নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসি নিজেকে নিজের মত করে।হারিয়ে যেতে চাই, মানবতা নিয়ে মানবের মাঝে।।

মোঃ নাহিদ ভূইয়া

সুখের খোজে যাযাবর

মোঃ নাহিদ ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

জীবন! এক অদ্ভুত রংমঞ্চ!

১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৩২

জীবন
MD : Nahid Bhuiyan
 ...................

জীবন মানে,
তুমি কি খুজেছ কোন দিন?
নাকি করেছ শুধু হাসি বঞ্চনা।
জীবনের কি অর্থ, কি তার পরিচয়
কেন এ জীবন এত প্রয়োজন।
নাকি হেটেছ শুধু অট্টালিকার পাশে
খুজেছ সুখ দেয়ালের ফাঁকে!

কখনো কি গেছ রাস্তার পাশে,
ভাঙ্গা ঘরের বস্তিতে?
কোন রাত কি হেটেছ,
   রেললাইন ধরে অজানার মাঝে?
শুনেছ কি শিশুর আর্থনাত
শুনেছ মায়ের চিৎকার।

শুননি কোন দিন??

        তবে তুমি বুঝবেনা
            তুমি জানবেনা
            জীবনের মানে!

জীবন মানে অট্টালিকা নয়!
জীবন মানে শুধু নিজে বাঁচা নয়! 
জীবনের মানে আছে সেখানে
    যেখানে,
     শিশুর আর্থনাত মিশে
     বিবর্ন হাজার বসন্ত !

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৫৯

রাজীব নুর বলেছেন: জীবন এর কোনো মানে নেই।

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৫০

কবি হাফেজ আহমেদ বলেছেন: এসব মনে হলে দীর্ঘশ্বাস ধরে রাখা যায়না।
লেখাটি ভালো লাগলো।

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৫১

মোঃ নাহিদ ভূইয়া বলেছেন: জীবনে মানে আছে ভাই!! অর্থহীন কোন কিছু নাই,,
হয়তো আপনার মনে হবে নাই! তবে অন্যের কাছে আপনি গুরুত্বপূর্ণ

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৫২

মোঃ নাহিদ ভূইয়া বলেছেন: ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.