![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুখের খোজে যাযাবর
শেষ দেখা
মোঃ নাহিদ ভূইয়া
.......................
গত বসন্তে,
যখন শেষ দেখা হল আমাদের,
মৃদু বাতাস,রঙ্গিন বিকাল
দোল খাওয়া কাশবনের ফাঁকে,
তোমার অবাধ্য চুল !
আমি নিঃশব্দে দেখিছি তা
অবাক, অপলকে !
আবছা গোলাপ আকা
আকাশি শাড়ির আচল,
অবাধ্য ছিল তোমার সেই বিকলে।
অজান্তেই তুমি
রজনীগন্ধার তীব্র সুবাস,
ছড়িয়ে ছিলে লাগাম হীন বাতাসে!
মিষ্টি ঠোঁটের কোন
ব্যাস্ত তুমি মিথ্যা হাসি ফুটাতে,
তবে,
চোখ দুটি সব নালিজ করেছিল
তোমার অজান্তেই।
যেদিন,
আমাদের শেষ দেখা ছিল!
চোখের কোনে অশ্রু জমে ছিল
মুখ খানা ছিল মলিন।
কোন এক হৃদয় ভাঙার তীব্র শব্দে,
অস্থির চারপাশ!
আমার আর কিছু
বল হলনা সেদিন!
শুধু চেয়ে ছিলাম
তোমার ফেলে যাওয়া পদাঙ্কের দিকে!
তুমি আর ফিড়ে তাকাও নি!
আমি চেয়েছিলাম,
চেয়েছিলাম দৃষ্টির শেষ বিন্দুতেও
তবু তুমি ফিড়ে তাকাও নি!
২| ১৯ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:২২
মোঃ নাহিদ ভূইয়া বলেছেন: ধন্যবাদ!
৩| ১৯ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর
৪| ১৯ শে আগস্ট, ২০১৯ রাত ১১:২২
মোঃ নাহিদ ভূইয়া বলেছেন: Tnx api!
©somewhere in net ltd.
১|
১৯ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:২০
রাজীব নুর বলেছেন: আহা---
হৃদয় ছুঁয়ে গেল।