![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি আর লিখব। কিছুই জানি না।। অনেক জানার ইচ্চা।। নিজ থেকে অনেক কিছু ভাবি কিন্তু সফল কররতে পারি না।। আর অনেক বেশি আবেগ প্রবন কিছুই সহ্য করততে পারি না।।। অল্প তেই গললে জাই।।। টাইপ অনেক মিস্টেক হয়।। আমি মনে কররি এটা বাংলা ভাষার নততুন রুপ।। হা হা হা। কমার্স এর স্টুডেন্ট বাট আগ্রহ আই সিটি নিয়ে আগ্রহ সাইন্স নিয়ে।।। ইচ্চা আছে প্যারিস জাওয়ার।।। টুকি টাকি কথা বললার জন্যইই এখানে আসা।।।
জিপি সিম দিয়ে কাউরে ফোন দিলে.... কল রিং হবার আগে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রি-রেজিস্ট্রেশনের এড দেয়া হয়, ঠিক তারপরেই রিং হয়....
আবার দেখলাম... এই পদ্ধতিতে সফলভাবে সিম রেজিস্ট্রেশন করলে জিপি ৯ টাকায় ১ জিবি করে ইন্টারনেট সেবা দেয়!
রবিতেও বায়োমেট্রিক করে সিম রেজিঃ করলে ৩ জিবি ফ্রি ইন্টারনেট দিয়ে দিচ্ছে!
এগুলা দেখে মাথায় একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে যে... আমাদের দেশের প্রচলিত অপারেটরগুলো এত্তটা ভালো হয়ে গেলো কেমনে!!
যেখানে BTRC বহুদিন ধরে অপারেটরদের সাথে কাবজাব করতেছে মেগাবাইটের দাম কমানো নিয়ে আর দ্রুত সারা দেশে থ্রীজি পৌঁছে দেয়ার জন্যে..
এবং যেই অপারেটর বিটিআরসি'র কথা মতো দ্রুত থ্রীজি ছড়িয়ে দিবে না, ওই অপারেটর হারাবে তার থ্রীজি লাইসেন্স,, এমনটাও বলে দিয়েছিলো BTRC!
কিন্তু এগুলাতে তো সিম অপারেটরগুলোর কুনো তৎপরতাই দেখা যাচ্ছে না!
মনে হচ্ছে অপারেটরগুলো BTRC-কে পাত্তাই দিচ্ছে না... নয়তো মোটা অংকের টাকা BTRC'র পকেটে দিয়ে হয়তোবা তাদের মুখ বন্ধ রাখতে সক্ষম হতে পারছে অপারেটরগুলো!
কিন্তু... বর্তমান পরিস্থিতিতে সরকারের নির্দেশ তারা যেভাবে মেনে চলছে, তাতে অপারেটরগুলোর প্রতি বেশ সন্দেহ আর অতি ভক্তি চোরের লক্ষণের স্বভাব কেনো জানি অতিমাত্রায় ফোঁটে উঠতেছে!
অপারেটরগুলো অনেকটা লোভ দেখিয়েই আমাদের কাছ থেকে আঙ্গুলের ছাপসহ বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন করে নিয়ে যাচ্ছে!
অনেককে সপ্তাহে দুই/তিনবার ফোন করেও বিরক্ত করছে অপারেটরগুলো!
কে জানে.... এই অভিনব পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন-এ সরকার আর অপারেটরদের কুন অপ-উদ্দেশ্য জড়িয়ে আছে....
সেটা আল্লাহ্-ই ভালো জানেন!
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১০
নাজমুল হাসান স বলেছেন: হুম । সেটাই বের করতে হবে
২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৪
সাদাকালোরঙিন বলেছেন: সিম রেজিষ্ট্রেশনে অপারেটরদের বাধ্যবাধকতা ও জরিমানার বিধান আছে। আর নির্দিষ্ট সময় পরে সিমের বায়োমেট্রিক রেজিস্ট্রেশন না হলে সিমটি বনধ করে দিতে হবে। সিম বন্ধ হলে অপারেটরের রাজস্ব কমে যাবে বা ওই ব্যবহারকারি অন্য প্রতিদ্বন্দ্বি অপারেটরে চলে যাবে। তাই বায়োমেট্রিক রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে অপারেটররা মরিয়া।
অপারেটররা কোন বায়োমেট্টিক তথ্য সংরক্ষন না করে সরাসরি জাতীয় পরিচয় ডাটাবেজের সাথে মিলিয়ে নেয়ার কথা। তা ঠিক মতো করছে কিনা তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫০
সাদাকালোরঙিন বলেছেন: আর আপনি জেনে বুঝে নানা জায়গায় আপনার বায়োমেট্টিক তথ্য নিজেই দিচ্ছেন , যেমন : বিভিন্ন দুতাবাসে ভিসার আবেদনে, আপনার মোবাইল ফোনে ( যাদের ফোনে ফিঙার প্রিন্ট স্ক্যানার আছে), অফিসের ফিঙার প্রিন্ট হাজিরা যন্ত্রে । সেখান থেকেও কিন্তু বায়োমেট্রিক তথ্য বেহাত হতে পারে। সে চিন্তা করেছেন কি ?
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১২
নাজমুল হাসান স বলেছেন: তা হয়তো হবে । কিন্তু সেটার কিছুটা হলেও প্রাইবেসি নিয়ে আমারা জানতে পারি । কিন্তু এটার তো ব্যাপার টাই ভিন্ন
৪| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৭
জহিরুলইসলাম৪৫৬ বলেছেন: But This Work Is Followed By NID Department. Government Didn't Done There Job When NID Registration ! Money Is Best Thing For Government Servant ,But I Read An Bangla News Paper Artical When First NID Registration , If Someone Registration NID The NID Provide Many Kind Of Profit . Where Going The We Are Sivil People Profit ?
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৪
নাজমুল হাসান স বলেছেন: ইয়েস দ্যাট ট্রু । এন্ড দ্যাট এয এ কোশেন ? Where Going The We Are Sivil People Profit ?
৫| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫২
বিজন রয় বলেছেন: দেখি কি হয়।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৫
নাজমুল হাসান স বলেছেন: হুম তাই । দেখতে হবে ।। অরো কত কিছু দেখতে হবে
৬| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৩
৭| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৯
প্রামানিক বলেছেন: দেখা যাক।
৮| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪১
নাজমুল হাসান স বলেছেন: অবাক করলো ব্যাপারটা। আসলেই আমারা কি এখনো নিয়ন্তিতই হচ্চি থার্ড পার্টি এর হাতে।
নিজেদের মেধা বিদেশে রপ্তানি করি আর বাহিরের কাট্রিকে ফলো কররি
৯| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৮
ঢাকাবাসী বলেছেন: প্রচুর টাকা ঘুষ কমিশন হিসেবে খরচ হল আর কি!
১০| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১০
গেম চেঞ্জার বলেছেন: শাহ আজিজের লিংক ধরে যান কিছু মাথায় গেলেও যেতে পারে। এটা কোনভাবেই শুভ নয়।
পাবলিকের তথ্যাদি অবশ্যই রাষ্ট্র ছাড়া কারো কাছে থাকাই নিরাপদ নয়। রাষ্ট্র এটা ব্যক্তি নিরাপত্তার জন্য সংরক্ষণ করতে পারে। ওই ডাটাবেজ কেউ পাওয়ার কথাই নয়য়। এটা ডেফিনেটলি ক্রাইম।
সরকারের এটা নিশ্চিত করা উচিত ছিল গর্ভমেন্ট ছাড়া আর কেউ কোনো পাবলিক ইনফরমেশন সেভ করছে না তা যে-কোনো সার্ভিস অপারেট করুক। সবচেয়ে বড় সমস্যা এই ফিঙ্গার প্রিন্টের প্রসেসটা কিন্তু থার্ড পার্টিরা ইমপ্লিমেন্ট করছে।
জানেন? আঙ্গুলের ছাপ থার্ড পার্টির কাছে গেলে কি হতে পারে?
আপনার এই তথ্য অন্য কোন অসাধু লোক প্রিটেন্ড করতে পারবে যে আমি অমুক। এটা প্রকৃত লোকের অজ্ঞাতেই করা যাবে।
১১| ০১ লা মার্চ, ২০১৬ রাত ১২:১৯
নাজমুল হাসান স বলেছেন: আমাদের নিজেদের তথ্য আর নিজেদের প্রাইবেসি অন্যরর হাতে থাকা
মানে আমি কারা বন্দি।
সাধারন জনতা তো এটা আমলে নিচ্চে না, নরমালি এখন অবদি ফুলিস
ফোরস আমাদের জেভাবে হেনস্ত করে আসছে। যেমন দরুন অপরাধ কররলো
অন্যজন কিন্তু কিছু টকার বিনিময়ে সেই অপরাধি বেচে গেল সাধারন কাউকে
পাসানোরর মাধ্যমে।
তো কি এমন গ্রান্টি দিতে পারবে অপারেটর এর মাঝে অসাধু লোকের প্রভাব পড়বে না।
হয়তো দেখা যাবে নরমাল ইসু নিয়ে সামান্য টাকার বিনিময়ে ব্যক্তিগতজীবন এর তথ্য
কালেক্ট করেও আমাদের হেন্সত করততে পারে
১২| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ১১:১১
আজিজুর বলেছেন: কেউ পেরিস আসলে খবর যেন পাই দেখা হবে হয়ত।
০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৮
নাজমুল হাসান স বলেছেন: ওয়াও!! তার মানে আপনি প্যারিস এ আছেন? ।। শুনে ভালো লাগলো।
কোন শহর এতে আছেন???
১৩| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ১১:১৮
হাসান নাঈম বলেছেন: হুম, ডাল ম্যা কুছ কালা হ্যায়।
০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৯
নাজমুল হাসান স বলেছেন: হ্য সেটাই তো
১৪| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৩:০১
তাসরুজ্জামান বাবু বলেছেন: কিন্তু কি করব বলেন। আর্জেন্ট কাউকে ফোন দিলে আগে গ্রামীন ফোন সিম রেজিস্ট্রেশনের ক্যাচাল শোনায় তারপর কল ঢুকে। এটা বিরক্তিকর নয়? তাই ভাবছি কি করা যায়। তাছাড়া আমরা একজন দুইজন রেজি না করলে কি তাদের কিছু আসে যায়? পরে যদি আমাদের সিম ব্লক করে দেয় তখন তো ভারি ক্যাচাল হবে ।কী যে করি!
১৫| ০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০০
হাসান নাঈম বলেছেন: @তাসরুজ্জামান বাবু : সিম ব্লক করা কি এতই সোজা? তাদের ব্যাবসা করে খেতে হবে না? আমার পরিচিত কেউ এখনও আঙ্গুলের ছাপ দেয় নাই - আমিও না। দেখি একবার ব্ন্ধ করুক - তারপর চিন্তা করব।
১৬| ০১ লা মার্চ, ২০১৬ রাত ৯:১০
নাজমুল হাসান স বলেছেন: সিম ব্লক না। যেই হারে জালাচ্চে আপনার নিজেই ব্লক করে দিতে ইচ্চে হবে
দেখা গেল অনেক ইমাজেন্সি কাউকে কল দিব ঠিক তখনি তাদের
এডবারটাইস শুরু।
আর সিম যদি ব্লক করেও বা দেয় কি করার আছে।
এখন তো এয়ারটেল অনেকের সিম থেকে নাকি কল ও জায় না
২-৩ বার ট্রাই করে কল ডুকে। সো হওয়াট নেক্সট?????
©somewhere in net ltd.
১|
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪২
নাবিক সিনবাদ বলেছেন: হুম, ডাল ম্যা কুছ কালা হ্যায়।