![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হেটে হেটে পথ ছেড়ে কত পথ ধরেছি। আর পেছনে তাকিয়ে দেখি কত শত ভূল যে করেছি।
আমি এই বৎসর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে কম্পিউটারএ চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সটি শেষ করেছি । এখন আমি চাচ্ছিলাম যে অনলাইনে লেখাপড়া করতে । কিন্তু এই বিষয়ে আমার খুব একটা ধারনা নেই । আসলে আমি চাই যে, বাইরের দেশের এমন এক ইউনিভার্সিটির খোজ যেটাতে আমি বি.এস.সি ইন সি.এস.ই করতে পারব । এবং যার সার্টিফিকেটটি বাংলাদেশের সকল শাখায় গহনযোগ্য । আর বাংলাদেশেও যদি এভাবে কোন ইউনিভার্সিটি অনলাইনে বি.এস.সি কোর্সটি পরিচালনা করে থাকে তাহলে জানালে উপকৃত হব । প্লিজ এই বিষয়ে অভিজ্ঞরা সাহায্য করুন ।
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩১
এম আর সুমন বলেছেন: গতকালের প্রথম আলো ২২ পাতা দেখুন। অথবা অনলাইনে শিক্ষা এ শব্দ টি লিখে বা কপি পেষ্ট করে সরাসরি গুগলে সার্চ দিন। অনেক কিছুই পাবেন। তারপরেও আমি একটি লিঙ্ক দিচ্ছি।
https://www.coursera.org/