয়া বলেছেন: অনেক সিনেমাই দেখা হয় নাই। কোথায় যে পাই এইগুলা। :(

০৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:৫৫

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ডিভিডি পাওয়া যাবে নাকি জানি না

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২২

নিষ্পাপ কয়েদি বলেছেন: আরেকটা সুস্হ ধারার(!!!!!!) তথাকথিত টেলি নাটক।

০৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:৫৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: :)

৪| ১৩ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৬

আমার আমি নাই বলেছেন: "ছবির শেষদিকে এক অসম্ভব হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয় " - হৃদয় বিদারক দৃশ্য ঠিক কোনটা সেটা বোঝা গেল না। হৃদয় বিদারক দৃশ্যের কিছুটা বর্ণনা দেওয়া দরকার ছিল। এতদিন পরেও কেন তার আবার দেশ ছেঁড়ে যাওয়ার প্রয়োজন হল, সেটাও বলা দরকার ছিল। সব মিলিয়ে লেখাটা জমতে জমতেও ঠিক জমল না :(

১২ ই মে, ২০১৪ রাত ৮:৫২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: !!!!!!!!!!

৫| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫২

জাহাজ ব্যাপারী বলেছেন: ৪৭-এর পার্টিশনের জন্য অনেকেরই এখনো জ্বলে যায়। অনেক মাধ্যমে দেখানো হয় হিন্দুরাই এর একতরফা শিকার। এ সময়ের দাঙ্গা শিকার যে মুসলিমরাও হয়েছিল তা কিন্তু কৌশলে এড়িয়ে যাওয়া হয়। এটা একধরণের অর্ধ-সত্য। আরেকটা বিষয়, ১৭৫৭ সালে ষড়যন্ত্রের যুদ্ধের পরে মুসলিমদের দেশ ছেড়ে যেতে হয় নি ঠিকই কিন্ত কপর্দকশুন্য ভিক্ষুক শ্রেণিতে পরিনত করেছিল বিলাতি প্রভূর পা-চাটা হিন্দু জমিদারেরা।
এ নিয়ে কোন চলচ্চিত্র হয় না। কারণ এখানে মিনতি-বাদলের প্রেমের মতো কোন প্লট নাই, তাই না। আর বাপ-দাদাদের দেশ পার্টশান হয়ে যাওয়ার বেদনা এখন পেইন কিলার খেয়ে সারিয়ে নেন। এটা এখন শুধু সেন্টিমেন্ট। ভু-রাজনৈতিক বাস্তবতা মেনে নিয়ে দেশ গঠনে ভূমিকা রাখে এমন চলচ্ছিত্র নির্মানে কাজ করুন।

০৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:৫৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: .।.।.।.।।

৬| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১১

মাথানষ্ট০০৭ বলেছেন: কাহিনী শুইনা কি করমু? লিংক দেন। সিনেমা দেখমু।

০৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:৫৭

নাজমুল হাসান মজুমদার বলেছেন: জানিনা ভাই :(

৭| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৯

রীতিমত লিয়া বলেছেন: এত সুন্দর গল্পের একটা ছবি এখনো দেখা হয় নি? মেনে নিতে পারছি না নিজের এই ব্যার্থতাকে। দেখতেই হবে। সুন্দর রিভিউর এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

১০ ই জুন, ২০১৪ সকাল ৭:০৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা আপনাকেও

৮| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৩

আবু হেনা আল মাসুদ বলেছেন: মিনতি-বাদলের প্রেমে

৯| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৫

তোমোদাচি বলেছেন: চিত্রা নদীর পাড়ে আমার বাড়ী। সিনেমাটা বেশী ভাল লেগেছে কারন এটা আমার এলাকার কালচার সুন্দর ভাবে তুলে এনেছে!!

১০| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ছবিতো ছবিই

১১| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৬

নিষ্‌কর্মা বলেছেন:
সিনেমাটা কাদের অনুদানে যেন বানানো, সেইটাই শূরুতে এমন ভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হয় যে খুব বিরক্তিকর লাগে। আর কাহিনী দেশভাগ নিয়ে, সেইটাও ভালো মত বলা হয় না সিনেমাতে। যখন বোঝা যায়, তখনই সিনেমা শ্যাষ। যারা দেখেন নাই, না দেখলেও পস্তাবেন না। আমি দেইখা পস্তাইছি।

১২| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৩

সিডির দোকান বলেছেন: ভালা অইছে রে..... B-)

১৩| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫১

ইচ্ছের ঘুড়ি বলেছেন: ভাই,ছবিটার কোন লিঙ্ক আছে নাকি ?

১০ ই জুন, ২০১৪ সকাল ৭:০৭

নাজমুল হাসান মজুমদার বলেছেন: :(

১৪| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২২

bangal manus বলেছেন: ইচ্ছের ঘুড়ি বলেছেন: ভাই,ছবিটার কোন লিঙ্ক আছে নাকি ?


আমিও চাই।

১৫| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভাই কোন লিংক পাই নাই , আমি টিভিতে দেখছিলাম অনেক আগে ।

১৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৭

রাজীব নুর বলেছেন: হুম।

১৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৫

রাজীব নুর বলেছেন: হুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.