নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজ ভোর হয়নি কাল ও ভোর হবেনা পরশু যে ভোর হবে তা তুমি ভুলনা। কখন হার মানতে নেই কারন মানুষ পারে না এমন কিছুই নেই। সুধু দরকার অধ্যাবসায়।।

নাজমুল হাসান স

কি আর লিখব। কিছুই জানি না।। অনেক জানার ইচ্চা।। নিজ থেকে অনেক কিছু ভাবি কিন্তু সফল কররতে পারি না।। আর অনেক বেশি আবেগ প্রবন কিছুই সহ্য করততে পারি না।।। অল্প তেই গললে জাই।।। টাইপ অনেক মিস্টেক হয়।। আমি মনে কররি এটা বাংলা ভাষার নততুন রুপ।। হা হা হা। কমার্স এর স্টুডেন্ট বাট আগ্রহ আই সিটি নিয়ে আগ্রহ সাইন্স নিয়ে।।। ইচ্চা আছে প্যারিস জাওয়ার।।। টুকি টাকি কথা বললার জন্যইই এখানে আসা।।।

নাজমুল হাসান স › বিস্তারিত পোস্টঃ

একটু ভাবতে দিও তোমাকে নিয়ে!

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫১

যে মানুষটা তোমার কাছে একটু সময় চায়
তাকে কখনও ব্যস্ততা দেখাইও না...!
.
যে মানুষটা শুধুমাত্র তোমাকে নিয়ে
ব্যস্ত থাকতে চায় তাকে কখনও অবহেলা
করিও না..!
.
যে মানুষটা তোমার সাথে একটু ভাল করে
কথা বলতে চায় তার উপর কখনও
বিরক্তিপ্রকাশ করিওনা..!!
.
আজকে হয়তো সেই মানুষটা তোমার ওপর
নির্ভরশীল... আজকে হয়তো সেই মানুষটা
তোমাকে ছাড়া অন্যকিছু ভাবতে
পাচ্ছে না.....!
কিন্তু সে যে সব সময় এমনই থাকবে এটা
নাও হতে পারে...!
বেঈমান সময়ের স্রোতে সেও হয়তো
একদিন তোমাকে ছাড়া ভাল থাকতে
শিখে যাবে...!
.
আজকে সে তোমার কাছে আছে তাই
হয়তো ওর গুরুত্বটা বুঝতে পাচ্ছনা....!
হয়তো কোনো একদিন সে তোমার কাছে
থেকে দুরে চলে যাবে...... অনেক
দুরে.....!!
তখন হয়তো বুঝবে....
.
কিন্তু সেদিন আর কোনো উপায় থাকবে
না...! দেরি হয়ে যাবে..... অনেক
দেরি....!!
.
আচ্ছা দুইটি মানুষের মধ্যে এই ধরনের
দূরত্বটা কি হঠাৎ করে গড়ে উঠে..????
.
না..... কখনই না.. ..! দুইজনের মধ্যকার
দূরত্বটা গড়ে উঠে ধীরেধীরে .... আর এই
দূরত্ব গড়ে ওঠার পেছনে একজনের ছোট
ছোট অবহেলা গুলোই যথেষ্ট .....!!!!
.
তাই ভালবাসার সেই মানুষেটাকে কখনও
অবহেলা করিও না.. !
.
সেই মানুষটাকে কখনও কষ্ট দিও না যে কি
না তোমাকে নিজের চাইতে বেশি
ভালবাসে...!
.
ভালো থাকো .. ভালো রাখো
its all about few days ago - s
প্রদিপ এর বিশ্বাস

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৪

রাইসুল ইসলাম রাণা বলেছেন: ভালো থাকো,ভালো রাখো

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৫৩

নাজমুল হাসান স বলেছেন: ধন্যবাদ, খেয়াল ছিল না। এখন দেখে নিন।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩২

দর্শনপ্রিয়কার্তিকেয় বলেছেন: ভালই লিখেছেন

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৫৪

নাজমুল হাসান স বলেছেন: ধন্যবাদ ভাই।

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৮

কল্লোল পথিক বলেছেন: আজকে হয়তো সেই মানুষটা তোমার ওপর
নির্ভরশীল... আজকে হয়তো সেই মানুষটা
তোমাকে ছাড়া অন্যকিছু ভাবতে
পাচ্ছে না.....!
কিন্তু সে যে সব সময় এমনই থাকবে এটা
নাও হতে পারে...!
বেঈমান সময়ের স্রোতে সেও হয়তো
একদিন তোমাকে ছাড়া ভাল থাকতে
শিখে যাবে...!

কথাটি চিরন্তন সত্যি। শুভ কামনা জানবেন।

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৭

নাজমুল হাসান স বলেছেন: ধন্যবাদ ভাই । কমেন্ট টা করার জন্য । ভালো লাগলো একটা অ ংশ ইন্ডীকেট করে বল্লেন । আসলেই এমনকিছু জিনিস -ই অনুপ্রেরনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.