নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার

আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউঃ একটি তারার খোঁজে

১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২

যাহা দেখিবে তাহা সত্য বলিয়া জানিবে কিন্তু যা দেখছেন তা সত্য নাও হতে পারে । সত্যের বিভিন্ন স্তর আছে , যা দেখছি তা নেই আবার যা দেখছিনা তাই আছে । আসলে নিজের কাছে যেটা সত্যি সেটাই আসল । ছোট থাকলে বুঝতে পারতাম দূরের তারাগুলোই মা-বাবা , তাহলে সত্যি কি ? আছে কিন্তু নেই, নেই কিন্তু আছে । ছবির শুরুটা এভাবেই । ছবির নাম "একটি তারার খোঁজে" ।



জগতে আমরা অনেক কিছুই মেলাতে পারিনা আবার অনেক কিছুই মেলানোর ইচ্ছে আমাদের পেয়ে বসে । কিন্তু সব প্রাপ্তি কি ঘটে আমাদের এই ছোট জীবনে । এক এক মানুষের এক স্বপ্ন , আর সেই এক এক স্বপ্নের পিছনেই মানুষ প্রতিদিন ছূটে । কিন্তু সব স্বপ্ন কি ধরা দেয় নাকি সব স্বপ্ন সত্য হয় , তবুওতো মানুষ স্বপ্ন সত্য করার পিছনে অনেকে ছুটতে ভালোবাসে । হোক না একটু কষ্ট , যদি স্বপ্নটা সত্য হয় তবে সেই মানুষের চেয়ে সুখী মনে হয় আর কেউ নেই । আর তাইতো ছবিতে স্বপ্ন সত্য করা আপ্রাণ চেষ্টা ।



অনাথ ছেলে অভি যার স্বপ্ন একদিন সে ছবির নায়ক হবে । সে আশায় সে চাকরির পাশাপাশি থিয়েটারে অভিনয় করে । কিন্তু অভিনয় যে তার রক্তে মিশে আছে সে যে অভিনয় করা ছাড়তে পারেনা , সে ছবিতে অভিনয় করতে চায় আর সেই নেশায় সে চন্দননগর ছেড়ে পাড়ি জমায় কলকাতায় । কিন্তু কলকাতায় কি পাবে সে কাংখিত স্বপ্নের দেখা ? নাকি অধরাই থেকে যাব তার ছবিতে অভিনয় করা । কলকাতা এসেই স ছবিতে অভিনয় করার সুযোগ না পাওয়ার কষ্ট এবং পরে একসময় ছবিতে অভিনয়ে নিজের নাম লেখানো , সবই কেমন জানি স্বপ্নের মত তার জীবনে ঘটতে থাকে । কিন্তু এরই মাঝে কলকাতা শহরের এক স্যাম্লার দলের সাথে সে জড়িয়ে পড়ে কিন্তু কিভাবে এর থেকে সে বের হবে । আর তার অভিনয় জীবনেরইবা কি হবে ? সে কি পারবে এর থেকে বেরিয়ে আসতে ? এরই মাঝে তার জীবনে ভালোবাসা আসে । প্রবেশ ঘটে তার ভালোবাসার জীবনে বাড়িওয়ালীর ভাগ্নি রানীর ।কিন্তু ইতিমধ্যে স্যাম্লার দলের সাথে জড়িয়ে পড়ে অভির জীবন যে দুর্বিষহ হয়ে উঠে তা সে রানিকে বলে । একদিকে অভির অনেকদিনের লালিত স্বপ্ন অভিনয় আবার অন্যদিকে গ্যাংয়ের জীবন ,এই নিয়েই গল্প চলতে থাকে । পারস্পরিক সাংঘষিকময় দুই রকম জীবনের শেষ যে কোথায় তার অপেক্ষায় অভির প্রহর গুনা । অভি কি পারবে একটি স্বাভাবিক সুন্দর অভিনয় জীবনে বাস করতে । এ সত্য মিথ্যার দোলাচলেই ছবির গল্প মোড় নিতে

থাকে ।





ছবিতে অভিনয় করেছেন-সায়ান মুন্সী, অর্পিতা চ্যাটাজী,তনুশ্রী শংকর,বিপ্লব চ্যাটাজী, রুদ্রনীল ঘোষসহ আরও অনেকে এবং বিশেষ চরিত্রে অভিনয় করেন- দেব । আর পরিচালনায় ছিলেন - কলকাতার প্রখ্যাত সিনেমাটোগ্রাফার অভিক মুখোপাধ্যায় ।





খুব আহামরি গল্প নয় ছবির , তবুও কেমন জানি মনকে দোলা দিয়ে যায় ছবির গল্প । মনে হয় কিছুক্ষণের জন্যে নিজের স্বপ্নগুলোর পিছনে ছুটছি ছবির কাহিনীর সাথে । হয়ত মানুষ আমরা কিছুক্ষণ ছবির সাথে নিজের গল্পটা মেলানোর চেষ্টা করি । তবু এই সাধারণ গল্পের ছবিটাই অনেকটা ভালো লেগে যায় মনের অজান্তে । ছবির গানগুলো মন ছুঁয়ে যায় , গল্পটার রহস্যটাও ভালো লাগে আর তাইতো প্রখ্যাত সিনেমাটোগ্রাফার অভিক মুখোপাধ্যায় এর পরিচালনায় ছবিটা দেখি ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০২

েরজা , বলেছেন: Amar chobita valo legece .

২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০২

েরজা , বলেছেন: Amar chobita valo legece .

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.