নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেসবুকঃ ওসমান আহমেদ সাকিব

"" It is a difficult thing to tell the story of a life;and yet more difficult when that life is one's own. ""

নীল_সুপ্ত

সাহিত্যে ব্যাপক আগ্রহ, আমি কবিতা পড়তে (কদাচিৎ লিখতেও) পছন্দ করি। ইতিহাস আমাকে আলোড়িত করে... আর রাজনীতি আমাকে দর্শন শেখায়।

নীল_সুপ্ত › বিস্তারিত পোস্টঃ

দেশ এভাবেই বিক্রি হয়??????

২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

নবম ও দশম শ্রেণীর বাংলা বইয়ে ১৩ জন ভারতীয় কবির কবিতা



এমনিতেই প্রতিবেশী রাষ্ট্র ভারতের বহুমুখী আগ্রাসনের স্বীকার আমাদের এই মাতৃভূমি, সীমান্তে একের পর এক হত্যা,আক্রমণ, নির্যাতন। সাংস্কৃতিক আগ্রাসনে হিন্দি-বাংলা সিরিয়াল,তাদের সংস্কৃতির অনুপ্রবেশ আর ভারত-পাশ্চাত্য আকাশ এবং সামাজিক সংস্কৃতির ক্রমাগত ক্ষুর আমাদের সংস্কৃতিকে করছে মুহ্যমান, অর্থনৈতিক বাজারে ভারতের বৈধ অবৈধ পণ্যের সয়লাবে দেশীয় পণ্যের বাজারে অবনতি,দেশীয় পণ্য উৎপাদনে অনাগ্রহ জেগে উঠেছে এমন সময় এ ধরনের একটা খবর যে কোন বাংলাদেশীকে শংকিত করে বহুগুণে ।



ছবিটি দেখুনঃ









জ্ঞানদাস, ভারতচন্দ্র, রঙ্গলাল বন্দোপাধ্যায়, হেমচন্দ্র বন্দোপাধ্যায়, যতীন্দ্রমোহন বাগচী, বিষ্ণু দে, সুনীল গঙ্গোপাধ্যায় এর কবিতা যুক্ত হয়েছে।

রবি ঠাকুর অবিসংবাদিত কবি, তাকে নিয়ে বিতর্কের প্রশ্নই আসে না, কিন্তু তার মানে এই নয় যে বাংলাদেশে প্রথিতযশা কবিকুল থাকতেও ভারতীয় বাঙ্গালি কবিদের কাছ থেকে কবিতা নিয়ে আসতে হবে, তাও আবার এমন সব কবি যাদের নাম খুব কম মানুষের-ই শোনা-জানা আছে !



বিশ্বাস করবেন কি যে এই ভারতীয় কবিদের কবিতা ঠাই দিতে গিয়ে বাদ দেয়া হয়েছে আবদুল হাকিমের ‘বঙ্গবাণী ’ ও আবু জাফর ওবায়দুল্লাহর ‘মাগো ওরা বলে’ কিংবা মনিরুজ্জামান এর শহীদ স্মরণে এর মতন শাণিত কবিতা !



বিশ্বাস করতে পারেন কি??? বিশ্বাস করতে কষ্ট হলে আরেকটা খবর হজম করুনঃ

মাধ্যমিক বাংলা সাহিত্যের বইয়ে ওই দুই কবির কবিতা বাদ দিয়ে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরীর কবিতা সংযোজন করা হয়েছে। বইয়ে স্থান পাওয়া ‘সাহসী জননী বাংলা’ নামের কবিতাটি তিনি কামাল চৌধুরী নামে লিখেছেন।



মাননীয় স্পিকার , দেশ এভাবেই বুঝি বিক্রি হয় !!!



মন্তব্য ৩৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: খারাপ বলেন নাই। তবে সেলিম আল দীনকে নিয়ে গবেষণা চলছে বিদেশে। সুফীবাদ নিয়েও চলছে। এতে কিন্তু ঐ দেশ বিক্রী হয়েছে বাংলাদেশের কাছে এমন কথা কেউ বলে নাই। আপনার তথ্য অনুযায়ী বিষ্ণু দে আর সুনীল ছাড়া আর সবাই অবিভক্ত বাংলার কবি। সে হিসেবে নজরুলও কিন্তু ভারতীয় কবি। বিষয়টি একটু ভিন্নভাবে দেখুন। সবকিছুতে দেশ বিক্র টানেন কেন? দেশটা কি এতই সস্তা?
তাহলে বিজ্ঞান বা বাণিজ্য পড়তে গেলে তো সবই বিদেশী তত্ত-- তাতে কি বিজাতীয় জ্ঞান বলা যাবে?
বাংলা কবিতা ও তার ধাাগুলো প্রতিফলিত না হয় তাহলে আলোচনা করা যেতে পারে। কিন্তু আপনার লেকাতে মনে হয় কেবল সংকীর্ণতাই প্রাধান্য পেয়েছে। ভাইরে কোরান শরীফ পড়লে দেশ আরবের কাছে বিক্রী হয়ে যায় না।

২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

নীল_সুপ্ত বলেছেন: আমার লেখায় দ্রুততা ছিল,অকুন্ঠ আবেগ আর ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল, তাই হয়তো মনে হতে পারে এক ধরনের সংকীর্ণতা কাজ করছে, দ্রুততার ক্ষেত্রে বোঝাতে সক্ষম হইনি যে আসল পয়েন্ট টা কি হয়তো... আমার কথাটা পরিষ্কার, "বঙ্গবাণী" কিংবা "মাগো ওরা বলে" এর মতন কবিতা বাদ দিয়ে নতুন কবিতা সংযোজন কি উদ্দেশ্যে? হতে পারে সংশোধন,পরিমার্জনের প্রয়োজন ছিল সিলেবাসে, তাই বলে এভাবে? এই দেশে গুনী জ্ঞানী কবির অভাব আছে?
সমসাময়িক কবিদের কবিতা সংযুক্ত করা (রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ, হাসান হাফিজুর রহমান) কে আমি সাধুবাদ জানাই, প্রয়োজন এটা...
কিন্তু তাই বলে বাদ গিয়েছে অনেক ভাল কবিতা, মনিরুজ্জামানাএর একটা দেশ নিয়ে কবিতা ছিল, বাদ দিয়েছে, পুরনো বইটা খুঁজে পেলে ধরে ধরে বলতাম কি বাদ গিয়েছে...

২| ২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: প্রথমত দেশ বিক্রির সঙ্গে সাহিত্যকে গুলিয়ে ফেলবেন না।
ভারতের ফেনসিডিল পাচার , স্টার প্লাসের অখাদ্য এদেশে প্রচারসহ অনেক কিছুরই আমি নিন্দা জানাই। কিন্তু আপনার এই লেখাটি মোটেই যৌক্তিক নয়।
সরকার বিদ্বেষী লেখা।

কবিতাগুলোর বিষয়বস্তু কি এবং সেগুলো শিখে কোনো ক্ষতি আছে কিনা সেটা যদি যৌক্তিকভাবে ব্যাখ্যা করতে পারতেন তবে বুঝতাম আপনার পোস্টটির যৌক্তিকতা। দয়া করে সেই কাজটি করুন। আপনার কাছে এদের অনেককে কবি বলে না মনে হতে পারে। কিন্তু এদের অনেকেই বিখ্যাত কবি। আপনি সেটা জানেন না। এর সঙ্গে দেশ বিক্রির কোনো সম্পর্ক নেই। সব বিষয়ে যদি বিরোধীতা করতে যান তবে খেলো হয়ে পড়বেন নিজেই।

২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

নীল_সুপ্ত বলেছেন: আমার লেখায় দ্রুততা ছিল,অকুন্ঠ আবেগ আর ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল, তাই হয়তো মনে হতে পারে এক ধরনের সংকীর্ণতা কাজ করছে, দ্রুততার ক্ষেত্রে বোঝাতে সক্ষম হইনি যে আসল পয়েন্ট টা কি হয়তো... আমার কথাটা পরিষ্কার, "বঙ্গবাণী" কিংবা "মাগো ওরা বলে" এর মতন কবিতা বাদ দিয়ে নতুন কবিতা সংযোজন কি উদ্দেশ্যে? হতে পারে সংশোধন,পরিমার্জনের প্রয়োজন ছিল সিলেবাসে, তাই বলে এভাবে? এই দেশে গুনী জ্ঞানী কবির অভাব আছে?
সমসাময়িক কবিদের কবিতা সংযুক্ত করা (রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ, হাসান হাফিজুর রহমান) কে আমি সাধুবাদ জানাই, প্রয়োজন এটা...
কিন্তু তাই বলে বাদ গিয়েছে অনেক ভাল কবিতা, মনিরুজ্জামানাএর একটা দেশ নিয়ে কবিতা ছিল, বাদ দিয়েছে, পুরনো বইটা খুঁজে পেলে ধরে ধরে বলতাম কি বাদ গিয়েছে...

কোন কবিকে হেয় করার কোন অযাচিত উদ্দেশ্য আমার নেই, থাকার দুঃসাহস করিনি, এই জায়গাটা আবেগের, আমার দেশের কবিদের দোষ কি?

তাৎক্ষণিকভাবে পোষ্ট লিখা, তাই কোনটা বাদ গিয়েছে আর যায়নি তা পুরোপুরি উল্লেখ করতে পারলাম না... শিগ্রই খুঁজে করবো...

৩| ২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২২

কলাবাগান১ বলেছেন: "তাহলে বিজ্ঞান বা বাণিজ্য পড়তে গেলে তো সবই বিদেশী তত্ত-- তাতে কি বিজাতীয় জ্ঞান বলা যাবে? "

"ভাইরে কোরান শরীফ পড়লে দেশ আরবের কাছে বিক্রী হয়ে যায় না। "

২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

নীল_সুপ্ত বলেছেন: ভুল বুঝলেন, বলেছি দেশকে অগ্রাহ্য করে বিদেশ বিভুই কেন???

৪| ২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

কিংকর্তব্যবিমূঢ় বলেছেন: @ ঠোঁটকাটা০০০৭

আপনার সাথে একমত

বিষ্ণু দে আর সুনীলের কবিতা ঠাই দিতে গিয়ে বাদ দেয়া হয়েছে আবদুল হাকিমের ‘বঙ্গবাণী ’ ও আবু জাফর ওবায়দুল্লাহর ‘মাগো ওরা বলে’ এর মতন কবিতা !

তাও ভালো শিক্ষা সচিবের কবিতা দিয়েছে, হাসিনার কবিতা তো দেয়নি।

২৭ শে মে, ২০১৩ রাত ৮:২৯

নীল_সুপ্ত বলেছেন: খুব শিগ্রই আসবে বোধহয় শেখ বংশের কারো কবিতা !!!

৫| ২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: মাননীয় দেশ , এভাবেই বুঝি স্পিকার বিক্রি হয় !!! =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

অত চিন্তান্বিত হবার কিসু নাই। দাদাবাবুরা মূখ্যমন্ত্রী বললে যিনি মিটমিটি হাসেন তিনার শাস্ত্রী সেপাইরা আর ভাল কি করতে পারে!!!!!!

২৭ শে মে, ২০১৩ রাত ৮:৩০

নীল_সুপ্ত বলেছেন: খাটি কথা !

৬| ২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

প্রািন্ত বলেছেন: মৌলবাদী কথা।

২৭ শে মে, ২০১৩ রাত ৮:৩৩

নীল_সুপ্ত বলেছেন: হুম, আপনার অপেক্ষায় ছিলাম চান্দু... কুম্মে গেছিলা???

হিন্দিতে কইতে হপে??? মাইন্ড খাইছো??? X( :-< :-P =p~

৭| ২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

ফারজানা শিরিন বলেছেন: বিষ্ণু দে আর সুনীলের কবিতা ঠাই দিতে গিয়ে বাদ দেয়া হয়েছে আবদুল হাকিমের ‘বঙ্গবাণী ’ ও আবু জাফর ওবায়দুল্লাহর ‘মাগো ওরা বলে’ এর মতন কবিতা ! এই ২টা কবিতা বাদ দেয়ার পর আর কিছু না বলাই উচিত । শিক্ষা কি তাই আমরা শিক্ষিত্রা ভুলতে বসছি !!!

২৭ শে মে, ২০১৩ রাত ৮:৩৫

নীল_সুপ্ত বলেছেন: ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ একটা কথা বলে গিয়েছেন অনেক আগে, "যে দেশে গুণের কদর নাই সে দেশে গুণী জন্মাতে পারে না।"

তারপরও যারা স্বজাতির গুণীদের বাদ দিয়ে অন্যদের নিয়ে মশ্‌গুল তাদের জন্য সাহিত্যপাঠ বই থেকে বাদ পড়া "বঙ্গবাণী" কবিতার ৪ লাইন ই যথেষ্টঃ

যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী।
সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি॥
দেশী ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়।
নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়॥

৮| ২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

দার্শনিক শিবলী শাহেদ বলেছেন: দেশ বিক্রি - ইস্যুটা এখানে টেকে না। কিন্তু ভাইয়েরা, একটু দেখেন, ভারতের কোনো পাঠ্যবইয়ে কি কোনো বাংলাদেশি কবির কবিতা ছাপা হয়? ? ছাপানো তো পরের ব্যাপার, পশ্চিমবঙ্গের মেইনস্ট্রিম রাইটাররা কি এদেশের লেখকদের আদৌ লেখক বলে মনে করেন? দুঃখটা এখানেই ...

২৭ শে মে, ২০১৩ রাত ৮:৩৯

নীল_সুপ্ত বলেছেন: দেশ বিক্রি হয় কিভাবে আর ? সংস্কৃতি,অর্থনীতি,সামাজিকতা আর শিক্ষার আগ্রাসন ই তো দেশ বিক্রি... রাষ্ট্রীয়ভাবে এ ধরনের উদ্যোগ নেয়া হয়েছে , তাই দেশ বিক্রি বললাম... অত্যুক্তি হতে পারে, তবে পুরোপুরি নয় !

আপনার বাকি সবগুলা কথার সাথে একমত, মাস দুয়েক আগে কলকাতায় হয়ে যাওয়া বাংলা বইমেলার সময়ে এরকম একাধিক কথা শুনেছি,জেনেছি যে ওপারের ওরা আমাদের কাউকে পাত্তা ই দেয়না।

৯| ২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

মেলবোর্ন বলেছেন: যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী।
সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি॥
দেশী ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়।
নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়॥ - আবদুল হাকিম

২৭ শে মে, ২০১৩ রাত ৮:৪০

নীল_সুপ্ত বলেছেন: দেশী ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়।
নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়॥

১০| ২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

মুহম্মদ মুসাদ্দিক হুসাইন সাজু বলেছেন: পাকিস্তানের সাথে যুদ্ধ করেছিলাম এজন্য নয় যে ভারতকে দেশটা লিখে দেব।

Click This Link

১১| ২৭ শে মে, ২০১৩ রাত ৮:৩২

মাজহারুল হুসাইন বলেছেন: প্রথমেই কতগুলো ভাদা তাদের পেমেন্ট হালাল করতে এসেছিল । এদের পাত্তা দেবেন না । সব সময় মাইরের উপর রাখবেন ।

কালচারাল হেজিমনি তৈরি করার চেষ্টা চলছে । এরপর দেশ এক হবে । এই মাদারচোদ রা এটা স্বীকারও করবে না ।

১২| ২৭ শে মে, ২০১৩ রাত ৮:৩৪

আশীষ কুমার বলেছেন: আপনি তো ইংরেজি কবিতাও পড়েছেন পাঠ্য বইয়ে। কোন ইংরেজ কি বাংলা কবিতা তার পাঠ্য বইতে পড়েছে?

পান্তা ভাতে ঘি ঢালতে তো দেখি উস্তাদ !!

সেই তের জন কবি এর মধ্যে কতজন বর্তমান ভারতীয় আর কতজন ব্রিটিশ ভারতীয় সেটা বের করেন। ব্রিটিশ ভারতে আপনার পূর্ব পুরুষরাও ছিল।

আচ্ছা কাজী নজরুল ইসলাম কি ভারতীয় কবি নন?

যে দুটি কবিতা বাদ দেয়া হয়েছে তা বাদ দেয়া অনুচিত হয়েছে। কিন্তু সেটা বলতে গিয়ে রাশেদ খান মেনন যে যুক্তি দেখিয়েছেন তা তাঁর ভাই (আবু জাফর ওবায়দুল্লাহ) এর কবিতা বাদ না পড়লে আসতো না।

ভারতীয় টিভি চ্যানেল নিয়ে কিন্তু মেনন সাহেবের কোন আপত্তি নেই।

২৭ শে মে, ২০১৩ রাত ৮:৪৯

নীল_সুপ্ত বলেছেন: আপনি যেভাবে দেখছেন সেটা ভাল, অন্যভাবে দেখুন এবারঃ

=> নবম ও দশম শ্রেণীর বাংলা বইয়ে এবার ১৩ জন ভারতীয় কবির কবিতা ছাপা হয়েছে।
ভারতের পাঠ্য বইয়ে কি আমাদের কবিদের কবিতা স্থান পায়?

বাঙ্গালি সংস্কৃতি কি আমরাই ধারণ করি না ওরাও করে কিছুটা??

=> যেই দেশের মানুষ উঠতে বসতে ভারত নিয়ে অসন্তুষ্ট তাদের রাজনৈতিক,ভৌগলিক,অর্থনৈতিক নিপীড়নের কারণে সেই দেশের একজন নাগরিক হয়ে বাংলাদেশের ৫-৬ জন কবির কবিতা বাদ দিয়ে ভারতীয় কবিদের কবিতা ঠাই দেয়া মানা যায় কি?

=> নজরুল, রবি ঠাকুর,সুকান্ত অবিসংবাদিত কবি, কিন্তু যাদের কবিতা যোগ করা হয়েছে জ্ঞানদাস কিংবা রঙ্গলাল ( এনারা মধ্যযুগের কবি) তারা কি অবিসংবাদিত? তাহলে চর্যাপদ ও যে দরকার...

=> উচ্চ শিক্ষার ক্ষেত্রে সকল কবিদের ব্যাপারে অবশ্যই সম্যক ধারণা থাকা আবশ্যক, কিন্তু তাই বলে মাধ্যমিক এর মতন সেন্সিটিভ সময়ে??? কি উদ্দেশ্যে?

যুক্তি দিয়ে ভেবে দেখবেন বলে আশাবাদী :)

১৩| ২৭ শে মে, ২০১৩ রাত ৮:৫৩

ভারসাম্য বলেছেন: আবদুল হাকিমের ‘বঙ্গবাণী ’ বাদ দেয়াতো দেশের ভুখন্ড বিক্রির চেয়েও জঘন্য অপচেষ্টা।

জানিনা আসলেই এমন হচ্ছে কি না? তবে যারা এর সাথে বিজ্ঞান বা বাণিজ্য বিষয়ক পড়ালেখায় বিদেশী তত্ত্বের উল্লেখ গুলিয়ে ফেলছেন তাদের মানসিকতাও কত নীচে নেমে গেল ভেবে অবাক হচ্ছি।

মোহম্মদ মনিরুজ্জামান এর 'শহীদ স্মরণে' (৬৯ এর গণ অভ্যুত্থান, শহীদ আসাদ আর বাংলাদেশের স্বাধীনতাকে নিয়ে লেখা অনন্য একটি কবিতা) বাদ দেয়াও একই রকম জঘন্যতার সামিল।

আমার মনে হয় এই পাঠ্যপুস্তক এখনও বাজারে আসেনি। সবাই যদি একটু সচেতন হই আর বলতে পারি তাহলে হয়তো সেগুলো বাদ যাবেনা।

যদিও একটু দ্রুততার সাথে লেখা বিধায় তথ্যসূত্রে ও তথ্য উপস্থাপনে ঘাটতি আছে বলে মনে হল তবে গুরুত্ব বিবেচনায় লেখা খানি অত্যন্ত সময়োপযোগী হয়েছে। +++

২৭ শে মে, ২০১৩ রাত ১১:১৫

নীল_সুপ্ত বলেছেন: স্বীকার করছি যে দ্রুততার কারণে তথ্য এবং যুক্তির সংযোগ হয়নি ঠিকমত...কিন্তু কথা তো সাফ...

ধন্যবাদ আপনাকে :)

১৪| ২৭ শে মে, ২০১৩ রাত ৮:৫৭

অজানা এক আমি বলেছেন:
মাননীয় স্পীকার! আপনি ও আপনার দল দেখি পুরাই চোদনা পার্টি হয়ে গেছেন .....

১৫| ২৭ শে মে, ২০১৩ রাত ৯:২০

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: যে দেশের গুণের কদর নাই''
আপনারাই আমাদের দেশে গুণী কে তাই চিন্তে পারেনা না। আমরা হুমায়ুন আহমেদ নিয়ে পড়ে আছি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলাবিভাগে আমাদের আখতারুজ্জামান ইলিয়াসের খোয়াবনামা পাঠ করানো হয়। সেটা বোধ হয়্ আপনারা জানেন না।
মানে আমাদের দেশে আসলেই গুণিকে তাই আমরা চিন্তে পারি না। আর খামাখা প্রতিবেশী দেশ নিয়ে ফালাফালি করি।

যে কবিতাগুলো বাদ দেওয়া হয়েছে এবং যেগুলো ঢোকানো হয়েছে সেগুলোর বিষয়বস্তু কি এবং এতে কি ক্ষতি হচ্ছে । এবং এতে কিভাবে দেশ ভারত হয়ে গেলো সেই ব্যাখ্যা দিন। অযৌক্তিক কথা বলে লাভ আছে??


২৭ শে মে, ২০১৩ রাত ১১:২৪

নীল_সুপ্ত বলেছেন: আপনার দেয়া তথ্যের জন্যে ধন্যবাদ,
তবে মোটেও একমত নই যে আমরা খামাখা প্রতিবেশী দেশ নিয়ে ফালাফালি করি...
কেন ই বা করবো না, টিপাইমুখ,তিস্তা,ফারাক্কা,সীমান্ত,পণ্যের বাজার,সংস্কৃতি সবই ওরা গ্রাস করে ফেলেছে... খেদ তো আছেই !

উপরে ছবি দিয়েছি, দেখুন কবিতাগুলোর নাম, কিছুক্ষণ পর প্রয়োজন পড়লে কবিতাগুলো আপলোড করবো...

মনে রাখবেন, বাদ দেয়া হয়েছে আবদুল হাকিমের ‘বঙ্গবাণী ’ ও আবু জাফর ওবায়দুল্লাহর ‘মাগো ওরা বলে’ কিংবা মনিরুজ্জামান এর শহীদ স্মরণে এর মতন শাণিত কবিতা !

১৬| ২৭ শে মে, ২০১৩ রাত ৯:২০

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: যে দেশের গুণের কদর নাই''
আপনারাই আমাদের দেশে গুণী কে তাই চিন্তে পারেনা না। আমরা হুমায়ুন আহমেদ নিয়ে পড়ে আছি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলাবিভাগে আমাদের আখতারুজ্জামান ইলিয়াসের খোয়াবনামা পাঠ করানো হয়। সেটা বোধ হয়্ আপনারা জানেন না।
মানে আমাদের দেশে আসলেই গুণিকে তাই আমরা চিন্তে পারি না। আর খামাখা প্রতিবেশী দেশ নিয়ে ফালাফালি করি।

যে কবিতাগুলো বাদ দেওয়া হয়েছে এবং যেগুলো ঢোকানো হয়েছে সেগুলোর বিষয়বস্তু কি এবং এতে কি ক্ষতি হচ্ছে । এবং এতে কিভাবে দেশ ভারত হয়ে গেলো সেই ব্যাখ্যা দিন। অযৌক্তিক কথা বলে লাভ আছে??


১৭| ২৭ শে মে, ২০১৩ রাত ৯:২৬

দুরন্ত সাহসী বলেছেন: যে কোন বিষয় নিয়ে আলোচনা হতেই পারে কিন্তু শিরোনামটা কি রাজনীতির বুলি হয়ে গেলনা?

আপনাদের এই অবস্থা কেনরে ভাই,পরনিন্দা পরশ্রীকাতরতা গীবত মিথ্যা ,উসকানি,ফাজালামি,বেয়াদপি,ঘাড় তেড়ামী,নোংরামী,এসব কি আপনাদের জন্মগত স্বভাব? বাংলা ভাষাভাষি সাহিত্যরের মধ্যে ডেশ বিক্রি আসে কিভাবে?

একদম নোংরামী করবেননা ব্লগে,এই ব্লটার বারটা বাজিয়ে দিয়েছে এই ছোটমানসিকতা গুলো।ভেবেছি আর লগইন হবোনা,এই পোস্ট দেখে পারলামনা না এসে।

২৭ শে মে, ২০১৩ রাত ১১:২৫

নীল_সুপ্ত বলেছেন: দেশ বিক্রি হয় কিভাবে আর ? সংস্কৃতি,অর্থনীতি,সামাজিকতা আর শিক্ষার আগ্রাসন ই তো দেশ বিক্রি... রাষ্ট্রীয়ভাবে এ ধরনের উদ্যোগ নেয়া হয়েছে , তাই দেশ বিক্রি বললাম... অত্যুক্তি হতে পারে, তবে পুরোপুরি নয় !

১৮| ২৭ শে মে, ২০১৩ রাত ১০:০৫

ঠোঁটকাটা০০০৭ বলেছেন: আবেগের বেগ বেশি। সাহিত্যচর্চা বা কোনো গুণী লেখকের লেখা ছাপানোটা অন্যায় নয়। আপনি যেভাবে শিরোনাম দিয়েছেন তা রাজনৈতিক, একাডেমিক নয়। আবু জাফর ওবায়দুল্লাহ বা আব্দুল হাকিম এর কবিতা বাদ দেয়া ঠিক কিনা তা কারিকুলাম বিশেষজ্ঞরা ব্যাখ্যা করবেন্ কোনো কিন্তু আপনি যে নাম গুলো দিয়েছেন-- তা কিন্তু অবলীলায় বলা যায় এক ধরনের সংকীর্ণতা থেকে দিয়েছেন। অনেক সময় আবেগ বোধ কে অন্ধ করে দেয়। আর দেখেন না কারা মজা পাচ্ছে---- যারা মন্তব্য করতে গিয়ে মাদারচোদ বলে- ওদের সমর্থন পাওয়াটা মানে তো দেশ বাচানো না।
দেশ বিক্রী-- খুব সহব কোনা কাজ য়। ওটা একটা বাজে ও অর্থহীন শ্লোগান।
আপনার সমালোচনা এমন হওয়া উচিত যাতে একথা মৌল অর্থ পাওয়া যায়। আমিতো পাকিস্তানের কবি ইকবালের লেকা থাকলেও মাইন্ড করতাম না- কি জানি আবার আমাকে রাজাকর না বলেন।

১৯| ২৭ শে মে, ২০১৩ রাত ১০:১৪

হাসিনুল ইসলাম বলেছেন: কবি আবদুল হাকিমের ‘বঙ্গবাণী’ ও কবি আবু জাফর ওবায়দুল্লাহর ‘মাগো ওরা বলে’ কবিতা দুটি পুনঃস্থাপনের সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। আর শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরীর কবিতা ‘সাহসী জননী বাংলা’ যোগ করার সুপারিশ হয়েছে। (সূত্র: প্রথম আলো) এই প্রেক্ষিতে বর্তমান পোস্টদাতার বক্তব্যে সে সুর বা যে কথাই থাকুক না কেন, সুপারিশ যে অবিবেচনাপ্রসূত তা নি:সন্দেহে বলা যায়। যোগ হতে যাওয়া কবিতা কোনক্রমেই বাদ হতে যাওয়া কবিতাদুটির সমতুল নয়- এই বোধুটুকু সুপারিশদাতাদের নেই, এটি স্পষ্ট। নতুন সময়ের একটি কবিতা সংযোজিত হতেই পারে, সময়ের পরিক্রমায় এর প্রয়োজন পড়ে, তবে কালজয়ী কবিতা যা এখনো মূল সংস্কৃতিকে ধারণ করে ও নির্দ্বিধায় তা প্রকাশ করে তা বাদ দেয়াটা যৌক্তিক নয়।
জ্ঞান ও সাহিত্যের ক্ষে্ত্রে দেশকাল বিচার, রাজনৈতিক মতবাদদুষ্ট হওয়াও ঠিক নয়, এটিও আমাদের মনে রাখতে হবে। তাই ‘দেশ বিক্রি’ কথাটি সরিয়ে ফেললেও ভাল হয়। ধন্যবাদ।

২০| ২৭ শে মে, ২০১৩ রাত ১১:০৩

আশীষ কুমার বলেছেন: আপনি কি বাংলা সাহিত্য পড়তে চাচ্ছেন নাকি বাংলাদেশী সাহিত্য।? মধ্যযুগীয় কবি হলেই বাদ দিতে হবে? আপনি এ যুগের সুনীল সমরেশ নিয়ে বলুন। আপনি বলুন যে তাঁদের বাদ দিয়ে এ দেশের কবিদের প্রাধান্য দেয়া হোক। কিন্তু গণহারে অভিযোগ আপনার বক্তব্যকে যথেষ্ট হালকা করেছে এবং প্রমাণ করছে সাহিত্য নয় আপনি ভারত বিদ্বেষী মনোভাব নিয়ে আছেন।

২১| ২৮ শে মে, ২০১৩ দুপুর ১২:০৬

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: আমি আবারও বলবো, আমাদের ভালো সাহিতের দাম পশ্চিমব্গে আমাদের থেকেও বেশি।

পশ্চিমব্গ সাহিতের দিক থেকে আমাদের চেয়ে অনেক এগিয়ে। ওরা ভালোই জানে আমাদের দেশে ভালো মাল কারা।
আমরা যদি হুমায়ুন আহমেদকে দিয়ে বিচার করি তাহলে তো আর হবে না। আমরা নিজেরাই চিনি না, আমাদের দেশের গুণি সাহিতিক আসলে কারা
হা..হা..হা..হা..হা..

আর লেখককে বলছি, আমি নিজেও ভারতের অন্ন অনেক কিছুর সমালোচনা করি। কিন্তু এই ক্ষেতরে আপনার কথাটা তখনই মানবো যখন আপনি কবিতাগুলোর বিষয়বস্তু তুলে ধরবেন। সেটা পাঠ করে বাচ্চারা কি শিখছে?
সেটা না বলা পরযন্ত কখনোই আপনার লেখা যৌক্তিক বস্তুনিষ্ঠ হবে না।

২২| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৩:১২

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: ও গাজার পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে ওই একটাই বলা হয়, সেটা হলো সাইকিক প্রবণতা হতে পারে, যদি সাইকোসিসের লক্ষণ থাকে।

২৩| ০৯ ই জুন, ২০১৩ রাত ১০:৫৩

ম্যানিলা নিশি বলেছেন:

এভাবেই দেশ বিক্রি হওয়ার পথে এগিয়ে যায় ......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.