![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্যে ব্যাপক আগ্রহ, আমি কবিতা পড়তে (কদাচিৎ লিখতেও) পছন্দ করি। ইতিহাস আমাকে আলোড়িত করে... আর রাজনীতি আমাকে দর্শন শেখায়।
শাহ্ আজিজুর রহমান নিয়ে স্পষ্ট মিথ্যাচার আর বিভ্রান্তির আশ্রয় নিচ্ছে আওয়ামী,মুক্তমনাবৃন্দ... জিয়াউর রহমান শাহ্ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছেন এই কথা বলে খুব কৌশলে এককভাবে জিয়া এবং বিএনপিকে ল্যাং মারার ক্রমশ চেষ্টা তারা চালান। কিন্তু......
শাহ্ আজিজুর রহমান সাহেব বঙ্গবন্ধু শেখ মুজিবের সফরসঙ্গী ছিলেন পাকিস্তানে লাহোরে ওআইসির সম্মেলনে, তিনি জেলে ছিলেন, তাকে জেল থেকে ছাড়িয়ে বঙ্গবন্ধু তাকে ভারতের শত নিষেধ আর সৈয়দ তাজ উদ্দীনের শত অনুরোধ সত্বেও পাকিস্তানে নিজের সফরসঙ্গী করেছিলেন, তাজ উদ্দিন আহমেদ শীর্ষ সম্মেলনে শেখ মুজিবের অংশগ্রহণের ঘোর বিরোধিতা করে মন্ত্রিসভার বৈঠকে বলেন," অন্যান্য দিকগুলো যদি আমরা ছেড়েও দেই, শুধুমাত্র এই কারণে তার লাহোরে যাওয়া ঠিক হবে না যে পাকিস্তান এখন পর্যন্ত বাংলাদেশকে স্বীকৃতি দিতে রাজি নয়।" ... ঘটনাটি ১৯৭৩ এর শেষ থেকে ১৯৭৪ এর মাঝামাঝি, আর এই কারণে যেই তাজ উদ্দীন বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে দীর্ঘ ৯ মাস মহান মুক্তিযুদ্ধ পরিচালনায় ব্রতী ছিলেন সেই তাজ উদ্দিনকে ১৯৭৪ সালের ২৬শে অক্টোবর মন্ত্রিসভা থেকে অপসারণ করা হয় অত্যন্ত অপমানের সাথে, ঐদিন বেলা ১১টায় শেখ মুজিব নিজে সই করে চিঠি পাঠান তাজ উদ্দিনকে । অনেক মনঃব্যাথা নিয়ে তাজ উদ্দীন আহমেদ পদত্যাগ পত্রে সই করেন বেলা ১২টা ২২ মিনিটে।
যেকোন ইতিহাসকে বিবরণ দেয়ার সময় একপাক্ষিক বর্ণনা খুব ই বিভ্রান্তিকর, একজন সচেতন মানুষ হিসেবে পুরোপুরি ইতিহাস না জেনে/না বলে ধূম্রজাল তৈরি করা মোটেই শুভবুদ্ধির লক্ষণ নয়...
তথ্যসূত্রঃ মিডনাইট ম্যাসাকার ইন ঢাকাঃ পৃষ্ঠা ২১-২২
১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৩
নীল_সুপ্ত বলেছেন: বঙ্গবন্ধু দুটো কারণে এটা করেছিলেন, প্রথমত মার্কিন প্রশাসনকে খুশি করার জন্য; এটাই প্রধান। আর এই সম্মেলন থেকে একাধিক মুসলিম দেশগুলোর কাছ থেকে স্বীকৃতি পাওয়াটা প্রচ্ছন্ন কারণ ছিল বা এ ব্যাপারে তৎকালীন প্রশাসন যথেষ্ট দূরদূর্শী ছিলেন কিনা এরকম কোন বিবরণ আমার জানা নেই,
২| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৮
বোকামন বলেছেন: যেকোন ইতিহাসকে বিবরণ দেয়ার সময় একপাক্ষিক বর্ণনা খুব ই বিভ্রান্তিকর
১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৩
নীল_সুপ্ত বলেছেন: অবশ্যই...
৩| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪১
ম্যানিলা নিশি বলেছেন:
পোষ্টের জন্য ধন্যবাদ,
গর্ত থেকে ওদের বের হয়ে আসা উচিত .....
১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৩
নীল_সুপ্ত বলেছেন: এইটা ফডুশপ !
3
৪| ০৮ ই জুন, ২০১৩ রাত ১১:৪৪
নষ্ট শয়তান বলেছেন: সত্য উন্মোচিত হোক
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৬
নায়করাজ বলেছেন: বাকিটা বলেন। বঙ্গবন্ধু এটা কেন করেছিলেন ? কী স্বার্থ ছিল তার ?