নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসি নিজেকে নিজের মত করে।হারিয়ে যেতে চাই, মানবতা নিয়ে মানবের মাঝে।।

মোঃ নাহিদ ভূইয়া

সুখের খোজে যাযাবর

মোঃ নাহিদ ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

একটু চেষ্টা করলাম, ভুলত্রুটি ক্ষমা করবেন।

১১ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:৪১



নিষ্ঠুর বন্ধুত্ব

........................
বড় উদার আমার বন্ধু।
আমি যত বার,
তৃপ্ত মুখে, উদার বুকে,
হাত পেতেছি বন্ধুর দিকে,
বন্ধু আমার পরম যন্তনে
সু কৌশলে, ছুরি মেরেছে আমার বুকে।

বন্ধুর আঘাতে দু'চোখ ভিজে
ক্ষত বিক্ষত অন্তর।
তবু হাসি মুখে হাত বাড়িয়ে
রেখেছি বন্ধুর আবদার।

বন্ধু ও কম যায় না।
সুক্ষ মনে, কুটকৌশলে
বারবার হাসি মুখে দিয়েছে প্রতিদান।
বর্ষা যখন হাটু ভিজে জলে,
বন্ধু বসে থাকে নি চুপ করে
ফারক্কা খুজে ডুবিয়েছে কমড়।
আর কি চাও বন্ধু থেকে?
তবে শত খুজেও
বন্ধু দেখে কেন যে গ্রীষ্মে পাই না???

বন্ধু জেনেছে তার পেয়াজে
চলে সংসার মুর,
মাঝে মাঝে বন্ধু আমার
মজা করেই রপ্তানি করে বন্ধ,
বন্ধুর আবার হাহাকার বড় পছন্দ,
নিজের নয়, পাশের জনের।

বন্ধু বর্ডারে মানুষ মারে,
ইলিশ করে চুরি,
তবু বন্ধুকে ভালোবাসি,
উদার মনা আমি।

ছোট বেলায় শুনতাম,
পক্ষ নিলে মুক্তি মিলে,
জায়গা মিলে বুকে,
তবু দেশের পক্ষে দাড়িয়ে
আবরারেরা মরে।

ও, আমার পক্ষ মনে বন্ধু বিপক্ষে,
না না, এত গোর অন্যায়,
আমার যতই কষ্ট হওক,
যত হওক ক্ষতি,
আমার বন্ধু যে থাকে খুশি
চির অনন্তকাল।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:০৩

রাজীব নুর বলেছেন: সুন্দর হয়েছে।

১২ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫৬

মোঃ নাহিদ ভূইয়া বলেছেন: ধন্যবাদ

২| ১১ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:০৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ছবিটা উপরে দাও।

১২ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫৭

মোঃ নাহিদ ভূইয়া বলেছেন: জি, ধন্যবাদ

৩| ১১ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:৫২

শাহিন-৯৯ বলেছেন:



চুরি নাকি ছুরি?
অন্তত নাকি অন্তর?
কবিতার মূল প্লট ঠিক আছে কিন্তু আমার মনে হয় অনেক ক্ষেত্রে ছন্দ ছেড়ে দিয়েছে।
লিখতে থাকুন, ইনশাআল্লাহ এক সময় ভাল লিখবেন।

১২ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:৫৩

মোঃ নাহিদ ভূইয়া বলেছেন: ধন্যবাদ ভাই।তারাতারি লিখতে গিয়া বানান ভুল হয়েছে,, ধন্যবাদ

৪| ১২ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩৬

রাজীব নুর বলেছেন: চেস্টা সফল হয়েছে।

১৭ ই অক্টোবর, ২০১৯ সকাল ৮:৩০

মোঃ নাহিদ ভূইয়া বলেছেন: সফল কিনা জানি না,, তবে আমার চেষ্টায় কমতি ছিল না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.