![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্যে ব্যাপক আগ্রহ, আমি কবিতা পড়তে (কদাচিৎ লিখতেও) পছন্দ করি। ইতিহাস আমাকে আলোড়িত করে... আর রাজনীতি আমাকে দর্শন শেখায়।
ইদানিং দেখা যাচ্ছে মুক্তমনা কিংবা ধর্মদ্রোহীদের অনেকেই বলছেন যে রাসূল(সাঃ) কাফেরদের সাথে কথা বলেছেন , কিন্তু আল্লামা শফী তাদের সাথে কথা বলছেন না, কিংবা ইসলাম শান্তির ধর্ম, এরকম কর্মসূচির কোন স্থান নেই ইসলামে। ইসলাম নিয়ে তাদের এহেন সচেতনতা হঠাত কেন?
অনেকে হয়তো বিভ্রান্ত হতে পারেন এইরকম মিষ্টি ছল প্রতারণায়... সবকিছুকে তারা একপাক্ষিক হিসেবে ব্যাখ্যা করছে।
তাই সকলের জন্য একটি ঘটনা উল্লেখ করছি, মনোযোগ দিয়ে পড়ুনঃ
পবিত্র কোরআনে বিশ্বনবী (সাঃ)'র অন্য যেসব মো'জেজার কথা উল্লেখ করা হয়েছে সেসবের মধ্যে চাঁদকে দ্বিখন্ডিত করার ঘটনা অন্যতম৷ আবুজেহেল ও ওয়ালিদ বিন মুগিরাহসহ মক্কার কোরাইশ ও মুশরিকদের একদল নেতা একবার বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সাঃ)'র কাছে আসেন৷ সে সময় রাতের বেলায় পূর্ণ চাঁদ দেখা যাচিছল৷ ওরা রাসূলে পাক (সাঃ)কে বললো, তোমার নবুওতের দাবী যদি সত্য হয়ে থাকে তাহলে এই চাঁদকে দ্বিখন্ডিত হতে বল৷ রাসূলে খোদা (সাঃ) বললেন, এ কাজ করলে কি তোমরা ঈমান আনবে? তারা বললো হ্যা৷ রাসূল (সাঃ) আল্লাহর কাছে এ মো'জেজা ঘটানোর প্রার্থনা করেন৷ হঠাৎ সবাই দেখলো, চাঁদ এত স্পষ্টভাবে দুই খন্ড হয়ে গেছে যে দ্বিখন্ডিত চাঁদের মাঝখানে হেরা পর্বত দেখা যাচেছ৷ এরপর দ্বিখন্ডিত চাঁদ আবার জোড়া লেগে যায় এবং তা পূর্ণ চাঁদে পরিণত হয়৷ এ সময় রাসূলে পাক (সাঃ) বলছিলেন, সাক্ষী থাক ও দেখ৷ মুশরিকরা তো এই অসাধারণ দৃশ্য দেখে বিস্ময়ে হতবাক! কিন্তু তাদের কেউ কেউ ঈমান না এনে বললো, মুহাম্মাদ আমাদেরকে যাদু করেছে৷
পবিত্র কোরআনের সূরা আল-কামারের ০১-০৬ নং আয়াতে বলা হয়েছে এই ঘটনা সম্পর্কেঃ
"কেয়ামত আসন্ন, চন্দ্র বিদীর্ণ হয়েছে। তারা যদি কোন নিদর্শন দেখে তবে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, এটা তো চিরাগত জাদু। তারা মিথ্যারোপ করছে এবং নিজেদের খেয়াল-খুশীর অনুসরণ করছে। প্রত্যেক কাজ যথাসময়ে স্থিরীকৃত হয়। তাদের কাছে এমন সংবাদ এসে গেছে, যাতে সাবধানবাণী রয়েছে। এটা পরিপূর্ণ জ্ঞান, তবে সতর্ককারীগণ তাদের কোন উপকারে আসে না। অতএব, আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন। যেদিন আহবানকারী আহবান করবে এক অপ্রিয় পরিণামের দিকে"
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
নীল_সুপ্ত বলেছেন: বিভ্রান্ত ছড়ানোর প্রোপাগান্ডা নিয়ে লিখেছি... লেখার শুরুর দিকে...
"ইদানিং দেখা যাচ্ছে মুক্তমনা কিংবা ধর্মদ্রোহীদের অনেকেই বলছেন যে রাসূল(সাঃ) কাফেরদের সাথে কথা বলেছেন , কিন্তু আল্লামা শফী তাদের সাথে কথা বলছেন না, কিংবা ইসলাম শান্তির ধর্ম, এরকম কর্মসূচির কোন স্থান নেই ইসলামে।"
আর এর সাথে কোরআনের আয়াতের সংযোগ এনেছি মাত্র ।
২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
নীরব দর্শক্ বলেছেন: হুম...। ভালকথা মনে করিয়ে দিয়েছেন।
৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
নায়করাজ বলেছেন: লং মার্চ তো নাস্তিক ও কমুনিস্ট মাও সেতুং এর আবিষ্কার। ১৯২১ সালে তিনি এটা আবিষ্কার করেন। এটা ব্যবহার করা কি ইসলাম সম্মত ?
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৬
নীল_সুপ্ত বলেছেন: এমন অনেক অনেক আবিষ্কার আছে যেগুলা নাস্তিক কিংবা ভিন্ন ধর্মালম্বীরা আবিষ্কার করেছেন, কোন যুক্তিবলে সেগুলা তাহলে নিষিদ্ধ কিংবা ইসলাম সম্মত নয় ?
ব্যাপারটা হচ্ছে, ইসলামী শরীয়তের চারটা উৎস,
পবিত্র কোরআন
হাদীস শরীফ
ইজমাহ
কিয়াস
এসবের আলোকেই সিদ্ধান্ত গ্রহন করেন আলেমবৃন্দ ।
যেমনটা এক্ষেত্রে গৃহীত হয়েছে ।
৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
হাবিবুল্লাহ শোয়েব বলেছেন: ভাই আমার এলেম খুব কম, আমি আপনার কাছে জানতে চাচ্ছি লং মার্চ কতটুকু শরিয়ত সম্মত। কারন , লং মার্চ এর প্রবক্তা কিন্তু কমোনিস্টরাই।
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৯
নীল_সুপ্ত বলেছেন: ভাই, অনেক আবিষ্কার আছে যেগুলো কমিউনিস্ট, ধর্ম অবিশ্বাসী, ভিন্ন ধর্মে বিশ্বাসীদের আবিষ্কার, তাই তাদের আবিষ্কার মানেই যে তা শরিয়ত সম্মত হওয়া যাবেনা এরকম কোন কথাই তো নেই কোথাও !
যেমন ধরুন, ওষুধের কথা, বেশিরভাগ ওষুধের আবিষ্কারক কিন্তু ইউরোপ আমেরিকার বিশেষজ্ঞরা। তার মানে কখনোই এই নয় যে ইসলাম একে গ্রহণ করতে নিষেধ করছে ।
ব্যাপারটা হচ্ছে, ইসলামী শরীয়তের চারটা উৎস,
পবিত্র কোরআন
হাদীস শরীফ
ইজমাহ
কিয়াস
এসবের আলোকেই সিদ্ধান্ত গ্রহন করেন আলেমবৃন্দ ।
যেমনটা এক্ষেত্রে গৃহীত হয়েছে ।
৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:১৪
নায়করাজ বলেছেন: আপনার এবং অন্যদের অবগতির জন্য লং মার্চের ইতিহাসটা তুলে দিলাম। এটা নাস্তিক মাও সেতুং এর আবিষ্কার।
http://en.wikipedia.org/wiki/Long_March
৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:২১
জীবন্মৃত০১ বলেছেন: লং মার্চের বাংলা কি হবে ভাই?
গুগল দেখাচ্ছে দীর্ঘ শোকসঙ্গীত।
শুধু মার্চ শব্দের অর্থ দেখাচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তাহলে লং মার্চ মানে দীর্ঘ অতিক্রান্ত দূরত্ব।
হেফাজতের লোকজন কি দীর্ঘ শোকসঙ্গীত গাইতে গাইতে অনেক দূরত্ব অতিক্রম করবে? বুঝতে পারছি না।
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫০
নীল_সুপ্ত বলেছেন: হা হা হা, ভালোই হাসির খোরাক জাগালেন
৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৪
হ্যারিয়ার টু বলেছেন: মুক্তমনারা ধর্মদ্রোহী বা কাফের এভাবে ভাবলেন কেন? কাওমি মোল্লারা জনসংখ্যার কত পার্সেন্ট? 5% ও না। গত চার নির্বাচনে প্রমান দেখা যায়। জামাত 4%
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫৪
নীল_সুপ্ত বলেছেন: লিখেছি "মুক্তমনা কিংবা ধর্মদ্রোহীদের অনেকেই"
ভাল করে খেয়াল করবেন প্লিজ ।
কওমি পরিবারের অংশ হয়তো টোটাল জনসংখ্যার খুব একটা বেশি অংশ নাহ। কিন্তু ভুলে গেলে চলবেনা যে এই দেশ ৯০ ভাগ মুসলমানের দেশ।
শুধু কওমি মাদ্রাসার সাথে জড়িতদের আন্দোলন ভাবলে বেজায় ভুল হবেই।
৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৬
হ্যারিয়ার টু বলেছেন: মুক্তমনারা ধর্মদ্রোহী বা কাফের এভাবে ভাবলেন কেন? কাওমি মোল্লারা জনসংখ্যার কত পার্সেন্ট? 5% ও না। গত চার নির্বাচনে প্রমান দেখা যায়। জামাত 4%
৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৩
নায়করাজ বলেছেন: ইসলামের সেবক বলে দাবীদার জামায়াত শিবির রাজাকার যুদ্ধাপরাধী চক্রের মিথ্যার বেসাতি পাবেন নিচের লিংকে। তাদের মিথ্যার বেসাতি দেখে অবাক হয়ে যাবেন। Click This Link
ইসলামের সেবক বলে দাবীদার জামায়াত শিবিরের নেতা মওদুদীর ভ্রান্ত আকিদা সম্পর্কে বলেছেন বিভিন্ন আলেম উলামাগণ। সরাসরি নিচের লিংকে চলে যান : Click This Link
জামাতে ইসলাম প্রকৃত ইসলাম নয়। বিস্তারিত পাবেন এখানে : Click This Link
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫৫
নীল_সুপ্ত বলেছেন: এইখানে জামায়াত শিবির আসলো কোত্থেকে? :O :O :O
১০| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৬
পত্রনবিস বলেছেন: ভাই ভালো লাগলো তবে কথা হল অরা সাইদিকে কেম্নেচাদে দেখসে ??????
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫৬
নীল_সুপ্ত বলেছেন: যে কথাগুলো ভাল লাগলো তার সাথে চাঁদে সাইদীর ঘটনার মিল কি? :O
১১| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫৫
ব্লগার রানা বলেছেন: আপনার পোস্টটা পড়ে খুব ভাল লাগলো,,,,, যুক্তি দিয়ে লিখেছেন, বিভ্রান্তি ছড়াবার লোক তো কম নেই।
তবে শেষ কথা হচ্ছে ঢালাও ভাবে দোষারোপ করে উনারা ভুল করছেন, বলেন তো আপনি কিভাবে নাস্তিক????
০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৩
নীল_সুপ্ত বলেছেন: ইন্ডিপেনডেন্ট টিভিতে সাক্ষাৎকারে মাওলানা রূহি বলেছেন যে তারা আসলে ঢালাওভাবে কাউকে নাস্তিক বলেন নি।
ধন্যবাদ
১২| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১০
গোয়েন্দাপ্রধান বলেছেন: vi etar nam long march hte pare kin2 nam ta hoy to mao setung er abiskar kin2 tai bole ki mao er age emn kono gotona goteni?mokka bijoy er somoy amadr nobi bisal bahini nie mokkar dike march kresn .long march type er ovijan onek age tekei clo eta k mao er invention bolar karon nai
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: পোস্টে তো লং মার্চ বিষয়ক কিছুই উল্লেখ করলেন না