নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসি নিজেকে নিজের মত করে।হারিয়ে যেতে চাই, মানবতা নিয়ে মানবের মাঝে।।

মোঃ নাহিদ ভূইয়া

সুখের খোজে যাযাবর

মোঃ নাহিদ ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

জীবনের প্রথম লেখা কবিতার গুলোর মধ্যে একটি!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৩৬



অভিশপ্ত মধ্যবিত্ত
......Nahid Bhuiyan

...................................

স্বপ্ন সব অধরাই থাকে
সব ইচ্ছে চাইলেও যায়না বলা,
সব হাসির আড়ালে লুকানো কান্না,
চোখ কখনো হয়না স্বাভাবিক।

কারন,
আমি মধ্যবিত্ত
এক নিষ্টুর প্রানের অভিশাপ।

না চাইতে কিছু পাইনা
সব কিছু চাইতেও পারিনা,
দু'এর মাঝে দেয়াল উটেছে
হাজার চেষ্টায়ও ভাঙ্গতে পারিনা।

স্বপ্নের মাঝে একটু ফারক
ইচ্ছে গুলো হাতের উপরেই,
হাজার চেষ্টায় লাফাতে পারি না
বাধন লেগেছে পায়ে
পারব না আমি বসতেও
কাটা বিধে আছে।

কারন,
আমি মধ্যবিত্ত
হাজার হৃদয়ের কান্না।

চোখের মাঝে জল জমেছে
গড়াতে তার বারণ,
চোখের মাঝে থাকতে পারেনা
ভিতরে বিষণ জ্বালা।

ভিতরে অনেক কান্না জমেছে
পারিনা আড়ালে কাদঁতে,
হাজার কথার হাট বসেছে
দিতে পারি না ছুটি যে।

কারন ,
আমি মধ্যবিত্ত
অভিশপ্ত বর প্রাপ্ত।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:১৫

বলেছেন: অনেক ভালো কবিতা হয়েছে ++

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৬

মোঃ নাহিদ ভূইয়া বলেছেন: ধন্যবাদ।

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:৪০

কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম আমরা পারিনা। ইচ্ছে করলেই যা ইচ্ছে তা করতে পারিনা। কারণ আমরা মধ্যবিত্ত। কবিতায় +

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৪

মোঃ নাহিদ ভূইয়া বলেছেন: ধন্যবাদ

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:১৬

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৫

মোঃ নাহিদ ভূইয়া বলেছেন: ধন্যবাদ, ভাই। আমাকে এত বেশি অনুপ্রেরণা দেয়ার জন্য।

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৪৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কবিতা দুই বার হয়েছে। এডিট করে দিয়েন। কবিতায় ভালো লাগা +

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৪

মোঃ নাহিদ ভূইয়া বলেছেন: ধন্যবাদ।।দুইবার ভুলে হয়ে গেছে,, ঠিক করে দিছি। ধন্যবাদ

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:০২

বিজন রয় বলেছেন: সত্যি কথা। মধ্যবিত্তের একটি সার্বজনীন কষ্ট আছে।
কবিতায় ধরতে পেরেছেন।

শুভকামনা।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:২৬

মোঃ নাহিদ ভূইয়া বলেছেন: ধন্যবা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.