নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজ ভোর হয়নি কাল ও ভোর হবেনা পরশু যে ভোর হবে তা তুমি ভুলনা। কখন হার মানতে নেই কারন মানুষ পারে না এমন কিছুই নেই। সুধু দরকার অধ্যাবসায়।।

নাজমুল হাসান স

কি আর লিখব। কিছুই জানি না।। অনেক জানার ইচ্চা।। নিজ থেকে অনেক কিছু ভাবি কিন্তু সফল কররতে পারি না।। আর অনেক বেশি আবেগ প্রবন কিছুই সহ্য করততে পারি না।।। অল্প তেই গললে জাই।।। টাইপ অনেক মিস্টেক হয়।। আমি মনে কররি এটা বাংলা ভাষার নততুন রুপ।। হা হা হা। কমার্স এর স্টুডেন্ট বাট আগ্রহ আই সিটি নিয়ে আগ্রহ সাইন্স নিয়ে।।। ইচ্চা আছে প্যারিস জাওয়ার।।। টুকি টাকি কথা বললার জন্যইই এখানে আসা।।।

নাজমুল হাসান স › বিস্তারিত পোস্টঃ

ভালোবেসে, সখী, নিভৃতে যতনে!!!!!!

১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩১

ভালোবেসে, সখী, নিভৃতে যতনে
আমার নামটি লিখো-- তোমার
মনের মন্দিরে।
আমার পরানে যে গান বাজিছে
তাহার তালটি শিখো-- তোমার
চরণমঞ্জীরে॥
ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে
আমার মুখর পাখি-- তোমার
প্রাসাদপ্রাঙ্গণে॥
মনে ক'রে সখী, বাঁধিয়া রাখিয়ো
আমার হাতের রাখী-- তোমার
কনককঙ্কণে॥
আমার লতার একটি মুকুল
ভুলিয়া তুলিয়া রেখো-- তোমার
অলকবন্ধনে।
আমার স্মরণ শুভ-সিন্দুরে
একটি বিন্দু এঁকো-- তোমার
ললাটচন্দনে।
আমার মনের মোহের মাধুরী
মাখিয়া রাখিয়া দিয়ো-- তোমার
অঙ্গসৌরভে।
আমার আকুল জীবনমরণ
টুটিয়া লুটিয়া নিয়ো-- তোমার
অতুল গৌরবে॥

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:৫৫

বিজন রয় বলেছেন: ভাল লাগল।
+++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.