![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder
হেমন্ত এর সাথে কুড়ি বছর পর দেখা হল । গোঁফ-দাঁড়ি সমেত হেমন্তকে দেখে আমি চিনতে পারেনি । আমার কাঁধে হাত চাপড়ে বলেছিল , কিরে এখনো সিগারেট টানছিস ।
আমি অবাক হয়ে যখন তাকালাম , তখন দেখলাম এ আমাদের হেমন্ত । হাতে তার সিগারেট । অথচ এ হেমন্ত কখনো সিগারেট টানেনি । আমার অবাক হওয়া দেখে বললো , একা থাকতে পারলাম না । সিগারেটাকে নিজের সঙ্গী করে নিলাম একেবারে । আমি আর জিজ্ঞেস করলাম না , কবে জেল থেকে ছাড়া পেলি ?
কিন্তু হেমন্ত আমাকে আবারো অবাক করে বললো , গতকাল ছাড়া পেলাম । আমি খুন না করেও খুনি । প্রেমিকার হত্যাকারী । কিন্তু জানিস , তাকে আমি আগেই খুন করেছিলাম যখন তাকে আমি আর পাবোনা জানতাম । সে খুনটা ছিল মনে । রাস্তায় সন্ত্রাসীরা যখন পালানোর সময় তাকে গুলি করে গেলো , সবাই ধরে নিলো আমি তার খুনি । কিন্তু লাবণ্যকে কি আমি খুন করতে পারি বল ? একটা মানুষকে কয়বার খুন করা যায় ? আমিতো তাকে ভালোবাসি , খুন করা কি যায় ভালোবাসার মানুষকে ?
হেমন্ত এর কথা শুনে আমি আর কিছুই বলতে পারিনি । জেলে যাওয়ার বেশ কিছুদিন আমি সেই এলাকা সেই শহর ছেড়ে চলে আসি । হেমন্তের কোন খোঁজ রাখিনি । আজ এ শহরে তাকে দেখে আমার থেকে বড় অবাক আর কেউ হয়নি । হেমন্ত জানেনা লাবণ্যকে আমি ভালোবাসতাম , আর হেমন্তের মত আমি এত ভালো প্রেমিক ছিলাম না । তাই লাবণ্যকে হত্যা করতে চেয়েছিলাম । আমার ভালোবাসাটা এক তরফাই ছিলো লাবণ্যের প্রতি ।
সাংবাদিকতায় হেমন্তের অনেক শত্রু তৈরি হয় , এক ওষুধ তৈরি প্রতিষ্ঠান মৃত মানুষদের দেহ ব্যবহার করে ওষুধ তৈরি করতো । লিফা নামের সেই কোম্পানির রিপোর্টটা করেই তাদের অনেক বড় শুত্রু হয়ে যায় সে ।
আবার হেমন্ত কথা বলে উঠলো , জানিস এত বছর পর প্রমাণিত হল সেই ওষুধ প্রতিষ্ঠানই গুন্ডা পাঠিয়ে খুন টা করেছিল । প্রমাণিত হলো কিছুদিন আগে , আর তাই তোকে দেখতে আসলাম । আমার কিডনিটা ভালো আছেতো ?
মনে পড়ে গেলো হেমন্তের একটা কিডনি নিয়েই আমি বেঁচে আছি । হেমন্ত না থাকলে আমি হয়তো বাঁচতাম না । হেমন্ত লাবণ্যকে পাবেনা বলেই আমি লাবণ্যকে হত্যা করতে লোক পাঠিয়ে ছিলাম । কারণ লাবণ্যের কিছুদিনের মধ্যে বিয়ে হয়ে যাওয়ার কথা ছিল । আর সেই ওষুধ কোম্পানির পাঠানো গুন্ডা আর আমার পাঠানো গুন্ডা একই ছিল । একেই অ্যাসাইনমেন্ট তারা দুইজন থেকে পায় । কিন্তু শেষ মুহূর্তে আমি তাদের মানা করতে ফোন দিয়েও পাইনি । তাই শহর ছেড়েছিলাম ।
হেমন্ত আমাকে এইবার হঠাৎ করে বললো , চলে যাই বন্ধু ।
হেমন্ত চলে যাচ্ছে , আমি তাকিয়ে আছি । দুইজন মানুষের কাছেই যেন কথাটা গোপন ।
ক্লান্ত হেমন্ত হাঁটছে , আর ভাবছে , আমার শরীরের একটা অংশ যার কাছে তাকে চাইলেই কি সহজে হত্যা করা যায় ।
ছবিঃ ইন্টারনেট
১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা
২| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৮
হামিদ আহসান বলেছেন: ভাল লেগেছে .......
১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২১
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা
৩| ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:০০
হাসান মাহবুব বলেছেন: ভালো হয়েছে। গল্পে নিয়মিত হবেন?
১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৭
নাজমুল হাসান মজুমদার বলেছেন: চেষ্টা করছি লেখার , হাসান ভাই ।
শুভেচ্ছা
৪| ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বেশ ভালো লাগল। খুব চাই আপনি নিয়মিত গল্প লিখুন ভাই।
১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৭
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন কাল্পনিক ভাই ।
শুভেচ্ছা ।
৫| ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৪
মনিরা সুলতানা বলেছেন: চমক আছে ...
ভালোলাগা
১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৮
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন ।
শুভেচ্ছা ।
৬| ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৪৯
মহান অতন্দ্র বলেছেন: চমৎকার গল্প ।
১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:০০
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন ।
শুভেচ্ছা ।
৭| ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:৩০
ডি মুন বলেছেন:
ছোট্ট সুন্দর গল্প। অনুগল্পই বলা চলে।
প্রকাশভঙ্গী চমৎকার।
++++++++
শুভকামনা রইলো লেখকের প্রতি।
১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:০১
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন ।
শুভেচ্ছা ।
৮| ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:২২
বিদ্রোহী বাঙালি বলেছেন: গল্পে হেমন্ত নিখাদ একজন ভালো মানুষ, একজন মহৎ বন্ধু। কিন্তু বন্ধুর উপকারের ঋণ শোধ করতে যেয়ে বা অন্য কারণেই হোক লাবণ্যকে খুন করা মহৎ কিনা, তা প্রশ্নবিদ্ধ। কারণ লাবণ্যের দোষটা কোথায়? ভালোবেসে যদি সে হেমন্তকে কিংবা আপনাকেই ভুলে যায়, তাই বলে তাকে খুন করাটা কখনোই যৌক্তিক হতে পারে না। বরং বন্ধুর উপকার করতে না পারলেও উল্টো অপকার করেছেন। ওষুধ কোম্পানির হাতে খুন হলে, আপনার কোন দায় তাতে থাকতো না। বন্ধুর জেল হয়েছে, তখনও তার কোন খোঁজ না নেয়াও কিন্তু বন্ধুর প্রতি অকৃতজ্ঞতারই সামিল।
ওষুধ কোম্পানি যা করেছে, আমাদের দেশে এমন কাজ অনেক হচ্ছে। পথের কাঁটাকে অমানুষের দল বিভিন্নভাবে উপড়ে ফেলতে চায়। সমাজের একটা অন্ধকার দিক এই প্রসঙ্গের মাধ্যমে উঠে এসেছে।
গল্পটা যেহেতু উত্তম পুরুষে লেখা, তাই আপনাকে ইংগিত করেই মন্তব্যটা করেছি। গল্পের বয়ান সুন্দর হয়েছে। গল্পে সমস্ত ঘটনার স্পষ্ট প্রকাশ ঘটেছে। শুধু লাবণ্যের ব্যাপারে একটু ঢেকে রেখেছেন মনে হল। গল্পটা যেহেতু ছোট আকারে লিখেছেন, তাই পাঠককে ভাবার মতো একটু অবকাশ দিতে পাড়তেন কিছু ব্যাপার স্পষ্ট না করে দিয়ে।
নিয়মিত লিখলে অবশ্যই আপনার হাত ধরেই আমরা ভালো ভালো গল্প পাবো আশা করছি। নিরন্তর শুভ কামনা রইলো।
১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:২৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন: চেষ্টা করবো ভালো লেখার ভাই ।
ভালো থাকবেন ।
শুভেচ্ছা ।
৯| ১২ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৩
তাহসিনুল ইসলাম বলেছেন: ভালো লাগলো।
১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:০৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন ।
শুভেচ্ছা ।
১০| ১২ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৪
সুমন কর বলেছেন: চমৎকার গল্প।
১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৬
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন ।
শুভেচ্ছা ।
১১| ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:১৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগল।
কিন্তু একটা কনফিউশন রয়ে গেছে
তাকে আমি আগেই খুন করেছিলাম যখন তাকে আমি আর পাবোনা জানতাম ।
আমিতো তাকে ভালোবাসি , খুন করা কি যায় ভালোবাসার মানুষকে?
কথা দুটি কি বিপরীতার্থক নয়।
নাকি কল্পনায় আর বাস্তবে আলাদা দুটি হ্মেত্রের কথা বলা হয়েছে।
ভালো থাকবেন।
১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২১
নাজমুল হাসান মজুমদার বলেছেন: কল্পনা ও বাস্তবতার দুটি ক্ষেত্র এখানে উল্লেখ করা হয়েছে ।
ভালো থাকবেন ।
শুভেচ্ছা ।
১২| ১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫২
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: চমৎকার প্রকাশ
১৩ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৬
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন ।
শুভেচ্ছা ।
১৩| ২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:৫৭
কলমের কালি শেষ বলেছেন: অল্প লেখায় অনেক সুন্দর রুপায়ন । ++++
২০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:২৭
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন ।
শুভেচ্ছা ।
১৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৯
প্রোফেসর শঙ্কু বলেছেন: সুন্দর লেখনি। পরিষ্কার।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২০
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো থাকবেন ।
শুভেচ্ছা ।
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৯
নিলু বলেছেন: লিখে যান