|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 





















 শুভ বিদায় ফেসবুক
শুভ বিদায় ফেসবুক






আজ থেকে প্রায় বৎসর দেড়েক আগে নিতান্ত আনাড়ির মত ফেসবুকে একটা আকাউন্ট খুলেছিলাম, তারিখটা আমার মনে নাই। সদ্য পাস করে নতুন চাকরিতে যোগদান করেছি, সময়টা হতে পারে ২০০৮ সালের মাঝা মাঝি, নতুন অফিস, নতুন চাকুরি তাও আমার আজন্ম প্রত্যশার চাকরি। সারাদিন দ্রুতগতির ইন্টারনেট ব্যাবহার করি।মাঝে মাঝে ফেসবুক নামক জিনিসটাকে পরখ করে দেখার জন্য ঢুমারতাম। কিন্তু ফেসবুক দিয়ে যে কি করতে হবে বুঝতাম না। 
তার পরে আস্তে আস্তে বন্ধুদের অনুরোধ আস্তে থাকে। আমিও দেখলাম সময়টা খুব ভাল কেটে যাচ্ছে। আমি এক একটা আমার মনের অনুভূতি জানাচ্ছি, আর আমার সেই সব প্রিয় বন্ধুরা আমার ওই অনুভূতিগুলোর উপর মন্তব্য করছে। আমিও সেটার জবাব দিচ্ছি। একটা সময় আমি অনেক বন্ধুকে বন্ধু হওয়ার অনুরোধ পাঠাই, তাদের মধ্যে মেয়েদের প্রধান্য বেশিই ছিল। সাময়িক সময়ের জন্য।



বেশ ভালই সময় যাচ্ছিল, কিন্তু আমি বুঝতে পারতাম না যে আমি আমার মুল্যবান সময়টা কিভাবে নষ্ট করছি। অনেক বন্ধু নতুন করে যোগ করতাম, আবার অনেকের সাথে কথা না হওয়াতে তাদের কে আমার বন্ধুর তালিকা থেকে বাদ দিয়ে দিতাম। কখন কখন মনে হত ফেসবুক একটা ফালতু জিনিস, আবার কখনো কখনো ভাবতাম ভালই তো। ফেসবুকের সুবাদে আমার অনেক পুরাতন বন্ধুদের সাথে আবার নতুন করে যোগাযোগ শুরু হতে থাকে। ভালি চলছিল। এখানে একটা বিষয় পরিষ্কার থাকা দরকার যে আমার ফেসবুকে অধিকাংশ সময় আমি ব্যায় করতাম আমার ছাত্রদের সাথে, তারা আমাকে অনেক পছন্দ করে ফেলে আমিও তাদেরকে অনেক বেশি পছন্দ করতে থাকি। সবাই মিলে যেন আমার একটা পরিবার তৈরি হয়ে যায়। 



আমার মনে হয় না, আমি খুব বেশি সময় অন্য কোন কাজে ব্যায় করতাম না। হ্যা সব সময় ফেসবুকে থাকতাম ঠিকই কিন্তু আমার ছাত্রদের সাথেই থাকা হত। এর বাইরে যে দুই একজন বন্ধু হয়নি না ঠিক না। হয়েছে অনেকেই আমার বাদ পরেছে কয়েকদিন অকেজো অবস্থায় পরে থাকার পরে। কারন আমি মনে করতাম যাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই তারা আমার বন্ধুর তালিকাই কেন থাকবে। পরে একটা সময় আমি তাদেরকে আমার বন্ধুর তালিকা থেকে বাদ দিয়ে দেই। কিন্তু আমার ফেসবুকে অধিকংশ আমার সহকর্মি, ছাত্র, আর আমার ইউনিভার্সিটির বড় ভাইয়েরা ছিল। তাদের সাথে কখনো কখনো অনেক ভাল সময় অতিবাহিত করতাম। 



কিন্তু এদানিংকালে ফেসবুক আমার কাছে কেন যানি ভাল লাগে না। সারাদিনে একবারও লগ ইন করা হয় না। আগে যেখানে সব সময় লগ ইন করে থাকতাম। এখন আর সেই মজা পাই না। হয়ত সময়ের স্রোতে আমার মাঝ থেকে ভাল লাগার কারন গুলো হারিয়ে গেছে। এখন হয়ত আমার ভাল লাগার উৎস অন্য কিছু।

 
 
সে যাই হোক না কেন, আজ আমি ঠিক করেছি ফেসবুক কে গুডবাই জানানোর জন্য। গুডবাই দিয়েও দিয়েছি অনেক আগে(বিকাল ২টায়)। এর মাঝে আমি করেকবার গুডবাই যানানোর বৃথা চেষ্টা করেছি সফল হতে পারিনি। কিন্তু আজ আমি সফল। 
আমি যখন আমার শেষ অনুভূতিটা আমার ফেসবুক বন্ধুদের সাথে ভাগাভাগি করে নেই, তখন তাদের যে কাকুত, বিশেষ করে আমার ছাত্রদের, এক ছাত্র ত বলেই বসেছে যে স্যার, এখানে আমরা একটা পরিবারের মত অনেক কিছু ভাগ নিতে পারি দিতে পারি অনেক কিছুর ভাগও। আমি কিছু বলতে পারিনি, শুধু নিরবে চোখের জল ফেলেছি, আর মনে মনে বলেছি, তোমরা আমার সাথে আছ, থাকেবে যতদিন আমি বেঁচে থাকব। আমার ছাত্রদের কে আমি অনেক মিস করব জানি। হয়ত তাদের সাথে আমার এখন আর আগের মত যোগাযোগ হবে না। 
কিন্তু আমি তোমাদের কে অনেক ভালবাসি আজীবন বাসব। সব কিছুকে ভুলে আমি ফেসবুককে বিদায় দিলাম। হয়ত আবার নতুন করে ফিরে আসতেও পারি। আবার নাও আসতে পারি। সেটা পরের কথা। আপাতত গুডবাই ফেসবুক। আশা করি আর ফিরে আসতে হবে না এই প্রত্যশায়।






 ৫৫ টি
    	৫৫ টি    	 +৭/-১
    	+৭/-১  ১২ ই জানুয়ারি, ২০১০  রাত ১২:৫০
১২ ই জানুয়ারি, ২০১০  রাত ১২:৫০
নীল_পদ বলেছেন: হহহ, দোয়া করবেন ভাই।
২|  ১২ ই জানুয়ারি, ২০১০  রাত ১২:৩৫
১২ ই জানুয়ারি, ২০১০  রাত ১২:৩৫
নগরের নাগরিক বলেছেন: কিন্তু মামা আপনারে তো মনে হয় এবার ব্লগের জ্বরে ধরছে।
  ১২ ই জানুয়ারি, ২০১০  রাত ১২:৫১
১২ ই জানুয়ারি, ২০১০  রাত ১২:৫১
নীল_পদ বলেছেন: ঠিক তাই, কিন্তু কত দিন যে থাকবে সেটাই দেখার বিষয়। ধন্যবাদ
৩|  ১২ ই জানুয়ারি, ২০১০  রাত ১২:৩৬
১২ ই জানুয়ারি, ২০১০  রাত ১২:৩৬
রাজিব খান০০৭ বলেছেন: বালকের শুভবুদ্ধি উদয় হইল  
   
 
  ১২ ই জানুয়ারি, ২০১০  রাত ১২:৫৩
১২ ই জানুয়ারি, ২০১০  রাত ১২:৫৩
নীল_পদ বলেছেন: হমম!! তাই যেন হয়। ধন্যবাদ।
৪|  ১২ ই জানুয়ারি, ২০১০  রাত ১২:৪১
১২ ই জানুয়ারি, ২০১০  রাত ১২:৪১
রেফিন বলেছেন: আমার অবস্হা ঠিক আপনার মত। আমার ফেসবুক ইউজার হয়ে উঠার কাহিনী পড়তে পারেন। এখানে  ।
ভালো থাকবেন।
  ১২ ই জানুয়ারি, ২০১০  রাত ১২:৫৪
১২ ই জানুয়ারি, ২০১০  রাত ১২:৫৪
নীল_পদ বলেছেন: পড়ব, ধন্যবাদ লিংক দেওয়ার জন্য।
৫|  ১২ ই জানুয়ারি, ২০১০  রাত ১২:৪১
১২ ই জানুয়ারি, ২০১০  রাত ১২:৪১
অচন্দ্রচেতন বলেছেন: আমার মনে হয় ঘটা করে গুডবাই জানানো বৃথা। আমি ১০০% নিশ্চিত আপনি আবার ফেসবুক ব্যবহার করবেন।
  ১২ ই জানুয়ারি, ২০১০  রাত ১২:৫৫
১২ ই জানুয়ারি, ২০১০  রাত ১২:৫৫
নীল_পদ বলেছেন: ভাই আগে এই কাজ অনেকবার করেছি। এবার ফাইনাল করে ফেললাম। ধন্যবাদ।
৬|  ১২ ই জানুয়ারি, ২০১০  রাত ১২:৪২
১২ ই জানুয়ারি, ২০১০  রাত ১২:৪২
আবদুল হক বলেছেন: আমারও ভাল্লাগে না। হাবিজাবি একটা জায়গা। কিন্তু আপনার ভালো না লাগার কারণ?
  ১২ ই জানুয়ারি, ২০১০  রাত ১২:৫৭
১২ ই জানুয়ারি, ২০১০  রাত ১২:৫৭
নীল_পদ বলেছেন: কোনো কারন নাই, অনেকদিন থেকে বিদায় জানাতে চাইছিলাম। আজকে সফল।ধন্যবাদ।
৭|  ১২ ই জানুয়ারি, ২০১০  রাত ১২:৪৬
১২ ই জানুয়ারি, ২০১০  রাত ১২:৪৬
নতুন মুখ বলেছেন: বালা করছেন মামা। 
কিন্তু মামা আপনারে তো মনে হয় এবার ব্লগের জ্বরে ধরছে।
আমার মনে হয় ঘটা করে গুডবাই জানানো বৃথা। আমি ১০০% নিশ্চিত আপনি আবার ফেসবুক ব্যবহার করবেন। ভাল থাকবেন।
  ১২ ই জানুয়ারি, ২০১০  রাত ১:০৭
১২ ই জানুয়ারি, ২০১০  রাত ১:০৭
নীল_পদ বলেছেন: হা হা হা হা... আর যেন ফিরে না আস্তে হয়। ধন্যবাদ
৮|  ১২ ই জানুয়ারি, ২০১০  রাত ১২:৪৬
১২ ই জানুয়ারি, ২০১০  রাত ১২:৪৬
মোহাম্মদ জিয়াউর রহমান বলেছেন: আপনার সাথে আমিও একমত। বর্তমানে ফেসবুক কমবয়সীদের একটি ক্রেজ এ পরিণত হয়েছে। আর সময় নষ্ট আমরা অনেক কিছুতেই করি। যাহোক আমার মনে হয় আপনি ফেসবুক-কে অনেক মিস করছেন, তাহলে গুডবাই জানাচ্ছেন কেন?   
 
  ১২ ই জানুয়ারি, ২০১০  রাত ১২:৫৮
১২ ই জানুয়ারি, ২০১০  রাত ১২:৫৮
নীল_পদ বলেছেন: ফেসবুককে মিস করছি না। মিস করছি আমার ছাত্রদের।ধন্যবাদ।
৯|  ১২ ই জানুয়ারি, ২০১০  রাত ১২:৫৩
১২ ই জানুয়ারি, ২০১০  রাত ১২:৫৩
সমর্পণ বলেছেন: আমার মনে হয় আপনি আপনার সিদ্ধান্তটা আরেকবার ভেবে দেখতে পারেন।নিয়মিত ব্যাবহার না করে মাঝে মাঝে ইউজ করতে পারেন।
আপনি চাইলে ফেসবুক থেকেও অনেক কিছু শিখতে পারেন।আর ফেসবুকের মাধ্যমে পুরাতন বন্ধুদের খুজে পাওয়া খারাপ লাগে না।
তবে আপনার  সাথে আমি একমত সারাদিন ফেসবুক নিয়ে বসে থাকা সময়ের আপচয় ছারা আর কিছুই না।
  ১২ ই জানুয়ারি, ২০১০  রাত ১২:৫৯
১২ ই জানুয়ারি, ২০১০  রাত ১২:৫৯
নীল_পদ বলেছেন: অনেক ভেবে দেখেছি। এটাই ভাল। ফেসবুক থেকে শিখার কিছু নাই, এটা আপনার ভুল ধারনা। ধন্যবাদ।
১০|  ১২ ই জানুয়ারি, ২০১০  রাত ১২:৫৪
১২ ই জানুয়ারি, ২০১০  রাত ১২:৫৪
এরশাদ বাদশা বলেছেন: চন্দ্রচেতন বলেছেন: আমার মনে হয় ঘটা করে গুডবাই জানানো বৃথা। আমি ১০০% নিশ্চিত আপনি আবার ফেসবুক ব্যবহার করবেন।
  ১২ ই জানুয়ারি, ২০১০  রাত ১:০১
১২ ই জানুয়ারি, ২০১০  রাত ১:০১
নীল_পদ বলেছেন: আপনার ধারনা যেন ভুল হয়। দোয়া করবেনযেন আর ফিরে না আস্তে হয়। ধন্যবাদ।
১১|  ১২ ই জানুয়ারি, ২০১০  রাত ১২:৫৬
১২ ই জানুয়ারি, ২০১০  রাত ১২:৫৬
ফাহরুখ খান বলেছেন: ফেসবুক আমার কাছে এখন ফালতু মনে হয়
  ১২ ই জানুয়ারি, ২০১০  রাত ১:০২
১২ ই জানুয়ারি, ২০১০  রাত ১:০২
নীল_পদ বলেছেন: তাড়াতাড়ি ছারেন ভাই। ধন্যবাদ।
১২|  ১২ ই জানুয়ারি, ২০১০  রাত ১২:৫৮
১২ ই জানুয়ারি, ২০১০  রাত ১২:৫৮
গরম কফি বলেছেন: প্রশ্ন : ফেসবুখ খায়-না-মাথায় দ্যয় ?
উত্তর : সময় নষ্ট করার দারুন সুযোগ!
  ১২ ই জানুয়ারি, ২০১০  রাত ১:০৪
১২ ই জানুয়ারি, ২০১০  রাত ১:০৪
নীল_পদ বলেছেন: ঠিকই কইছেন, ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্ন এবং উত্তর এর জন্য।
১৩|  ১২ ই জানুয়ারি, ২০১০  রাত ১:০৮
১২ ই জানুয়ারি, ২০১০  রাত ১:০৮
একাকী বালক বলেছেন: খুব ভাল করছেন। আমি কয়েকদিন ইউজ করেই ছেড়ে দিছিলাম। এক. মাইয়াগো পিকে পোলাপানের লোল ফেলানি দেইখা। দুই. নিজের প্রাইভেসীতে ব্যাঘাত ঘটতেছিল মনে হইছিল। 
আজকাল পোলাপান যেখানেই যায়, আগে ফটুক তুলে, হুডাই ফেসবুকে দিব। এমন ভাব দেখলেই মেজাজ বিগড়ায় যায়। তবে আস্তে আস্তে আমার মনে হয় ফেসবুকের রিয়েল ইউজার কমে আসতেছে। 
  ১২ ই জানুয়ারি, ২০১০  রাত ১:০৯
১২ ই জানুয়ারি, ২০১০  রাত ১:০৯
নীল_পদ বলেছেন: হক কথা কইছেন ভাইজান। ধন্যবাদ।
১৪|  ১২ ই জানুয়ারি, ২০১০  রাত ১:১৬
১২ ই জানুয়ারি, ২০১০  রাত ১:১৬
সমর্পণ বলেছেন: ফেসবুক থেকে শিখার কিছু নাই, এটা আপনার ভুল ধারনা
    যদিও খুব বেশি শিখার কিছু নেই।তবুও ফেসবুকের গ্রুপগুলো থেকে আমি অনেক কিছু শিখেছি।এছাড়া ফেসবুকের মত বিখ্যাত সাইট কিভাবে কাজ করে সেটা শিখাও তো একটা এক্সপেরিয়েন্স নাকি?
   আমি কখনই ফেসবুক নিয়ে পাগল ছিলাম না।দিনে হয়তো একবার আসি আর কেউ কোন কমেন্ট করলে দেখি ।ফালতু এ্যপ্লিকেশন দেখার টাইম নাই।
  ১২ ই জানুয়ারি, ২০১০  রাত ১:৩৫
১২ ই জানুয়ারি, ২০১০  রাত ১:৩৫
নীল_পদ বলেছেন: কেন আমাকে ফেসবুক থেকে সিখতে হবে? আমি সেটা মনে করি না যে ফেসবুক কিভাবে কাজ করে সেটা দেখার জন্য ফেসবুক ব্যাবহার করতে হবে। আরে ভাই নিজেই ত একটা ফেসবুক বানাতে পারি চাইলেই।
১৫|  ১২ ই জানুয়ারি, ২০১০  রাত ১:২৩
১২ ই জানুয়ারি, ২০১০  রাত ১:২৩
তায়েফ আহমাদ বলেছেন: সাহসী পদক্ষেপ.........নিঃসন্দেহে।
  ১২ ই জানুয়ারি, ২০১০  রাত ১:৩৭
১২ ই জানুয়ারি, ২০১০  রাত ১:৩৭
নীল_পদ বলেছেন: হমম!! দোয়া রাইখেন ভাই। ধন্যবাদ আপনাকে।
১৬|  ১২ ই জানুয়ারি, ২০১০  রাত ৩:০৮
১২ ই জানুয়ারি, ২০১০  রাত ৩:০৮
রেজওয়ান করিম বলেছেন: সবাইতো ভালোবাসা চায়
কেউ পায়
কেউ বা হারায়
তাতে প্রেমিকর কি
আসে যায়?
  ১২ ই জানুয়ারি, ২০১০  রাত ১১:২৮
১২ ই জানুয়ারি, ২০১০  রাত ১১:২৮
নীল_পদ বলেছেন: ভাই কি বুঝাইলেন কিছুই ত বুঝলাম না? ধন্যবাদ ভাল থাকবেন।
১৭|  ১২ ই জানুয়ারি, ২০১০  রাত ৩:০৮
১২ ই জানুয়ারি, ২০১০  রাত ৩:০৮
রেজওয়ান করিম বলেছেন: সবাইতো ভালোবাসা চায়
কেউ পায়
কেউ বা হারায়
তাতে প্রেমিকর কি
আসে যায়?
১৮|  ১২ ই জানুয়ারি, ২০১০  রাত ৩:১১
১২ ই জানুয়ারি, ২০১০  রাত ৩:১১
রেজওয়ান করিম বলেছেন: সবাইতো ভালোবাসা চায়
কেউ পায়
কেউ বা হারায়
তাতে প্রেমিকর কি
আসে যায়?
১৯|  ১২ ই জানুয়ারি, ২০১০  রাত ৩:১১
১২ ই জানুয়ারি, ২০১০  রাত ৩:১১
রেজওয়ান করিম বলেছেন: সবাইতো ভালোবাসা চায়
কেউ পায়
কেউ বা হারায়
তাতে প্রেমিকর কি
আসে যায়?
২০|  ১২ ই জানুয়ারি, ২০১০  রাত ৩:১১
১২ ই জানুয়ারি, ২০১০  রাত ৩:১১
রেজওয়ান করিম বলেছেন: সবাইতো ভালোবাসা চায়
কেউ পায়
কেউ বা হারায়
তাতে প্রেমিকর কি
আসে যায়?
২১|  ১২ ই জানুয়ারি, ২০১০  সকাল ১১:২৫
১২ ই জানুয়ারি, ২০১০  সকাল ১১:২৫
যীশূ বলেছেন: অভিনন্দন। এখন কি সামুতে লগইন কইরা থাকেন?
  ১২ ই জানুয়ারি, ২০১০  রাত ১১:৩১
১২ ই জানুয়ারি, ২০১০  রাত ১১:৩১
নীল_পদ বলেছেন: না ভাই, বেশিক্ষন থাকি না। তবে এখানে অনেক কিছু জানা যায়। বিশেষ করে আমার মত যারা পত্রিকা পড়ার সময় পান না তাদের জন্য।
২২|  ১২ ই জানুয়ারি, ২০১০  রাত ১১:৩২
১২ ই জানুয়ারি, ২০১০  রাত ১১:৩২
নীল_পদ বলেছেন: ভাই মাইনাস দিলেন কে মুই একবার দেহনের সখ।
২৩|  ১৪ ই জানুয়ারি, ২০১০  রাত ২:৫৭
১৪ ই জানুয়ারি, ২০১০  রাত ২:৫৭
একলোটন বলেছেন: পড়লাম।।।
  ১৪ ই জানুয়ারি, ২০১০  সকাল ১১:৫৮
১৪ ই জানুয়ারি, ২০১০  সকাল ১১:৫৮
নীল_পদ বলেছেন: কোন অনুভূতি?
২৪|  ১৪ ই জানুয়ারি, ২০১০  দুপুর ১২:০৯
১৪ ই জানুয়ারি, ২০১০  দুপুর ১২:০৯
জেরী বলেছেন: আমি ভালো আছি এফবিতে সারাদিন পড়ে থাকি না......রিপ্লাই দিয়ে লগআউট হই
  ১৪ ই জানুয়ারি, ২০১০  দুপুর ১:৩৫
১৪ ই জানুয়ারি, ২০১০  দুপুর ১:৩৫
নীল_পদ বলেছেন: ভাল কথা, বেশি সময় থাকা ঠিক না। আপনেই ভাল আছেন, আমি একেবারে ছেড়ে দিয়েছি। দোয়া করবেন ধন্যবাদ।
২৫|  ১৪ ই জানুয়ারি, ২০১০  দুপুর ১:৩৭
১৪ ই জানুয়ারি, ২০১০  দুপুর ১:৩৭
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: এত বলে-কয়ে বাদ দিতে হয় নাকি? ১০ মিনিট সময় নষ্ট করে সবাইকে ডিলিট করে দিলাম। কেউ টেরই পেল না। 
  ১৪ ই জানুয়ারি, ২০১০  দুপুর ২:৪৩
১৪ ই জানুয়ারি, ২০১০  দুপুর ২:৪৩
নীল_পদ বলেছেন: ভাই জান, আপনার অনেক লেখা পড়লাম। ভাল লেগেছে। আপনার মন্তব্য পেয়ে পুলকিত পুলকিত অনূভব করছি 







 । আর বলে কয়ে কারম ফেসবুক নিয়ে আমার অনেক কাহিনী আছে, কিছুতেই ছাড়তে পারছিলাম না।
। আর বলে কয়ে কারম ফেসবুক নিয়ে আমার অনেক কাহিনী আছে, কিছুতেই ছাড়তে পারছিলাম না।






 কিন্তু এখন পেরেছি। আপনাকে অশেষ ধন্যবাদ
 কিন্তু এখন পেরেছি। আপনাকে অশেষ ধন্যবাদ  ।
।
২৬|  ১৪ ই জানুয়ারি, ২০১০  দুপুর ১:৪৮
১৪ ই জানুয়ারি, ২০১০  দুপুর ১:৪৮
রেজোওয়ানা বলেছেন: আমার ফেসবুকে কোন একাউন্ট নেই, করিইনি কখনো।
অনেকে শুনলে এমন আবক হয়, যেন আমি কি একটা মিস করে ফেলছি!!!
  ১৪ ই জানুয়ারি, ২০১০  বিকাল ৩:৩৭
১৪ ই জানুয়ারি, ২০১০  বিকাল ৩:৩৭
নীল_পদ বলেছেন: হমমম!!! ভাল কথা। ভাল কাজ করেছেন। কিন্তু কিছু একটা মিস-ত করেছেনই। ধন্যবাদ।
২৭|  ১৪ ই জানুয়ারি, ২০১০  দুপুর ২:৫৭
১৪ ই জানুয়ারি, ২০১০  দুপুর ২:৫৭
জাফরিন বলেছেন: আমরা অ্যান্টি ফেসবুক ক্যাম্পেইন করছি। আপনিও আমাদের দলে?
  ১৪ ই জানুয়ারি, ২০১০  বিকাল ৩:৩৮
১৪ ই জানুয়ারি, ২০১০  বিকাল ৩:৩৮
নীল_পদ বলেছেন: হমম!!! আমিও এখন আপনাদের লগেই আছি। ধন্যবাদ।
২৮|  ১৪ ই জানুয়ারি, ২০১০  রাত ৮:৩৩
১৪ ই জানুয়ারি, ২০১০  রাত ৮:৩৩
চন্দ্র কথা বলেছেন: টাইম কিল করার জন্য ফেসবুকের জুড়ি মেলা ভার। কিন্ত সুবিধাটা হলো, অনেক হারানো বন্ধুকে কাছে এনে দেয় এই ফেসবুক।
  ১৪ ই জানুয়ারি, ২০১০  রাত ১০:৩৩
১৪ ই জানুয়ারি, ২০১০  রাত ১০:৩৩
নীল_পদ বলেছেন: সত্য কথা, কিন্তু নাহ!!! থাক, ভাল থাকবেন।
২৯|  ১৮ ই জানুয়ারি, ২০১০  রাত ১১:৫১
১৮ ই জানুয়ারি, ২০১০  রাত ১১:৫১
একলোটন বলেছেন: কোন অনুভূতি?...
উত্তর: কোন অনূভূতি নেই। হলে জানাবো।।।
  ১৯ শে জানুয়ারি, ২০১০  রাত ২:২৪
১৯ শে জানুয়ারি, ২০১০  রাত ২:২৪
নীল_পদ বলেছেন: অপেক্ষায় রইলাম
৩০|  ৩০ শে জুন, ২০১০  রাত ১২:৪৩
৩০ শে জুন, ২০১০  রাত ১২:৪৩
দুর্বলতার অমিত বলেছেন: পোষ্টটা পড়ে মনে হইলো সব দোষ ফেসবুকের....আমি কিঞ্চিত বিরোধিতা পোষন করলাম..কারন সবকিছু নিজের উপর..আপনি যদি ফেসবুক ব্যবহার করে সময় নষ্ট করেন তাহলে ফেসবক বাদ দিয়া অন্য কিছু ধরবেন সময় নষ্ট করার জন্য
ফেসবুককে আমার অনেক ভালো লাগে কারন পুরাতন স্কুল, কলেজের বন্ধুদের খুঁজে পাওয়া যায়। কাছের সব বন্ধুদের প্রতিদিনের আপডেট নিউজ খুব তারাতারি পাওয়া যায়। এত ব্যস্ততার জীবনে সব বন্ধুদের খবর নেয়া অনেক কঠিন আর যেইসব বন্ধুরা দেশের বাইরে আছে তাদের খবর জানাতো আরো কঠিন হইতো যদি ফেসবুক না থাকতো। শুধু বন্ধু সংখ্যা বাড়ানোর জন্য ফেসবুক ব্যবহার করলে ফেসবুক ভালো লাগার কথা না। তাই বলবো ফেসবুক কে নিজের প্রয়োজনে ব্যবহার করুন নিজেকে ফেসবুকের প্রয়োজনে নহে...ভালো থাকুন
  ৩০ শে জুন, ২০১০  রাত ৩:১৫
৩০ শে জুন, ২০১০  রাত ৩:১৫
নীল_পদ বলেছেন: অমিত দাঃ অনেক সুন্দর একটা মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
কেমন আছেন? অনেক দিন কোন খোজ খবর নাই? খুব মিস করি সেই পুরানো দিনগুলিকে।
©somewhere in net ltd.
১| ১২ ই জানুয়ারি, ২০১০  রাত ১২:৩০
১২ ই জানুয়ারি, ২০১০  রাত ১২:৩০
সহজপাঁচালি বলেছেন: বালা করছেন ভাই