নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

║♥♥ ছোট্ট নেবুলাসটি এখন অনেক বড় ♥♥║

নেবুলাস

আমি নেবুলাস। এটা আমার ছদ্মনাম। আমার আসল পরিচয় না হয় নাই দিলাম। সবচেয়ে বড় কথা আমি একজন মানুষ। আমি রক্ত, মাংসে গড়া একজন মানুষ। আমার সুখ-দুঃখ, হাসি-কান্না রয়েছে। আমি ও ব্যাথিত হই যখন আমায় ব্যাথা দাও। কখনো রেগে ফেটে পড়ি। কখনো হাসতে হাসতে পেটে খিল ধরে। কারো দুঃখ কষ্টের কথা শুনলে খারাপ লাগে। এই আমার অবস্থা। ছোটবেলায় মানুষের অনেক কিছু হওয়ার ইচ্ছা থাকে, আমারও ছিল, হয়েছি কোন একটা। কিন্তু এখনো পরিপূর্ণতা পাইনি।প্রিয় রং সবুজ।খেতে ভালোবাসি খিচুড়ি, মাংস ভূনা, বিরানী, মুরগীর রোস্ট, ইলিশ পোলাও, সরিষা ইলিশ, শুটকি ভর্তা+চিতঐ পিঠা, আলু ভর্তা, ঝাল মুড়ি, চটপটি, ফুসকা, হালিম, মুড়ি ঘন্ট মুগের ডাল দিয়ে, আরো অনেক অনেক....বুঝাই যায় আমি একজন ভোজন রসিক।

নেবুলাস › বিস্তারিত পোস্টঃ

~~সাধারন জনগনের যানবাহন সমস্যা বিষয়ক কিছু পরামর্শ~~

১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:১০





জনগনের যানবাহন সমস্যা বিষয়ক কিছু পরামর্শঃ

রাজধানীর পরিবহন সেবার মান দিন দিন নিচের দিকে নামছে। অব্যবস্থাপনায় পরিবহন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙ্গে পড়েছে। বাস কর্মচারীদের নিকট সাধারন ও নিরীহ যাত্রীরা জিম্মি হয়ে পড়েছে। তারা নিজেদের ইচ্ছামত ভাড়া নির্ধারন করছে। নির্ধারিত বাস স্টপেজ ছাড়াও যেখানে সেখানে বাস থামাচ্ছে এবং যাত্রী উঠা-নামা করাচ্ছে।যাত্রী নামাবার বেলায় চলন্ত অবস্থাতেই যাত্রী নামাচ্ছে আবার উঠাচ্ছে।প্রতি রুটে সরকারী বিআরটিসি বাসের সংখ্যা অতি নগন্য। যাও দুয়েকটা আছে কোনো মনিটরিং সিস্টেম নাই।টোটাল মনিটরিং সিস্টেমই কলাপ্স করেছে বলে মনে হয়।

এমতাবস্থায় রাষ্ট্রের কর্তৃপক্ষের নিকট রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে আমার পরামর্শ সমূহ তুলে ধরলাম, সেই সাথে এই ব্লগের ব্লগারদের সাথেও আমার চিন্তা ভাবনা শেয়ার করলাম। বলাতো যায়না এমনও তো হতে পারে যে, এই ব্লগেরই কোন এক ব্লগার হয়তো রাষ্ট্র কাঠামোতে রয়েছে বা তার পিতা রয়েছে বা তার কোন আত্মীয় রয়েছে বা তার নিজেরই ভবিষ্যতে যাওয়ার সম্ভবনা রয়েছে। যদি এমন হয় তাহলে আমি আমার এই পরামর্শসমূহ বিশেষ বিবেচনায় রাখার জন্য অনুরোধ করছি।



১। কিলোমিটার অনুযায়ী ভাড়া নির্ধারন করা পাশাপাশি তা প্রতি বছর সমন্বয় সাধন করা এবং তা জাতীয় ওয়েব সাইটে প্রকাশ করা ও মোবাইল অ্যাপ তৈরী করে বিনামুল্যে প্রদান করা।



২। সাধারন যাত্রী পরিষদ বা এধরনের কিছু সংগঠন করা যেতে পারে সাধারন যাত্রীদের নিয়ে। সরকার পরিবহনের লোকজন এবং এধরনের সংগঠনের লোকদের সাথে বসে প্রতি বছর ভাড়া সমন্বয় করতে পারেন।



৩। লোকালয় ভিত্তিক জনবসতির কথা খেয়াল রেখে সকল রুটে পর্যাপ্ত পরিমান সরকারী গাড়ি(বিআরটিসি বাস) প্রদান করা। যাতে করে বিভিন্ন কোম্পানীর বাসগুলো বিভিন্ন সময় ধর্মঘট করলেও জনগনের যাতায়াতে কোন সমস্যা না হয়।



৪। লোকাল গাড়িগুলো যেনো কোনভাবেই সিটিং না করতে পারে তার ব্যবস্থা করা। প্রয়োজনে লোকাল এবং সিটিং গাড়ির জন্য কালার কোডের ব্যবস্থা করা।



৫। একইভাবে সিটিং গাড়িগুলো কোনভাবেই যেন লোকাল না করতে পারে সে ব্যবস্থা গ্রহন করা এবং এর অন্যথা ঘটলে গাড়ির মালিকের পরিবহন ব্যবসার লাইসেন্স নির্দিষ্ট মেয়াদের জন্য বাতিল করা।একই সাথে ড্রাইভার এবং হেলপারের জামিন অযোগ্য কয়েক মাসের বিনাশ্রম কারাদন্ডের ব্যবস্থা করা।



৬। ড্রাইভার এবং হেলপারের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এস.এস.সি/এইচ.এস.সি পাশ নির্ধারন করা।



৭। এইচ.এস.সি পর্যন্ত সকল ছাত্র/ছাত্রীর বাসের ভাড়া সম্পূর্ণভাবে ছাড় করা। সেক্ষেত্রে লোকাল/সিটিং ছোট বাসে ৫ জন এবং বড় বাসে ১০ জন করে ছাত্র/ছাত্রী নেয়ার ব্যবস্থা করা।দরকার হলে ছাত্র/ছাত্রীরা দাড়িয়ে যাবে। এক্ষেত্রে ছাত্র/ছাত্রীর অবশ্যই বৈধ আইডি কার্ড প্রদর্শন করতে হবে।



৮। রাস্তায় নিয়মিত সার্জেন্ট এগুলো তদারকি করবে এবং বাধ্যতামূলকভাবে মাসে অন্তত ছয়বার সড়ক পরিবহন এবং যোগাযোগ মন্ত্রনালয়ের মন্ত্রি/প্রতিমন্ত্রি/সচিব পর্যায়ের কর্মকর্তারা রেন্ডমলি লোকাল বা সিটিং বাসে চড়ে অফিস করবে।



আপাতত এটুকুই যথেষ্ট মনে হচ্ছে। আপনাদের সুচিন্তিত মতামত একান্ত কাম্য।

(বানান ভুল জাতিয় ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশাকরি।)

মন্তব্য ২১ টি রেটিং +২/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:১২

ঢাকাবাসী বলেছেন: বাংলাদেশের মত অশিক্ষিত আর দুর্ণীতিবাজ দেশের জন্য অবাস্তব প্রস্তাব

১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:২০

নেবুলাস বলেছেন: ধন্যবাদ আপনার প্রথম মন্তব্যের জন্য। :)

২| ১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:২৭

সজীব বলেছেন: বাংলাদেশের মত অশিক্ষিত আর দুর্ণীতিবাজ দেশের জন্য অবাস্তব প্রস্তাব :-B :-B

১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৮

নেবুলাস বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ১৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:০৭

অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++ প্রস্তাবনাগুলো তো ভালো । কিন্তু আমাদের দেশে তা বাস্তবায়ন কতোটা সম্ভব , সেটাই শঙ্কার বিষয় ।

ভালো থাকবেন :)

১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৫

নেবুলাস বলেছেন: আসলেই শঙ্কার বিষয়। মাঝে মাঝে ভাবি পাহাড় থেকে চাদর মাথায় দিয়ে কেউ একজন নেমে আসবেন। যিনি এই ঘুমন্ত জাতিকে ঝাকি দিয়ে জাগিয়ে তুলবেন আর বললেন, বহুদূর..........বহুদূর যেতে হবে বন্ধু .........বহুদূর।

আপনিও ভালো থাকবেন।

৪| ১৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩১

আমিনুর রহমান বলেছেন:




প্রস্তাব ভালো ।

১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৫

নেবুলাস বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

৫| ১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৫

কলমের কালি শেষ বলেছেন: :|| :|| :|| :( :| :|এই সকল পরামর্শ বাস্তবায়নে ১০০ বছর লাগবে কারন আমরা আমরাইতো । তবে আশাবাদী । :)

১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৭

নেবুলাস বলেছেন: আমিও আশাবাদি। :)

৬| ১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৫৫

এনামুল রেজা বলেছেন: "কিলোমিটার অনুযায়ী ভাড়া নির্ধারন করা পাশাপাশি তা প্রতি বছর সমন্বয় সাধন করা এবং তা জাতীয় ওয়েব সাইটে প্রকাশ করা ও মোবাইল অ্যাপ তৈরী করে বিনামুল্যে প্রদান করা।"

সবার আগে এই একটা কাজ খুব গুরুত্বের সাথে করা দরকার ছিলো। ভাড়া সম্পর্কে যাত্রীরা পূর্ণ সচেতন হয়েই তা প্রদান করতে পারতো।

১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৮

নেবুলাস বলেছেন: আমিও তাই মনে করি। তাহলেই আর ওরা ভাড়া নিয়া বাটপারি করতে পারতো না।

৭| ১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩৩

নীল আকাশ ২০১৪ বলেছেন: এগুলো কোন সমস্যাই নয়, যদি সহ্য করতে পারেন। এর চেয়েও কত বড় বড় সমস্যা হজম করে চলেছি, আর এইটা তো কিছুই না!

১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:০০

নেবুলাস বলেছেন: কিছু না করতে পারলেও অন্তত সমস্যাগুলো নিয়ে লিখবেন। অন্তত লিখে প্রতিবাদ করবেন।

শুভ কামনা রইল।

৮| ১৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪২

রায়ান ঋদ্ধ বলেছেন: প্রস্তাব গুলো ভালো। তবে বাস্তব প্রেকক্ষাপটে কিছুটা অসংঙ্গতিপূর্ণ। তবে প্রথম প্রস্তাবটা যুগউপযোগী ও প্রয়োজনীয়।

১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:০২

নেবুলাস বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
অসঙ্গতিগুলো ধরিয়ে দিলে উপকৃত হতাম।

৯| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:০৭

ফারহান ফারদিন বলেছেন: কি বলেন যা তা !! ড্রাইভার হেল্পার গরু ছাগল চিনতে পারলেই হল , তাদের আবার শিক্ষাগত যোগ্যতা কেন ? :-P

১০| ২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২০

খেলাঘর বলেছেন:

আপনার পরামর্শগুলো মনে রাখলাম; এখন পরামর্শ দেন কি করে যোগাযোগ মন্ত্রী হবো আপনার পরামর্শ কার্যকরী করার জন্য।


-আমার পরামর্শ একটা: বাসের মালিক হবে যাত্রীরা, তখন সব সমস্যার সমাধান হয়ে যাবে।

১১| ৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২১

খেলাঘর বলেছেন:


আপনি কি নিজের পোস্ট দেখেন না আর?

২৮ শে মার্চ, ২০১৭ রাত ১১:০১

নেবুলাস বলেছেন: আসলেই অনেক দিন দেখিনি। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

১২| ২৮ শে মার্চ, ২০১৭ রাত ১১:০৪

রিফাত হোসেন বলেছেন: ঢাকাবাসী বলেছেন: বাংলাদেশের মত অশিক্ষিত আর দুর্ণীতিবাজ দেশের জন্য অবাস্তব প্রস্তাব ++++ পোষ্টে না , মন্তব্যে প্লাস। তবে খুশিতে না বরং হতাশায়।

ঢাকা সাহেবের কথা তেতোঁ হলেও সত্যি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.