![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলো ভিজি আজ বৃষ্টিতে (আমার আছে জল) - হাবিব
বাদলা দিনে মনে পড়ে ছেলেবেলার গান
বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান
যদি ডেকে বলি, এসো হাত ধরো.. চলো ভিজি আজ বৃষ্টিতে
এসো গান করি মেঘো মল্লারে.. করুনাধারা দৃষ্টিতে
আসবে না তুমি... জানি আমি জানি ।।
অকারনে তবু কেন কাছে ডাকি.. কেন মরে যাই তৃষ্না তে
এইই এসো.. চলো জলে ভিজি শ্রাবণ রাতের বৃষ্টিতে ।।
কত না প্রণয়.. ভালোবাসা বাসি
অশ্রু সজল কত হাসাহাসি
চোখে চোখ রাখা জলছবি আঁকা
বকুল কোন ধাগাতে
কাছে থেকেও তুমি কত দূরে
আমি মরে যাই তৃষ্নাতে
চলো ভিজি আজ বৃষ্টিতে ।।
যদি ডেকে বলি, এসো হাত ধরো.. চলো ভিজি আজ বৃষ্টিতে
এসো গান করি মেঘো মল্লারে.. করুনাধারা দৃষ্টিতে
আসবে না তুমি... জানি আমি জানি ।।
অকারনে তবু কেন কাছে ডাকি.. কেন মরে যাই তৃষ্না তে
এইই এসো.. চলো জলে ভিজি শ্রাবণ রাতের বৃষ্টিতে ।।
বাদলা দিনে মনে পড়ে ছেলেবেলার গান
বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান ।।
বিঃদ্রঃ সামুর উপর আমার মেজাজ চরম খারাপ। কেন সেটা বলব না। আমি কয়েকবার একটা লেখা সম্পূর্ন করে লিংক দিতে গিয়ে প্রবলেম হয়েছে তাই শেষে বাধ্য হয়ে শুধু গানের কথাগুলো দিলাম।
আমার অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা মার্জনীয়।
০৭ ই জুন, ২০১০ ভোর ৪:৫৬
নীল_পদ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। আমি এখন যে লিংকটা দিয়েছি ওটা দিতে চেয়েছিলাম। এখন পেরেছি। আসকে একটা লেখা লিখেছিলাম ব্লগে দিব বলে, আজকে এখানে বৃষ্টি হচ্ছে সেটা নিয়ে কিছু স্মৃতিচারন মূলক কথা লিখেছিলাম কিন্তু সামুর জন্য হল না। আমার লেখাগুলি কোথায় যেন হারিয়ে গেল।
ভাল লাগল আপনাকে দেখে।
ভাল থাকবেন।
২| ০৭ ই জুন, ২০১০ ভোর ৪:৪৮
বাবুল হোসেইন বলেছেন: ভালো লাগলো
০৭ ই জুন, ২০১০ ভোর ৪:৫৭
নীল_পদ বলেছেন: আমার ও অনেক ভাল লেগেছে আপনার ভাল লেগেছে শুনে। আমার মনটা খারাপ ছিল দেশের কথা বার বার মনে পড়ছিল।
ভাল থাকবেন।
৩| ০৭ ই জুন, ২০১০ ভোর ৪:৪৮
বাবুল হোসেইন বলেছেন: ১ম প্লাস।
০৭ ই জুন, ২০১০ ভোর ৪:৫৮
নীল_পদ বলেছেন: ১ম প্লাসের জন্যও অনেক ধন্যবাদ।
৪| ০৭ ই জুন, ২০১০ ভোর ৫:০৩
ছন্দ্বহীন বলেছেন: সুন্দর ছবির সাথে সুন্দর একখানা গান। ২য়++
০৭ ই জুন, ২০১০ ভোর ৫:০৪
নীল_পদ বলেছেন: সুন্দর একখানা মন্তব্যের সাথে সুন্দর একখানা প্লাস।
আপনাকে অনেক ধন্যবাদ।
মন অনেকটাই ভাল হয়ে গেছে।
৫| ০৭ ই জুন, ২০১০ ভোর ৫:৩৭
শোশমিতা বলেছেন: চমৎকার গান
শেয়ারের জন্য ধন্যবাদ +্
০৭ ই জুন, ২০১০ সকাল ৯:১০
নীল_পদ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন।
৬| ০৭ ই জুন, ২০১০ ভোর ৫:৪৮
দূর আকাশের নীল তারা বলেছেন: ন্যান্সীর গানগুলা আসলেই শোনার মত গান।
০৭ ই জুন, ২০১০ সকাল ৯:১০
নীল_পদ বলেছেন: হুমম! ভাল থাকবেন।
০৭ ই জুন, ২০১০ সকাল ৯:১১
নীল_পদ বলেছেন: আমারও ভাল লাগল। ভাল থাকবেন।
৮| ০৭ ই জুন, ২০১০ সকাল ৭:৪৫
শবনম-০৫ বলেছেন: বাদলা দিনে আমারও ভাল লাগে। আপনাকে এবং হাবিবকে + + +
০৭ ই জুন, ২০১০ সকাল ৯:১১
নীল_পদ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন।
৯| ০৭ ই জুন, ২০১০ বিকাল ৫:১৪
ফেরদৌসী বলেছেন: ঠিক বলেছেন,আপনার লিংকের গান এবং দৃশ্যায়ন বেশি সুন্দর.....
০৭ ই জুন, ২০১০ রাত ১০:১৬
নীল_পদ বলেছেন: সেটা জানি না, কিন্তু আমার কাছে এটা ভাল লেগেছিল। তাই বার বার চেষ্টা করেছিলাম। আপনারটাও কম সুন্দর না। আর গানটা এক কথায় চমৎকার।
মন খারাপ কইরেন না। মন খারাপ না করার জন্য গানটা আরেকবার শুনুন দেখবেন মন ভালা হয়ে গেছে।
ভাল থাকবেন সবসময়।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুন, ২০১০ ভোর ৪:৪০
ফেরদৌসী বলেছেন: