![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I am a Software Engineer and Working in a software firm. I like to read Novel, History, Poem, Writing, Traveling and Gardening
আজ বিদায় বেলায় এলে গো দুয়ারে
দু’হাত বাড়ায়ে দাকিতেছ মোরে
কি হবে আর ডেকে গো আমায়
সময় হয়েছে চলে যে যাওয়ার।
যেদিন ছিল মোর সবকিছু
ছিলে মোর থেকে দূর বহু দূর
অজানা ডরে বাধোনি আমায়
তোমির হৃদয় মাঝে।
আজ হিমেল হাওয়া দোলা দিয়ে বয়
কানে কানে যেন এই কোয়ে যায়
ফাগুন গুলো সব একে একে আসি
চলে গেছে সেই কবে।
তুমি ছিলে মোর হৃদয়ের মনি
শয়নে, সপনে, জাগরনে ক্ষনে
এপারে ওপারে যেখানেই থাকি
যাবনা তোমায় কোনদিন ভুলে
আজ বিদায় বেলায় দাড়িয় দুয়ারে
দিলে মোর মন বিষাধে ভরায়ে
মনের পাতায় উঠিতেছে ভেসে
অতিতের শত স্মিতি।
বিদায় বেলায় দোয়া দিয়ে যাই
সিখে থেকো তুমি চিরদিন তরে
ভুলে যেও তুমি আগকের পরে
বিদায় বন্ধু চির বিদায়
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:১৫
নির্বাসন বলেছেন: ভালো হয়েছে
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৮:১৩
মোঃজুবরাজ বলেছেন: niceeeeeeeeeee