নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার

আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে ভূমিকম্প প্রায়ই হচ্ছে তাই ল্যাপটপে ভূমিকম্পের পূর্বাভাস

১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

ভূমিকম্পের পূর্বাভাস জানার জন্য আজও ভাল কোনো প্রযুক্তি উদ্ভাবিত হয়নি । আর যে হারে আমাদের দেশে ভূমিকম্পের শুরু হল তাতে আমাদের আরও ভয় বেড়ে যাচ্ছে ।তবে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির শিক্ষক লরেন্স এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার শিক্ষক এলিজাবেথ কোচর্যান এর যৌথ উদ্যোগে ভূমিকম্পের পূর্বাভাস নিরূপণে কার্যকর একটি পদ্ধতি বের করা গেছে ।





ল্যাপটপ কম্পিউটার আর ইন্টারনেট এর সংযোগ থাকলেই আপনি ঘরে বসেই ভূমিকম্পের পূর্বাভাস জাতে পারবেন । কীভাবে? ল্যাপটপ আচমকা পরে গেলে তার ঝাঁকুনিতে হার্ডডিস্কের যেন কম ক্ষতি হয় , সে জন্য আজকালকার ল্যাপটপগুলোতে একটি চিপ বসানো থাকে । যে চিপটি ল্যাপটপের হার্ডডিস্কের নিরাপত্তা দিয়ে থাকে । আর কম্পন নিরূপণকারী এই চিপ দিয়েই গবেষকেরা ভূমিকম্পের কম্পন আগেভাগে ধরে নেয়ার চেষ্টা করছেন । আর এই দুই গবেষক লরেন্স এবং এলিজাবেথ একটি নেটওয়ার্ক তৈরি করেছেন ,আর তারা এর নাম দিয়েছেন “কোয়েক ক্যাচার নেটওয়ার্ক” বা কিউসিএন বা ভূমিকম্প নিরূপণ নেটওয়ার্ক ।এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত আছে অসংখ্য কম্পিউটার ও ল্যাপটপ। আপনার ল্যাপটপ যখন ঝাঁকুনি খায় তখন ল্যাপটপের চিপ থেকে একটি সফটওয়্যার হয়ে ইন্টারনেটের মাধ্যমে সংকেতটি পৌঁছে যায় কিউসিএনের মূল সার্ভারে। সার্ভার থেকে সংকেত বিশ্লেষণ করে বলা হয় , এটি আসলে ভূমিকম্প ছিল নাকি অন্যকিছু । এখন কথা হচ্ছে, ঘরে বসে ল্যাপটপে কাজ করছেন। হঠাৎ ‘ধড়াম’ শব্দে দরজাটা এসে ধাক্কা খেল। গোটা ঘরটা কেঁপে উঠল। অমনি আপনার ল্যাপটপ কিউসিএন-নেটওয়ার্কে সংকেত পাঠিয়ে দিল। এতে তো বিভ্রান্তি দেখা দেবে। না এরও সমাধান আছে , একটি এলাকার একাধিক ল্যাপটপ থেকে একই সময় সংকেত পাওয়া গেলে কিউসিএন সার্ভার সেই সংকেত বিশ্লেষণ করে এবং দ্রুত জানিয়ে দেয় ভূকম্পনটি কোথায় হচ্ছে। যেহেতু ভূ-কম্পনের গতির চেয়ে ইন্টারনেটের গতি বেশি এবং সার্ভারও দ্রুত সংকেত বিশ্লেষণে সক্ষম, তাই ভূপৃষ্ঠে আঘাত হানার আগেই ভূমিকম্পের খবর পাওয়া সম্ভব। অবশ্য এই জন্য একটি সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে আপনার ল্যাপটপে। সফটওয়্যারটি কিউসিএন কর্তৃপক্ষ বিনামূল্যে ডাউনলোড করতে দেবে।





সফটওয়্যারটি কুয়েক ক্যাচার নেটওয়ার্কের নিজস্ব ওয়েবসাইট http://www.qcn.stanford.edu থেকে নামাতে পারবেন আপনি । তার আগে ওয়েবসাইটটিতে ঢুকে দরকারি কিছু তথ্য জেনে নিতে পারেন। কোন কোন ল্যাপটপে কম্পন নিরূপণকারী বিশেষ ওই চিপ আছে তা ওয়েবসাইটটিতে বলা রয়েছে । অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, শুধু ল্যাপটপ কেন! ডেস্কটপের মাধ্যমে ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া যায় না? সম্ভব, তবে ল্যাপটপের মতো ডেস্কটপে ও রকম কোনো চিপ থাকে না। ফলে কিউসিএন একটি ইউএসবি ড্রাইভ সরবরাহ করে। অবশ্য সেটা কিনতে হবে । আর ক্ষয়ক্ষতির মাত্রাটা কমিয়ে আনতে ভূমিকম্প সম্পর্কে একটু আগেভাগে সতর্ক হতে পারবেন ।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

শার্লক বলেছেন: পূর্বাভাস ক্যামনে হইলো বুঝলাম না!! ঝাকুনি বা ভূমিকম্প হবার পরই তো এটা কাজ করবে তার আগে তো না তাই নয় কি?

২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভূপৃষ্ঠে আঘাত হানার আগেই ভূমিকম্পের খবর পাওয়া সম্ভব । এই কথাটা কিন্তু লেখা ছিল , আপনি হয়ত খেয়াল করেননি ভাই ।

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

শিক কাবাব বলেছেন: আজকে আবহাওয়াজীবী খবর দিলো যে আগামী কাল প্রবল ঝড় হবে। কিন্তু আবহাওয়াজীবিরা মেঘ দেখে বলে না যে ৫ মিনিটের মধ্যে ঝড় হবে। ল্যাপটপ যখন সংকেত দিবে অলরেডি তখন মাটি কাপা শুরু হয়ে গেছে। পালাবার পথ নেই। যদি ২৪ ঘন্টা আগে বলতো তাইলে কিছু একটা করা যেত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.