![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবার আসবে তুমি নিশুতি প্রেমে , বুকের পাঁজরে বাজি ফোটাবে তুলকালাম মেঘের । জানালা বন্ধ করলে তুমি আরও ঘিরে ধরবে বেশি করে, এক কোটি বছরের গল্প করবে https://www.facebook.com/nazmulhasanmajumder
একটা মানচিত্র , একটা পতাকা এবং একটা দেশ । বাংলাদেশি প্রতিটা মানুষের সাথে জড়িয়ে আছে শব্দগুলো । মহান মুক্তিযুদ্ধে নয় মাসের যুদ্ধ ,ত্যাগ , নিরীহ মানুষদের জীবনের দানে আমাদের এই মহান স্বাধীনতা । ১৯৭১ সালের ২৫ শে মার্চ কালো রাত্রিতে যে যুদ্ধ শুরু হয়েছিল তা শেষ হয় ১৬ ডিসেম্বর মহান বিজয়ের মাধ্যমে । সে সময়গুলোয় মানুষের জীবন , মানুষের কষ্ট , দুর্ভোগ , শত্রুর আথে যুদ্ধ প্রতিটি মুহূর্ত জীবন্ত ঘটনাগুলো মানুষের কাছে তুলে ধরতে যুদ্ধের পর কিছু চলচ্চিত্র নির্মাতা মুক্তিযুদ্ধ নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেন ।
বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র মুক্তি পায় ১৯৭২ সালে । প্রথম মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র নির্মাণ করেন চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম । ছবির নাম রাখেন – ওরা ১১ জন । এরপর আরও অনেক চলচ্চিত্র এদেশে মুক্তি পায় । পরিচালক- সুভাষ দত্ত এর অরুণোদয়ের অগ্নিসাক্ষী , পরিচালক- মমতাজ আলী এর রক্তাক্ত বাংলা , পরিচালক- আলমগীর কবির এর ধীরে বহে মেঘনা , পরিচালক- নারায়ণ ঘোষ মিতা এর আলোর মিছিল বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীকালের প্রথম দিকের চলচ্চিত্র ।
পুরো বাংলাদেশজুড়ে মুক্তিযুদ্ধের সময়ের প্রেক্ষাপট কোন ছবিতে উঠে এসেছে , কোন ছবিতে শুধুমাত্র শহরের যুদ্ধের সময় উঠে এসেছে , কোথাও শুধু গ্রামের কথা। একেকটি চলচ্চিত্র ১৯৭১ এর সময়কে একেকভাবে প্রাধান্য দিয়ে তুলে ধরেছে মানুষের কাছে । মানুষের জীবনটা যে কি দুর্বিষহ ছিল তা প্রতিটি ছবির গল্পে উঠে এসেছে । মানুষকে হত্যা , নির্যাতন ,নারীদের ওপর নির্মম অত্যাচার এই ছবিগুলোতে স্থান পেয়েছে । এইসব নিয়ে আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ছবির গল্প ।
মুক্তিযুদ্ধ বিষয়ক ২৫ টি চলচ্চিত্র নিচে দেয়া হয়েছে , তার মধ্যে একটি বাদে সবগুলোই পুরো ছবি ।
১।
চলচ্চিত্র - ওরা ১১ জন
পরিচালক- চাষী নজরুল ইসলাম
মুক্তির সাল- ১৯৭২
______________________________________________________
২।
চলচ্চিত্র -অরুণোদয়ের অগ্নিসাক্ষী
পরিচালক- সুভাষ দত্ত
মুক্তির সাল- ১৯৭২
পার্ট- ১
পার্ট-২
পার্ট-৩
পার্ট-৪
______________________________________________________
৩।
চলচ্চিত্র- রক্তাক্ত বাংলা
পরিচালক- মমতাজ আলী
মুক্তির সাল– ১৯৭২
______________________________________________________
৪।
চলচ্চিত্র -ধীরে বহে মেঘনা
পরিচালক- আলমগীর কবির
মুক্তির সাল– ১৯৭৩
______________________________________________________
৫।
চলচ্চিত্র - আলোর মিছিল
পরিচালক - নারায়ণ ঘোষ মিতা
মুক্তির সাল- ১৯৭৪
______________________________________________________
৬।
চলচ্চিত্র - সংগ্রাম
পরিচালক- চাষী নজরুল ইসলাম
মুক্তির সাল-১৯৭৪
______________________________________________________
৭।
চলচ্চিত্র -মেঘের অনেক রং
পরিচালক - হারুনুর রশীদ
মুক্তির সাল - ১৯৭৬
______________________________________________________
৮।
চলচ্চিত্র - কলমীলতা
পরিচালক- শহীদুল হক খান
মুক্তির সাল- ১৯৮১
______________________________________________________
৯।
চলচ্চিত্র -একাত্তরের যীশু
পরিচালক- নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু
মুক্তির সাল - ১৯৯৩
______________________________________________________
১০ ।
চলচ্চিত্রের নাম- আগুনের পরশমণি
পরিচালক – হুমায়ুন আহমেদ
মুক্তির সাল- ১৯৯৪
______________________________________________________
১১।
চলচ্চিত্র - সিপাহী
পরিচালক- কাজী হায়াৎ
মুক্তির সাল- ১৯৯৪
______________________________________________________
১২।
চলচ্চিত্র -নদীর নাম মধুমতি
পরিচালক-তানভীর মোকাম্মেল
মুক্তির সাল-১৯৯৬
পার্ট -১:
পার্ট – ২:
______________________________________________________
১৩।
চলচ্চিত্র -হাঙর নদী গ্রেনেড
পরিচালক - চাষী নজরুল ইসলাম
মুক্তির সাল- ১৯৯৭
______________________________________________________
১৪।
চলচ্চিত্র -এখনো অনেক রাত
পরিচালক-খান আতাউর রহমান
মুক্তির সাল-১৯৯৭
______________________________________________________
১৫ ।
চলচ্চিত্র -মাটির ময়না
পরিচালক – তারেক মাসুদ
মুক্তির সাল- ২০০২
______________________________________________________
১৬।
চলচ্চিত্র - শ্যামল ছায়া
পরিচালক- হুমায়ূন আহমেদ
মুক্তির সাল-২০০৪
______________________________________________________
১৭।
চলচ্চিত্র -মেঘের পরে মেঘ
পরিচালক- চাষী নজরুল ইসলাম
মুক্তির সাল- ২০০৪
______________________________________________________
১৮।
চলচ্চিত্র -জয়যাত্রা
পরিচালক-তৌকির আহমেদ
মুক্তির সাল-২০০৪
______________________________________________________
১৯।
চলচ্চিত্র -ধ্রুবতারা
পরিচালক- চাষী নজরুল ইসলাম
মুক্তির সাল-২০০৬
______________________________________________________
২০।
চলচ্চিত্র - খেলাঘর
পরিচালক- মোরশেদুল ইসলাম
মুক্তির সাল-২০০৬
______________________________________________________
২১।
চলচ্চিত্র -রাবেয়া
পরিচালক-তানভীর মোকাম্মেল
মুক্তির সাল-২০১০
______________________________________________________
২২।
চলচ্চিত্র -গেরিলা
পরিচালক- নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু
মুক্তির সাল-২০১১
______________________________________________________
২৩।
চলচ্চিত্র -আমার বন্ধু রাশেদ
পরিচালক - মোরশেদুল ইসলাম
মুক্তির সাল- ২০১১
______________________________________________________
২৪।
চলচ্চিত্র -পিতা
পরিচালক – মাসুদ আখন্দ
মুক্তির সাল- ২০১২
______________________________________________________
২৫ ।
চলচ্চিত্র - মেঘমল্লার
পরিচালক- জাহিদুর রহিম অঞ্জন
মুক্তির সাল- ২০১৪
ট্রেইলার -
______________________________________________________
৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২০
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল
২| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১৯
কথাকথিকেথিকথন বলেছেন: একসাথে অনেকগুলো মুক্তিযুদ্ধ সম্পর্কিত মুভি দিয়েছেন । সুন্দর শেয়ার ।
৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২২
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল
৩| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪০
ফেরদৌসা রুহী বলেছেন: প্রিয়তে রেখেছি, যেগুলি দেখার বাকি দেখে নিব।
৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৬
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল
৪| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মুক্তিযুদ্ধ ভিত্তিক কয়েকটা ছবি সম্পর্কে প্রথক জানলাম ।
পুরনো দিনের সাদাকালো শবগুলিই দেখেছি ।
পোস্টটা ডিসেম্বরে দিলে আরও যৌক্তিক ভাল লাগতো ।
শুভ কামনা ।
৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৯
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল
৫| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর আর সাবলীল পোস্টে এ +
৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০০
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল
৬| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৯
রক্তিম দিগন্ত বলেছেন: মেগা পোষ্ট!!! একদম ডিসেম্বরের প্রাক্যালে দিলেন!
আমার প্রিয় এইগুলার মাঝে ওরা এগারো জন আর শ্যামল ছায়া। দুইটা মুভি সম্পর্কে আর কী বলবো - রক্ত গরম করে দেওয়ার মত মুভি।
০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০১
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল
আগুনের পরশমণি , একাত্তরের যীশু , ওরা ১১ জন প্রিয় চলচ্চিত্র
৭| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১১
গুলশান কিবরীয়া বলেছেন: সবগুলো দেখা হয়নি তবে বিশেষ কয়েকটি দেখেছি যেমন আগুনের পরশমণি , ওরা ১১ জন , আলোর মিছিল । একাত্তরের যীশু মনে হয় দেখেছি , ভালো মনে নেই ।
সুন্দর পোস্ট । অনেক ভালো লাগলো ।
০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৫
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল
৮| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৩
ক্যান্সারযোদ্ধা বলেছেন: ধন্যবাদ!
০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:১০
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল
৯| ০১ লা ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:২৯
প্রবাসী পাঠক বলেছেন: কয়েকটা মুভি দেখা হয় নাই। দেখতে হবে সময় করে। ধন্যবাদ পোস্ট টির জন্য।
০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:১১
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল
১০| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২৩
সুমন কর বলেছেন: সময় উপযোগি চমৎকার শেয়ার। অনেক অনেক ভালো লাগা।
কয়েকটি দেখা হয়নি। সময় করে দেখতে হবে।
০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল
১১| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
আমি মনে করি মুক্তিযুদ্ধের উপর এখনও অনেক মুভী বানান বাকি আছে। আরও অনেক মুভীই হতে পারে। যেমন বীরশ্রেষ্ঠদের জীবন কাহিনী ভিত্তিক, ভাষা সৈনিকদের জীবন ভিত্তিক। কিছুই হয়নি এত বছরেও।
০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২১
নাজমুল হাসান মজুমদার বলেছেন: অনেক মুভি তৈরি করা সম্ভব
১২| ০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৯
হাসান মাহবুব বলেছেন: কাণ্ডারি ভাইয়ের সাথে একমত। চমৎকার পোস্টে বিজয়ের শুভেচ্ছা। জয় বাংলা!
০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা সবাইকে
১৩| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩২
বিদগ্ধ বলেছেন: চমৎকার পোস্ট। বিজয়ের শুভেচ্ছা!
০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৭
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল
১৪| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪১
রিকি বলেছেন: কান্ডারি অথর্ব বলেছেন:
আমি মনে করি মুক্তিযুদ্ধের উপর এখনও অনেক মুভী বানান বাকি আছে। আরও অনেক মুভীই হতে পারে। যেমন বীরশ্রেষ্ঠদের জীবন কাহিনী ভিত্তিক, ভাষা সৈনিকদের জীবন ভিত্তিক। কিছুই হয়নি এত বছরেও।
সহমত। পোস্টে অনেক অনেক ভালো লাগা রইল ভাইয়া
০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১০
নাজমুল হাসান মজুমদার বলেছেন: সহমত
১৫| ০১ লা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৬
মঞ্জু রানী সরকার বলেছেন: চমৎকার পোস্ট। বিজয়ের শুভেচ্ছা!
০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৭
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা
১৬| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৬
সুবির চৌধুরী বলেছেন: বরই জানতে ইচ্ছে করে জামাতের ওরা কি ওই ছবিগুলো দেখে? দেখলে তাদের অনুভুতি টা কি?
০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৭
নাজমুল হাসান মজুমদার বলেছেন: কি জানি
১৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫১
কাবিল বলেছেন: বিজয়ের শুভেচ্ছা!
সোজা প্রিয়তে।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৭
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইল
১৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৬
প্রামানিক বলেছেন: অনেক মূল্যবান একটি পোষ্ট। ধন্যবাদ
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৯
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইলো মন্তব্যের জন্যে
১৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৩
সুমাইয়া আলো বলেছেন: রাসেদ আমার বন্ধু আমার বাচ্চার খুব প্রিয় একটি সিনেমা।
মোটামুটি সব সিনেমা গুলো দেখেছি। পোস্টের জন্য +++++
১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৮
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইলো মন্তব্যের জন্যে
২০| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৬
আমি ইহতিব বলেছেন: দারুন একটি কাজ করেছেন, যেগুলো দেখা হয়নি দেখবো ধীরে ধীরে।
২৬ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:১০
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রইলো মন্তব্যের জন্যে
©somewhere in net ltd.
১|
৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:১৭
মোমেন মুন্না বলেছেন: সংগ্রহে রাখলাম, না দেখা আছে বেস কইয়েক্টা