![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি আর লিখব। কিছুই জানি না।। অনেক জানার ইচ্চা।। নিজ থেকে অনেক কিছু ভাবি কিন্তু সফল কররতে পারি না।। আর অনেক বেশি আবেগ প্রবন কিছুই সহ্য করততে পারি না।।। অল্প তেই গললে জাই।।। টাইপ অনেক মিস্টেক হয়।। আমি মনে কররি এটা বাংলা ভাষার নততুন রুপ।। হা হা হা। কমার্স এর স্টুডেন্ট বাট আগ্রহ আই সিটি নিয়ে আগ্রহ সাইন্স নিয়ে।।। ইচ্চা আছে প্যারিস জাওয়ার।।। টুকি টাকি কথা বললার জন্যইই এখানে আসা।।।
আমি কি নিয়ে পড়ব জানি না।কারণ ছোটবেলা থেকে সব বিষয় পড়তেছি।আমার ভিতরে যে কি প্রতিভা তা বাবা-মা,শিক্ষক কেউ বোঝার চেষ্ঠা করেনি।
আমারে শিখাইতেসে ঘাসফড়িংএর খাবার কেমনে হজম হয় আর কোনদিক দিয়া বাইর হয়। কোন কোষের চিপায় কি থাকে।
ফ্রেন্ড পড়বে বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে..
ওরে শিখানো হইতেসে কোডিং। কেমনে সি প্রোগ্রামে তাপমাত্রা চেঞ্জ করা লাগে।
ইংলিশ এ কমিউনিকেশন না শিখায়ে শিখানো হইতেসে টেবিল ক্যামনে বানায়, রিঅ্যারেঞ্জ ক্যামনে করে।
বাংলায় প্রশ্ন করা হইতেসে নিকষা কার মা, বিভীষন নাকি রাবণ এর। ম্যাথ নিয়ে ইন্টারেস্টেড একটা স্টুডেন্ট রে রাবন এর বংশধর মুখস্ত করতে হইতেসে..
কেমিস্ট্রি তে জিনিয়াস একটা ছেলে, ফিজিক্সে প্লাস মিস করার কারণে পরীক্ষাই দিতে পারতেসে না কয়েক জায়গায়।
এইগুলার পয়েন্ট টা কি আসলে? কিছু বললেই বলা হয় এইগুলা বেসিক জিনিস, এইগুলা জানা লাগে। বেসিক কয়দিন শিখানো হবে আর? ভবিষ্যত এ ম্যাথমেটিশিয়ান হতে পারে, এরকম একটা ছেলের বেসিক কেমনে রাবণ এর বংশধর এ থাকে?
যাস্ট কয়েকটা উদাহরণ.. আমাদের পুরা জীবন গেল বেসিক শিখতে শিখতেই.. কোনটায় আমার প্যাশন আছে, কোন সাবজেক্ট নিয়ে নেশার মত পড়ে থাকতে পারব বুঝে ওঠার আগেই দেখি সব শেষ।
পায়ুপথ কেমনে কাজ করে জানিনা বলে আমার সায়েন্টিস্ট হওয়া হইল না.. এ+ পাসনাই?! তুই তো অন্ধকার!
১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১১
নাজমুল হাসান স বলেছেন: হা হা হা।। না কম পড়ে পন্ডিত হব কি করে?
তবে জেটা আমার ফেশন সেটাই পাচ্চি না ! বাজারে দর কশা কশি পথে পোঠে তাজা ফুল।
বিক্ষাত জন রা তো বেশিরভাগ -ই কম পড়া লেখায় পন্ডিত্ত!
২| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০০
শূণ্য পুরাণ বলেছেন: প্রথম আলোর বেসিক আলীর মত
১৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১২
নাজমুল হাসান স বলেছেন: হুম অনেক টা এমনি। আমাদের লাইফ আর অরটিস্ট এর মত আকছে থার্ড পার্টিস !
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৩
চাঁদগাজী বলেছেন:
কম পড়ালেখা করে বড় হতে চাচ্ছেন? পরীক্ষার রাতে পড়ে পাশ করার তালে আছেন?
১২ ক্লাশ অবধি সব বিষয়ে পড়তে হয়; ঠিক আছে, পন্ডিত!