![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুখের খোজে যাযাবর
অপেক্ষায় বন্ধু
Nahid Bhuiyan
.............
বন্ধু,
তোদের কথা মনে পরে
অচেনা মানুষের ভীড়ে
প্রানহীন ব্যস্ত শহরে।
আমার অবুঝ মন
বসন্ত কোকিলের কন্ঠে
আজো, তোদের কথা শুনে।
আজো, হঠাৎ নিবির ঘুমে
দু'চোখ ভিজে উঠে
তোদের স্বপ্ন মাঝে।
তোদের সাথে কাটানো
প্রতিটা ছোট মুহূর্ত,
নিপুণ হাতে সাজানো
সৃতির রঙিন দেয়ালে।
আজো রঙিন মানুষের ভিড়ে
অচেনা সমারোহে,
দু'চোখ খুজে বেড়ায়
চেনা সেই মুখ,
সেই চেনা হাসি,
চেনা সেই কাদঁ
যে কাদে মাথা রেখে
ভুলে যেতাম সকল কষ্ট মনের
বন্ধু, সময়ের নিষ্ঠুর ঘূর্নিতে
চুলে ধরেছে রং,
চোখে দেখি কম,
তবু ঝাপসা চাওনিতে
তোদের ছবি ভাসে।।
বন্ধু তোদের যাবেনা ভুল এ জীবনে
রেখেছি মনের খামে স্ব যতনে।
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:২২
দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগল ।
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:৪৫
কবি হাফেজ আহমেদ বলেছেন: চমৎকার!
৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:০৭
মোঃ নাহিদ ভূইয়া বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৭
রাজীব নুর বলেছেন: সুন্দর।