নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিশির ভেজা ঘাস

নীল রোদ্দুর

© Jawshan Ara Shatil শিশির ভেজা ঘাষ আমি, বিজ্ঞানমনস্ক কবি, পাখির মত গান গেয়ে যায়, যখন মনেতে যা চাই। আমার জীবন একটা মিশন, মিশনের নাম "মিশন বাংলাদেশ"। যতদিন বেঁচে থাকবো, বাংলাদেশের পতাকা বিশ্বের দরবারে উচ্চে তুলে ধরার প্রত্যয় নিয়েই বেঁচে থাকব। এদেশের বুকে সোনালি রোদের হাসি দেখেই ঘুমাব আমি, এই প্রত্যাশায় প্রতিদিন বাঁচি।

নীল রোদ্দুর › বিস্তারিত পোস্টঃ

আমার হৃদয় কবিতা লিখে না

১৫ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:০১





কবিতা লিখতে ক্রোধ নয়

প্রয়োজন ক্রোধের বহিঃপ্রকাশ;

বুকের ভিতর একটুকরো আগুন

সংক্রমিত হবে আমার হৃদয় থেকে তোমাতে।

কষ্ট কাকে বলে ...

তা কেন একা আমি জানবো?

তাতে কি নেই তোমার অধিকার?







কবিতা লিখতে ভালোবাসা নয়

চাই ভালোবাসার বহিঃপ্রকাশ;

বুকের ভিতর গোলাপের সুরভি,

চোখের তারায় সুরভি মাতম

সংক্রমিত হবে আমার হৃদয় থেকে তোমাতে;

সুখ কাকে বলে ...

তা কেন একা আমি জানবো?

তাতে কি নেই তোমার অধিকার?







কবিতা লিখতে সৃষ্টি লাগে,

ধ্বংস লাগে।

ক্রিয়া-প্রতিক্রিয়া লাগে।

নশ্বর লাগে।

অবিনশ্বর লাগে।

দেহ লাগে।

আত্মা লাগে।

পৃথিবীর সবকিছুই লাগে।







এসব আজ দুজনার।

তোমার এবং আমার,

কাবিক্য এবং কাব্যের;

লেখক ও লেখিকার,

পাঠক এবং পাঠিকার।







তবু কষ্ট বুকের ভিতরেই থাকে,

ভালোবাসা থাকে সঙ্গোপনে।

থাকে কেবলই আমার আমিত্বে।

আমার কবিতা কাঁদে না, শুধুই জ্বলে।

আমার হৃদয় কবিতা লিখে না, শুধুই ভালোবাসে।







[এটা একটা রি-পোষ্ট। অনেক আগের কিছু লেখা, যখন নীলকণ্ঠ নামে লিখতাম, ঐনামে আর কখনই লিখব না। তবুও লেখাগুলো একত্রিত করে রাখা দরকার।]



প্রথম প্রকাশঃ সামহোইয়ারইন, ০২ রা নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৬

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.