নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসি নিজেকে নিজের মত করে।হারিয়ে যেতে চাই, মানবতা নিয়ে মানবের মাঝে।।

মোঃ নাহিদ ভূইয়া

সুখের খোজে যাযাবর

মোঃ নাহিদ ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

আমার বর্তমান অবস্থা ও ভাবনা গুলো ফুটিয়ে তুলতে চেয়েছি!

২৯ শে আগস্ট, ২০২৩ রাত ৯:০৩




পালায়ন
--------------------------------

কি জানি, কি হয়েছে আমার!
একা একা শুধু ভাবছি বসে
হঠাৎ যদি আকাশে যাই উঠে।

হাতে কাজ নেই, ঘরে চাল নেই
মায়ের মুখে হাসি নেই,
নেই দু'চোখে কোন শব্দ মালা।

এত নেই নেই, এত হাহাকার,
আমি! আমি গায়ে মেখে হাওয়া,
নগ্ন দেহে, লুঙ্গি উচিয়ে,
বাবুর মত হাটি আর হাসি,
যেন আমার কোন দুঃখ নেই।

কি জানি! কি হয়েছে আমার,
একা একা ভাবছি শুধু বসে।

এত মায়ার জাল, এত পিছু টান,
একটা টানে ছিন্ন করে,
বো দৌড়ে লোকালয় ছেড়ে,
আমি হারাতে পারতাম।
চুপ করে নিঃশব্দে পাহাড়ের ফাকে
হিমবাহের মত লেপ্টে থাকতাম,
শক্ত পাহড় মন, বরফ শীতল দেহ,
জগতের কান্না, হাসি,মায়া
উর্ধ্বে উঠে সব কিছুর।
আমি হাসতাম আর হাসতাম
যেন পাগলের কৃতিকলাপ।

কি জানি, কি হয়েছে আমার
বসে বসে শুধু ভাবছি একা।।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০২৩ রাত ১২:০১

রাজীব নুর বলেছেন: ভালো কবিতা।

৩০ শে আগস্ট, ২০২৩ সকাল ১১:৪৫

মোঃ নাহিদ ভূইয়া বলেছেন: ধন্যবাদ

২| ৩০ শে আগস্ট, ২০২৩ সকাল ৮:০৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: ++

৩| ৩০ শে আগস্ট, ২০২৩ দুপুর ১২:১৪

শাম্মী আক্তার বলেছেন: দারুণদারুণ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.