নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার

আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার › বিস্তারিত পোস্টঃ

গীটার সৃষ্টির ইতিহাস

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩২

আমাদের প্রিয় বাদ্যযন্ত্রের তালিকায় খুব সহজেই ছয় তারের গীটারের নাম এসে পরে । গীটার বাদ্যযন্ত্রটি বাজানোর ক্ষেত্রে অনেক আগে থেকেই চলে আসছে । লেখক মরিস জে, সামারফিল্ড এর মতে স্পেনে ৪০০ খ্রিস্টাব্দে রোমানরা " সিথারা " নামক একটি বাদ্যযন্ত্র নিয়ে আসেন , যা থেকেই গীটার বাদ্যযন্ত্রটির উদ্ভব । আরবরা "উদ" নামে একটি বাদ্যযন্ত্র ব্যবহার করত।





তবে আবার অনেকে ধারণা করেন , চার তার সম্বলিত "তানবুর" নামক বাদ্যযন্ত্র থেকে গীটার বাদ্যযন্ত্রটির উদ্ভব ।খ্রিস্টপূর্ব ১৪০০ শতকে বর্তমান সিরিয়ায় "হিটরাহিট" নামক এক জাতি

বাস করত ,তারা এই "তানবুর" বাজাত । গ্রিকরাও এমন একটি বাদ্যযন্ত্র তৈরি করেছিলেন যা থেকে পরবর্তীতে রোমানরা " সিথারা " নামক বাদ্যযন্ত্রটি তৈরি করেন । "তানবুর","উদ" ও "সিথারা"এর থেকেই মূলত গীটারের উদ্ভব । ১২০০ সালে চার তার বিশিষ্ট গীটারের দুটি রুপ বের হয় ,যার একটি হচ্ছে - "মূরিশ গীটার" । যার পিছনের দিক গোলাকার,একটু কম প্রশস্ত ফ্রেটবোর্ড

এবং বেশ কয়েকটি সাউন্ড হোল ছিল । অপরটি হচ্ছে -"ল্যাটিন গীটার" । যার ছিল একটি সাউন্ড হোল ও প্রশস্ত ফ্রেটবোর্ড । ১৭৮৮ সালের দিকে এসে জেকব অটো নামে একজন জার্মান বাদ্যযন্ত্রনির্মাতা পাঁচ তার বিশিষ্ট গীটারে ৬ষ্ঠ তার সংযোজিত করেন যা পরবর্তীতে জনপ্রিয় হয়ে উঠে । এরপর ১৯ শতকে শুরুতে স্পেনের অগাস্টিন কারো , ম্যানুয়াল গীটারেজ এবং অন্যান্য ইউরোপিয়ান গীটার প্রস্তুতকারক গীটারকে বর্তমান রুপ দেন , যা বর্তমানে সকলে ব্যবহার করছে ।

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮

সামাজিক জোছনা বলেছেন: যতটুকু লিখছেন তাতেই সন্তুষ্ট :D

২| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: সংক্ষেপে মূল ব্যাপার তুলে ধরার চেষ্টা করেছি

৩| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৩

আশিক মাসুম বলেছেন: নাজমুল হাসান মজুমদার বলেছেন: সংক্ষেপে মূল ব্যাপার তুলে ধরার চেষ্টা করেছি



সেয়ারের জন্য ধন্যবাদ।

৪| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৫

তন্ময় ফেরদৌস বলেছেন: সামাজিক জোছনা বলেছেন: যতটুকু লিখছেন তাতেই সন্তুষ্ট

৫| ১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯

দেবদাস. বলেছেন: শেয়ার এর জন্য ধন্যবাদ , মিউজিক ইটস মাই লাইফ :)

৬| ১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৫

শের শায়রী বলেছেন: আর একটু ডিটেইলস দিতে পারতেন, তারপরো যা দিয়েছেন তার জন্য ধন্যবাদ

৭| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৬

নোমান নমি বলেছেন: ধন্যবাদ লেখার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.