নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার

আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder

নাজমুল হাসান মজুমদার › বিস্তারিত পোস্টঃ

বায়োগ্রাফি পর্ব -৩: হলিউড অভিনেত্রী কেট উইন্সলেট

১০ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:১৩





নায়িকা হিসেবে “টাইটানিক” চলচ্চিত্র দিয়ে সারাবিশ্বে চলচ্চিত্রপ্রেমিদের কাছে দারুণ জনপ্রিয় হয়ে উঠেন কেট উইন্সলেট । অভিনয় জগতে আগে থেকেই অবস্থান ছিল তার । ১৯৯১ সালে ব্রিটিশ টেলিভিশনের মাধ্যমে তার কাজ শুরু হয় ,তিনি বিবিসির শিশুদের সাইন্স ফিকশন এ অভিনয় করেন । এরপর মাত্র সতের বছর বয়সে তিনি “হেভেনলি ক্রিয়েচার” নামে ১৯৯৪ সালে একটি চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন । যার গল্প আবর্তিত হয়েছিল দুজন মেয়ের একটি নৃশংস হত্যাকাণ্ড করাকে ঘিরে ।



১৯৯৫ সালে “সেন্স এন্ড সেন্সসিবিলিটি ” চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে তিনি অভিনয় করেন এবং এরপরই পরিচালক জেমস ক্যামেরুন এর চোখে পড়েন আর অভিনয় করেন বিখ্যাত “ টাইটানিক” চলচ্চিত্রে । কেট উইন্সলেট জন্মগ্রহণ করেন ১৯৭৫ সালের ৫ অক্টোবর ইংল্যান্ডের ব্যারকশায়ারে । তার বাবার নাম- রজার উইন্সলেট এবং মার নাম স্যালি ব্রিজেস উইন্সলেট । তার বাব-মা উভয়েই মঞ্চ অভিনয়ের সাথে জড়িত ছিলেন এবং তার নানা-নানি রিডিং রেপাটরি নামে একটা থিয়েটার চালাতেন । শৈশব থেকে চলচ্চিত্র ,নাটক ,গান এর প্রতি তার তীব্র ভালোবাসা ছিল আর সেজন্যেই এই অভিনেত্রী ছোটবেলা থেকেই নাট্যকলার ওপর লেখাপড়া করা শুরু করেন । মাত্র ১১ বছর বয়সে অভিনয় শেখার জন্যে তিনি “রেডরফ থিয়েটার” স্কুলে ভর্তি হন ।







“হেভেনলি ক্রিয়েচার” চলচ্চিত্রে অভিনয়ের জন্যে তিনি ১৭৫ জন মেয়ের সাথে প্রতিযোগিতা করেন । “হেভেনলি ক্রিয়েচার” চলচ্চিত্রটি পরিচালনা করেন-পিটার জ্যাকশন । চলচ্চিত্রটি ৫১তম ভেনিস চলচ্চিত্র উৎসবে সমালোচকদের ব্যাপক প্রশংসা পায় এবং সেই বছরের একটি শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে গণ্য হয় । অভিনেত্রী ইমা থমসনের স্ক্রিনপ্লেতে এবং এংলি’র পরিচালনায় “সেন্স এন্ড সেন্সসিবিলিটি ” চলচ্চিত্রটি হয় । এ চলচ্চিত্রের থিম সং করে কেট উইন্সলেট । ১৯৯৬ সালের মধ্য সময়ে কাজ শুরু করেন প্রখ্যাত নির্মাতা জেমস ক্যামেরুন এর “টাইটানিক” চলচ্চিত্রের কাজ , নায়ক হিসেবে ছিলেন লিওনার্দো ডি ক্যাপ্রিও এই চলচ্চিত্রে । ১৯৯৭ সালে মুক্তির পরই এই চলচ্চিত্র রোমান্টিক চলচ্চিত্র হিসেবে নাম লিখিয়ে ফেলে চলচ্চিত্রপ্রেমিদের মনে । ১৯৯৮ সালের চলচ্চিত্র “শেক্সপিয়র ইন লাভ” চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন কেট উইন্সলেট ।



কেট উইন্সলেট অভিনীত সেরা দশটি চলচ্চিত্র হচ্ছে-“হেভেনলি ক্রিয়েচার(১৯৯৪)” , “সেন্স এন্ড সেন্সসিবিলিটি(১৯৯৫)” , “হ্যামলেট(১৯৯৬)”, “টাইটানিক (১৯৯৭)”, আইরিশ”(২০০১) , “ইটারনাল সানসাইন অফ স্পটলেস মাইন্ড(২০০৪)”,“ফাইন্ডিং নেভারল্যান্ড(২০০৪)”, “লিটেল চিলড্রেন(২০০৬)”,“রেভুলেশানারি রোড(২০০৮)”, “দ্য রিডার(২০০৮)”।







১৯৯৬ সালে উইলাইয়াম শেক্সপিয়র এর লেখা অবলম্বনে কেনেথ বানাথের পরিচালনায় নির্মিত “হ্যামলেট” চলচ্চিত্রে অভিনয় করেন তিনি ।“হ্যামলেট” চলচ্চিত্রের কাহিনী হ্যামলেটকে নিয়ে , যে ডেনমার্ক এর প্রিন্স এবং নিজ বাড়িতে ফিরে আসে তার বাবার হত্যাকারীর খোঁজ করতে । তার অভিনীত চলচ্চিত্র “আইরিশ” মুক্তি পায় ২০০১ সালে , যার গল্প ঔপন্যাসিক আইরিশ মারডক ও তার স্বামী জন বেয়লির ভালোবাসা নিয়ে । চলচ্চিত্রটি পরিচালনা করেন রিচার্ড আয়ার । ২০০৪ সালে মুক্তি পায় চলচ্চিত্র “ফাইন্ডিং নেভারল্যান্ড” , এতে জনি ডেপ এর সাথে তিনি অভিনয় করেন , যা একটি পরিবার ও একজন মানুষের সাথে সেই পরিবার নিয়ে গল্প । ছবিটি পরিচালনা করেন মার্ক ফরস্টার ।“ইটারনাল সানসাইন অফ স্পটলেস মাইন্ড” চলচ্চিত্রে কেট অভিনয় করেন জিম ক্যারির সাথে । ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রটির গল্প লেখেন –মাইকেল গন্ড্রি , চার্লি কফম্যান,প্যারি বিসমাথ ।আর ছবিটি পরিচালনা করেন ফরাসি পরিচালক মাইকেল গন্ড্রি। এটি মূলত একটি রোমান্টিক সাইন্স ফিকশন চলচ্চিত্র ।







২০০৬ সালে নির্মিত “লিটেল চিলড্রেন” চলচ্চিত্রটির গল্প শুরু হয়েছে সারাহ পিরসকে দিয়ে , যিনি একজন উচ্চমধ্যবিত্ত পরিবারের গৃহিণী ও মা । যার স্বামী একজন পর্ণস্টার এর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে এবং তাদের একটি কন্যা সন্তান আছে । এ নিয়েই ছবির শুরু ।ছবিটির গল্প নেয়া হয়েছে লেখক টম প্যারিটা লেখা গল্প অবলম্বনে । ছবিটি পরিচালনা করেছেন- টড ফিল্ড । লিওনার্দো ডি ক্যাপ্রিও এর সাথে অভিনীত কেট উইন্সলেট এর আরেকটি চলচ্চিত্র হচ্ছে -“রেভুলেশানারি রোড”। রিচার্ড ইয়ারটস এর উপন্যাস অবলম্বনে ছবিটিতে উঠে এসেছে ১৯৫০ দশকে কানেকটি শহরে জীবন সংগ্রামে অবতীর্ণ হওয়া এক অল্প বয়সী দম্পতিকে ঘিরে , যারা তাদের দুটি বাচ্চাকে প্রতিপালনের সময় ব্যক্তিজীবনে যে সমস্যায় পড়তে হয় তাকে নিয়ে । ছবিটি মুক্তি পায় ২০০৮ সালে আর পরিচালনা করেন পরিচালক স্যাম মেন্ডেস । কেট উইন্সলেট এর অস্কার পাওয়া চলচ্চিত্র “দ্য রিডার” মুক্তি পায় ২০০৮ সালে । বার্নাড সেসলিংকের উপন্যাস অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রে দেখানো হয় দুজন অসম বয়সী নর-নারীর ভালোবাসা । ছবিটি পরিচালক স্টিফেন ডালদ্রি পরিচালনা করেন । এছাড়া তার আরেকটি উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে ২০০১ সালে মুক্তি পাওয়া এনিগমা । যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাহিনী নিয়ে নির্মিত ।



কেট উইন্সলেটকে অভিনয়ে অবদান এর স্বীকৃতি স্বরূপ ২০১২ সালে কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার (সিবিই) উপাধি দেয়া হয় । ২০১৪ সালের ১৭ মার্চ তিনি হলিউডের ওয়াক অফ ফেমে সম্মানিত হন । ১৯৯৬ থেকে ২০০৭ পর্যন্ত পাঁচবার তিনি অস্কারের জন্যে মনোনয়ন পান । গ্রামি অ্যাওয়ার্ড,গোল্ডেন গ্লোব’সহ আরও অনেক পুরস্কার তিনি পেয়েছেন ।







২০১৪ সালে মুক্তি পায় তার অভিনীত অ্যাকশন সাইফাই ছবি “ডাইভারজেন্ট” । সামনে ২০১৪ তে মুক্তির অপেক্ষায় রয়েছে তার “এ লিটল সস” ছবিটি । তাছাড়া ২০১৫ তে ক্রাইম নির্ভর ছবি “ট্রিপল নাইন” , কমেডি চলচ্চিত্র “ দ্য ড্রেসমেকার এবং রোমান্স-অ্যাকশন-সাইফাই নির্ভর ছবি “ইন্সারজেন্ট” মুক্তির সম্ভাবনা রয়েছে ।



অভিনেত্রী কেট উইন্সলেট মনে করেন - Life is short, and it is here to be lived.





কিছু চলচ্চিত্র প্রতি আয়-

টাইটানিক (১৯৯৭) $ ২,০০০,০০০

হলি স্মোক(১৯৯৯) £৩৬০,০০০

কুইলস(২০০০) £ ৪৫০,০০০

এনিগমা(২০১১) £ ৩০০,০০০

ফাইন্ডিং নেভারল্যান্ড (২০০৪) £ ৬,০০০,০০০



বায়োগ্রাফি পর্ব-১:আলফ্রেড হিচকক -“দ্য মাস্টার অফ সাসপেন্স

বায়োগ্রাফি পর্ব-২: হারিয়ে যাওয়া : বাংলাদেশের চলচ্চিত্র জগতের প্রবাদ পুরুষ -জহির রায়হান

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩০

আম্মানসুরা বলেছেন: ওর হাসিটা জটিল লাগে।

১০ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৪১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: হুম

২| ১০ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: এই মহিলার বায়োগ্রাফী দেখতে চাইলো তো উইকিপিডিয়া আর আইএমডিবি আছেই। ব্লগে লেইখা লাভ কি? তার চাইতে বাংলা উইকিপিডিয়াতে লেখেন।

১০ ই মে, ২০১৪ রাত ১০:৫৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: বাংলা উইকিপিডিয়ার একজন সদস্য আমি ।

৩| ১০ ই মে, ২০১৪ রাত ১১:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:

দ্যা রিডার মুভিটার জন্য আমি তারে স্যালুট জানাই।

১১ ই মে, ২০১৪ রাত ১২:০৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: আসলেই ভালো অভিনয় করেন

৪| ১১ ই মে, ২০১৪ দুপুর ২:৪১

হাসান মাহবুব বলেছেন: খুব বেশি মুভি দেখা হয় নাই তার। তবে হ্যাভেনলি ক্রিয়েচারসএ তাকে দেখে মুগ্ধ হৈছি।

১১ ই মে, ২০১৪ রাত ১১:৩৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: অনেক মুভি ওনার দেখা বাকি

৫| ১১ ই মে, ২০১৪ রাত ১১:৫৩

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: আমার সপ্নের নায়িকা!লেখক কে ধন্যবাদ

১২ ই মে, ২০১৪ ভোর ৪:৫৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: :)

৬| ১২ ই মে, ২০১৪ ভোর ৬:১০

তাসজিদ বলেছেন: সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি আমার কাছে বেষ্ট মনে হয়েছে।

১২ ই মে, ২০১৪ বিকাল ৫:৫৭

নাজমুল হাসান মজুমদার বলেছেন: আসলেই চমৎকার অভিনয় করেন

৭| ১২ ই মে, ২০১৪ দুপুর ১:০০

অদৃশ্য বলেছেন:






ভালোলাগে...


শুভকামনা...

২২ শে নভেম্বর, ২০১৪ রাত ১:৪৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.