নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসি নিজেকে নিজের মত করে।হারিয়ে যেতে চাই, মানবতা নিয়ে মানবের মাঝে।।

মোঃ নাহিদ ভূইয়া

সুখের খোজে যাযাবর

মোঃ নাহিদ ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

যদিও শীত আসে নাই এখনো। তারপরে আজ কুয়াশা ভেজা ঘাসে হাটতে হাটতে মনে হল, অনেক কাছা কাছি আছে। তাই কলেজ জীবনের লেখা কবিতার কথাটা মনে পড়ল। অনুভুতি গুলো আপনাদের সাথেও ভাগাভাগি করলাম।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:০৫

স্বাগতম শীত
......Nahid Bhuiyan

এসেছে বাংলার বুকে
উত্তরের শুষ্ক বাতাসের সাথে,
কুয়াশা বার্তা নিয়ে।

এসেছে খেজুরের রস
ভাপা পিঠার গন্ধ নিয়ে
এসেছে শীতের ঋতু,
শিশিরের চাদরের করে।

কনকনে ঠান্ডা, কুয়াশা কাফন
পথ ঘাট যায়না দেখা।
নতুন কাপড় একটু মোটা
গায়ে দিতে হবে সকাল সন্ধ্যা।

ঘাসের গায়ে কুয়াশা বিন্দু
বাতাসে শিশির কণা,
পায়েস আর চিতলের গন্ধ
মন আমার উড়ু।

শীত কালে একটাই ভয়,
গোসল করা সকালে,
লেপের আরম ছাড়তে চায়না
ধনী গরীব সকলে।

এসেছে বাংলার বুকে,
শীত এসেছে।


মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:১৬

আমি তিতুমীর বলছি বলেছেন:




বেশ ছন্দময় কবিতা।
কিছু টাইপো আছে
গেসল নয় গোসল, আড়াম নয় আরাম।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৩৩

মোঃ নাহিদ ভূইয়া বলেছেন: ধন্যবাদ ভাই। ঠিক করে দিয়েছি। আসলে তারাতারি টাইপ করতে গিয়া এমন টা হয়েছে।
ভুল ধরে দেয়ার জন্য ধন্যবাদ।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:১৯

কবি হাফেজ আহমেদ বলেছেন: ভেবেছিলাম, শীত আসতে খুব বেশি দেরি নেই কিন্তু আপনার লেখা পড়ে এখনই শীত শীত লাগছে। শীত এসে আমাদের সবার হৃদয় শীতল করে দিয়ে যাক। শীতকে আগেই স্বাগতম জানিয়ে রাখলাম।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৩৪

মোঃ নাহিদ ভূইয়া বলেছেন: ধন্যবাদ ভাই,, আপনার শীতকাল আনন্দ ময় কাটুক।

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:২১

জাহিদ অনিক বলেছেন:
শিরোনাম এত বিশাল !

১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৩৫

মোঃ নাহিদ ভূইয়া বলেছেন: এবার কিছুটা বড় দিয়ে মনের কথা বললাম।

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:২৩

রাজীব নুর বলেছেন: বিশাল শিরোণাম দিয়েছেন।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৩৬

মোঃ নাহিদ ভূইয়া বলেছেন: একটু!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.