নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেসবুকঃ ওসমান আহমেদ সাকিব

"" It is a difficult thing to tell the story of a life;and yet more difficult when that life is one's own. ""

নীল_সুপ্ত

সাহিত্যে ব্যাপক আগ্রহ, আমি কবিতা পড়তে (কদাচিৎ লিখতেও) পছন্দ করি। ইতিহাস আমাকে আলোড়িত করে... আর রাজনীতি আমাকে দর্শন শেখায়।

নীল_সুপ্ত › বিস্তারিত পোস্টঃ

অনির্দিষ্টকালের জন্য সভা সমাবেশ নিষিদ্ধঃ মখা

২০ শে মে, ২০১৩ রাত ১:৩৭

গতকাল বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, অনির্দিষ্টকালের জন্য ঢাকায় রাজনৈতিক দলের মিছিল-সমাবেশ নিষিদ্ধ করেছে সরকার। ওই সাক্ষাৎকারে তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো শান্তিপূর্ণভাবে সভা-সমাবেশ করবে এমন নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত রাজধানীতে কোন দলকেই সভা-সমাবেশ করতে দেয়া হবে না। এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, যুক্তিটা হলো এই- আমাদের সংবিধানে আছে যুক্তিসঙ্গত বাধা-নিষেধ সাপেক্ষে সকলকে সমাবেশের এবং সংগঠনের অধিকার দেয়া আছে। এখন এই যুক্তিসঙ্গত বাধা-নিষেধ আরোপ করা অর্থ হলো যারা সমাবেশ করবেন তারা জনগণের সম্পত্তি নষ্ট করবেন না। পরিবহনে আগুন দেবেন না। বাস পোড়াবেন না। রেলে আগুন দেবেন না। কোরআন শরীফ পোড়াবেন না। যতক্ষণ না পর্যন্ত আমরা নিশ্চিন্ত হচ্ছি যে, এ ধরনের দুর্বৃত্তরা সমাবেশের নাম করে এ ধরনের কাজগুলো করবে না ততক্ষণ পর্যন্ত ওই যুক্তিসঙ্গত বাধা-নিষেধের আওতায় আমরা এগুলো করতে না দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা বলেছি, অনির্দিষ্টকালের জন্য। বিবিসি তার কাছে জানতে চায়, বাংলাদেশে এ ধরনের পলিটিক্যাল ডেমোনেস্ট্রেশন নতুন কিছু না। এ ধরনের বহু ঘটনা আমরা দেখেছি আগে। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে এ ধরনের রাজনৈতিক (কর্মকাণ্ড) হয়েছে। কিন্তু কেউ রাজপথে এরকম জনসম্পত্তি নষ্ট করে নাই। কেউ বিষ্ঠা ত্যাগ করে রাজপথ অব্যবহার্য করে নাই। কেউ ছোটখাটো দোকানপাট পুড়িয়ে দেয় নাই। বাসে আগুন দেয় নাই। রেলপথে আগুন দেয় নাই। কেউ কোরআন শরীফ পুড়িয়ে দেয় নাই। বইপুস্তক পুড়িয়ে দেয় নাই। কাজেই এটা নতুন। বিবিসি তার কাছে ফের জানতে চায়, কিন্তু তাহলে শুধু ঢাকা শহর কেন, মানে ঢাকার বাইরে তারা (সমাবেশ) করতে পারবে? জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনাটা ঢাকায় ঘটেছে বলে ঢাকায় আমরা বলেছি। অন্য জায়গায়ও ঘটেছে। তবে ঢাকায় যে স্কেলে ঘটেছে সে স্কেলে ঘটেনি। বিবিসি তার কাছে জানতে চায়, মানে ঢাকাকে নিরাপদ রাখতে চাচ্ছেন আপনারা? জবাবে তিনি বলেন, আমরা সব জায়গাকে নিরাপদ রাখতে চাচ্ছি। আমি বলেছি, ঢাকায় যে স্কেলে ঘটেছে সেটা অন্য জায়গায় ঘটেনি বলে ঢাকায় আমরা আপাতত করছি। এটা সবার জন্য প্রযোজ্য। বিবিসি ফের প্রশ্ন করে, নিশ্চিতভাবেই বিরোধী দল এ জিনিসটাকে ভালভাবে নেবে না এবং তারা হরতাল হয়তো ডাকতে পারে। সরকারের সিদ্ধান্ত না মানতে পারে। তাহলে তো আরও বেশি বিশৃঙ্খলা হবে। মহীউদ্দীন খান আলমগীর বলেন, শোনেন, বিরোধী পক্ষ নেবে, না নেবে সেই বিবেচনায় কিন্তু আমরা জনগণের সম্পত্তি বিনষ্ট হতে দিতে পারি না। জননিরাপত্তা ব্যাহত হতে দিতে চাই না। বিরোধী দল জননিরাপত্তা ব্যাহত করেছে। কোরআন শরীফ পর্যন্ত পুড়িয়েছে। ঢাকায় ৪৮ ঘণ্টায় নির্বাচিত সরকারকে উৎখাত করার অগণতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক আবেদন পর্যন্ত জানিয়েছে। কাজেই যতক্ষণ না পর্যন্ত তারা গণতান্ত্রিক বিশ্বাসে ফিরে না আসে, যতক্ষণ না পর্যন্ত দেশের আইন মান্য করতে শেখে বা তার চেতনায় উদ্বুদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত তাদেরকে তো সে পর্যায়ে রাখতে হবে। বিবিসি’র পাল্টা প্রশ্ন- ঢাকার বাইরের মানুষ তো মনে করতে পারে ঢাকা কেন বিশেষ একটা জায়গা হলো? অন্য জায়গায় করতে পারবে, ঢাকায় পারবে না কেন? স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি ইতিমধ্যে এর ব্যাখ্যা দিয়েছি যে, ঢাকায় এরা সব থেকে বড় স্কেলে কাজটা করেছিল। অন্য জায়গায় করেনি। কাজেই ঢাকার ওপর আমরা (নিষেধাজ্ঞা) দিয়েছি। অন্য স্থানেও যদি এ স্কেলে করতে চায় বা করার আস্পর্ধা দেখায় তবে নিশ্চয়ই তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেয়া হবে।





বিস্তারিতঃ দিনে এক মাস রাতে অনির্দিষ্ট







জয় বাংলা



জনগণ, বাকশাল সামলা !



ক্ষেপছে পাগলা !

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৩ রাত ২:০৪

মিতক্ষরা বলেছেন: এক মাসের জন্য বন্ধ হয়েছে। এটা আমি সমর্থন করছি। ঢাকার অবস্থা ভয়াবহ। ওটাতে ওরকম শাহবাগ মাসের পর মাস চলতে দেয়া ছিল সরকারের আত্মঘাতী সমর্থন। বিএনপি এই একমাস সংসদে গিয়ে কথা বললেই ভাল। নিজেদের প্রয়োজনেই সংসদকে পুনরুদ্ধার করতে হবে। এতদিন সংসদ মৃত ছিল সরকারের আত্মগরিমার কারনে। এখন তারা বিরোধী দলের প্রতি কিছুটা সহনশীলতা দেখাচ্ছে, যা শুভ লক্ষন।

২০ শে মে, ২০১৩ রাত ২:১৩

নীল_সুপ্ত বলেছেন: আপনাকে সংশোধন করিয়ে দিচ্ছি, এক মাস নয়... অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছে। আপনাকে একটা প্রশ্ন রাখবো যে সরকার কি উপায়ে বিরোধী দলের প্রতি কিছুটা সহনশীলতা দেখালো???

বাই দা ওয়ে, উইকিলিক্সের ফাঁস করকা শেখ মুজিবের শাসনামল থেকে একটা লিক্স এর সামারি অংশটুকুর অনুবাদ তুলে দিলামঃ
"আওয়ামীলীগ এবং জাসদের মধ্যে মুখোমুখি অবস্থান এড়াতে বাংলাদেশ সরকার ১৪ জানুয়ারি থেকে ০৩ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা এবং পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ শহরে সকল প্রকার জনসভা-সমাবেশ এবং মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে। আওয়ামীলীগ এটা মেনে চলতে সম্মত হলেও জাসদ নেত্রৃবৃন্দ সরকারকে ৯০ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে “নিষিদ্ধকরণ” আদেশ রদ করার জন্য। যদি ১৮ জানুয়ারির মধ্যে এই আদেশ বাতিল না করা হয় তাহলে জাসদ পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। "


মিলিয়ে দেখবেন !!

২| ২০ শে মে, ২০১৩ রাত ২:২৬

মিতক্ষরা বলেছেন: সরকার তার নিজের মসনদ অটুট রাখতে এই ফরমান জারী করেছে - এটা সবাই জানে। কিন্তু ঢাকায় এই মুহুর্তে সমাবেশ না হওয়াটা জনগনের জন্য উপকারী। যে কোন সমাবেশই ঢাকার উপচে পড়া জনগনের জন্য কষ্টের। হঠাৎ হঠাৎ বিরোধী দল কিংবা সরকারী দলের সমাবেশ হলে সেটা না হয় ঠিক আছে। কিন্তু শাহবাগীদের অবিরাম অবস্থানের কারনে কি ভয়ংকর অবস্থা হয়েছিল! সেই প্রতিক্রিয়ায় এল হেফাজত! শেষ তো দেখলেনই।

সরকারের মেয়াদ এখনও বাকী। বিরোধী দলও সংসদে যেতে চাইছে। একমাস বন্ধ থাকলে খুব বেশী গায়ে লাগবে না। তবে অনির্দিষ্ট কাল সভা সমাবেশ বন্ধ একটি অবাস্তব পদক্ষেপ। তাহলে তো জরুরী আইনের সাথে কোন পার্থক্য থাকল না। একমাস হলে সমর্থন করছি, অনির্দিষ্ট কাল মানে তো অঘোষিত জরুরী আইন যা অসমর্থনযোগ্য।

সরকার কি উপায়ে বিরোধী দলের প্রতি কিছুটা সহনশীলতা দেখালো??? এই যে মুখে হলেও সংলাপের কথা বলছে.....।

২০ শে মে, ২০১৩ রাত ২:৩২

নীল_সুপ্ত বলেছেন: সংলাপ ছাড়া অন্য কিছু বললে মেনে নিতাম হয়তো...
যাই হোক, সমাবেশ বন্ধ করার কারণে হরতাল হবে ৩-৪টা, জনদূর্ভোগ বাড়বে বৈকি !

আর সংলাপের মূলা ! ওটা ঝুলেই থাকবে, বিরোধী দল সংসদে যেয়ে ৪ দিনও টিকতে পারবেনা, বের হয়ে আসবে, অনেক দিন আওয়ামীলীগ সংসদে বিরোধী দলকে তুনোধুনো করে নাই, যাওয়ার সাথে সাথেই সেই প্রক্রিয়া শুরু হইবে :D

৩| ২০ শে মে, ২০১৩ রাত ২:৪৬

নানাভাই বলেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যই বদলে গেল রাতে ! পাল্টি মারলেন!! View this link
মানসিক রুগী।

৪| ২০ শে মে, ২০১৩ রাত ২:৫৪

নীল জানালা বলেছেন: ঠিকি আসে....সভা সমাবেশ আর হরতালের সমর্থনকারীরা বিভিন্ন বিল্ডিং ধৈরা ঝাকাঝাকি কৈরা বাড়িঘর ধ্বসায়া ফালাইতাসে। এমতাবস্থায় মগামন্ত্রী একটা কালজয়ী সিদ্ধান্ত গ্রহন করসে।

৫| ২০ শে মে, ২০১৩ সকাল ৭:১৩

সাজিদনজরুল বলেছেন: BALUDDIN BAL BALOMGIR

৬| ২০ শে মে, ২০১৩ সকাল ১১:৫৬

ল্যাপটপ কম্পিউটার বলেছেন: মগাকে আমি এতোদিন পাগল ভাবতাম তবে মগার এ সিদ্ধান্তে আর কেউ খুশি হোক বা না হোক আমি অন্তত খুশী। এজন্য মগাকে ধন্যবাদ। শুধু একমাস না ১ বছর নিষিদ্ধ করলে আরো খুশী হতাম। বি এনপি আর আওয়ামীলীগ আমাদেরকে ফুটবল বানিয়ে যে খেলা খেলতেছে খেলাটা এবার বন্ধ হোক। দুই দলের আর লাথি উষ্ঠা খেতে ভালো লাগেনা । সেই সাথে হরতালকে ও ১ বছর বা পুরোপুরি নিষিদ্ধ করা হোক। আমি জানি মগা সেটা পারবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.