নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসি নিজেকে নিজের মত করে।হারিয়ে যেতে চাই, মানবতা নিয়ে মানবের মাঝে।।

মোঃ নাহিদ ভূইয়া

সুখের খোজে যাযাবর

মোঃ নাহিদ ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

শীত আমাদের আসলে একটু মানবতা শিখাতে আসে। আমাদের কি একটু শিখা দরকার নয়? আপনার অপ্রয়োজনীয় শীতের কাপড়গুলে গরীবকে দান করুন।

১৯ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬




শীতার্ত মানব
Nahid Bhuiyan
..........................
সকালের রোদ ভালোই লাগে,
তারপর নামে বিকাল।
তার সাথে নামে ঘন কুয়াশা কাফন,
পথ ঘাট করে আধার।

পাথের ধারে বস্ত্রহীন মানুষের কাছে,
এই রাত যেন চির অসহায় ।
নেই শীতের কাপড়, নেই কোন কাথা
তার কাছে এই রাত যেন,
দুঃস্বপ্নে গাথা।

পথের ধারের শীতার্ত মানুষ গুলো,
বসে এক সাথে।
অগ্নি তাপে নিজের দেহ,
বাঁচায় শীত হতে।
তার কাছে শীত
নয় কোন মধু মাখা কাল।
তার কাছে শীত,
যেন মৃত্যুর ফাঁদ।

শীতের কাপড় কি যে আপন
জানে শুধু তারা।
যার কাছে নাই আজ রাত টা,
বাচার মত সাড়া।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৪০

নার্গিস জামান বলেছেন: সুন্দর :)

২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:১১

মোঃ নাহিদ ভূইয়া বলেছেন: tnx

২| ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:০৭

রাজীব নুর বলেছেন: আমার নিজেরই শীতের জামা নেই।

২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:১১

মোঃ নাহিদ ভূইয়া বলেছেন: এর জন্যই ত বললাম যাদের নাই তাদের যেন যাদের আছে তারা দেয়।আপনার না থাকলে যে আপনাকেও দেয়।( মজা করলাম ভাই)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.