![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder
বাংলা সাহিত্য জগতে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার পদচারণা বহুকাল আগে থেকে, তার লেখা সৃষ্টি গভীরভাবে আলোড়িত করে বাংলাভাষাভাষীদের । তার গল্প-উপন্যাসগুলোর কাহিনী অবলম্বনে অনেক চলচ্চিত্র নির্মিত হয়েছে এবং তার গল্পগুলোর তাৎপর্যতা কারণে সামনে হয়ত আরও চলচ্চিত্র হবে।ঠিক তেমনি তার লেখা একটি উপন্যাস "নৌকাডুবি" । মানুষের কাছে উপন্যাসটির গ্রহণযোগ্যতা এবং ভালোলাগার কারণে চলচ্চিত্র পরিচালক- ঋতুপর্ণ ঘোষ "নৌকাডুবি"উপন্যাসটিকে চলচ্চিত্ররুপে সার্থক রুপ দান করেছেন । চলচ্চিত্ররুপে কাহিনীর বিন্যাস ,
জায়গা নির্ধারণ এবং অভিনেতা- অভিনেত্রীদের অভিনয় সবই মুগ্ধ করার মত ছিল । ছবিটিতে অভিনয় করেছেন - প্রসেনজিৎ , যীশু সেনগুপ্ত ,রাইমা সেন , রিয়া সেন সহ আরও অনেকে ।
ছবির গল্পে ফুটে এসেছে নৌকাডুবির এক কাহিনী । যা ঘিরেই পরবর্তিতে মূল কাহিনীর আবর্তন ঘটে । নিজের অমত থাকা সত্তেও , জগতের পারিপাশ্বিকতার কারণে রমেশ বাবার পছন্দের মেয়েকে বিয়ে করতে বাধ্য হয় । সদ্য বিয়ে করা স্ত্রীকে নিয়ে নৌকায় করে শহরে যাওয়ার পথে তাদের নৌকাটি ঝড়ের কবলে পড়ে । কিন্তু ঝড়ে নৌকা ডুবে তার স্ত্রী মারা যায় আর একজনের সদ্য বিবাহিত নারীকে নদীর ধারে পড়ে থাকতে দেখে রমেশ মনে করে সেই নারীই তার স্ত্রী । নিজের স্ত্রী মনে করে তাকে নিজ গৃহে নিয়ে আসে রমেশ এবং একই গৃহে বসবাস করতে থাকে কমলা ও রমেশ ।কিন্তু একসময় রমেশের কাছে উদ্ঘাটিত হয় কমলার আসল পরিচয় । রমেশ বুঝতে পারে যে কমলা তার স্ত্রী নয় । তারপর থেকে নানাভাবে ছবির ঘটনার মোড় নিতে থাকে । কমলাকে স্কুলেও ভর্তি করিয়ে দেয়া হয় । এদিকে হেমনলিনীকে বিয়ের আগে থেকেই ভালোবাসে রমেশ ।কিন্তু যাবতীয় এইসব ঘটনার কারণে সেই সম্পর্কেও চির ধরে । একদিকে কমলার আসল স্বামীর সন্ধান অন্যদিকে কমলা । আর সামনে রমেশের ভালোবাসার মানুষ হেমনলিনী ।কি হবে সামনের দিনগুলো রমেশের জানা নেই । আর এইরকম অবস্থার ভেতর দিয়ে ছবিরগল্প সামনে এগোতে থাকে ।
গল্পের প্রয়োজনে "নৌকাডুবি" ছবির পরিচালক - ঋতুপর্ণ ঘোষের অভিনেতা-অভিনেত্রীদের বাছাই করা ,তাদের রুপসজ্জা , ছবির প্রয়োজনে বিভিন্ন জায়গা নির্ধারণ বিশেষ করে কাশী জায়গাটির দৃশ্যগুলোর এক একটা আগমন সবই আমাকে দারুণ মুগ্ধ করেছে । ছবির চরিত্রগুলোর অনুভূতি , তাদের একে অন্যকে বুঝার চেষ্টা সবই এক ছন্দময় ছন্দে তাল মিলিয়ে চলেছে ।আর সবশেষে বলতে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের "নৌকাডুবি " উপন্যাস অবলম্বনে নির্মিত "নৌকাডুবি "ছবির এক সার্থক সমাপ্তি টেনেছেন ছবির পরিচালক ঋতুপর্ণ ঘোষ ।।
২| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
মু. জামান চৌধুরী বলেছেন: ছবিটি এক কথায় অসাধারণ.........
৩| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৪
ইলেভেন্থ আওয়ার বলেছেন: দেখার আগ্রহ জাগলো।
৪| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৫
আরজু পনি বলেছেন:
বেশ ভালো লিখেছেন। প্লাস রইল।
৫| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৬
প্রিন্সেস ফিওনা বলেছেন: ঋতুপর্ণ ঘোষের সব মুভিই অসাধারন । রিভিউ ভাল লেগেছে ।
৬| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪০
মাহী ফ্লোরা বলেছেন: ভালো লিখেছেন।
৭| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫০
ডানামনি বলেছেন: সিনেমাটা সুন্দর। কিন্তু ওঁটাকে আমার কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের 'নৌকাডুবির' চেয়ে ঋতুপর্ণ ঘোষের 'নৌকাডুবি' মনে হয়েছে। অনেক বেশিই সরে গেছে উপন্যাস থেকে।
৮| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫
িজৎ বলেছেন: রবি কবির যদি মোট সার্থক উপন্যাস এর সংখ্যা হয় ১ টি ,
তাহলে সেটি হল '' নৌকা ডুবি''
৯| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৬
ভিয়েনাস বলেছেন: ছবিটা এক দেখাতেই অনেক ভালো লেগেছিল
১০| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৯
নাজমুল হাসান মজুমদার বলেছেন: অন্য ধাচের মুভি
১১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৬
প্রকৌশলী আতিক বলেছেন: ছবিটা ভাল লেগেছিল। বাট কিছু গোজামিল স্পস্ট।
১২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৮
মাসুম আহমদ ১৪ বলেছেন: নৌকা ডুবি' একটা ভাল ছবি
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৭
সুস্ময় পাল বলেছেন: এটা আমার খুব পছন্দের একটা সিনেমা।