নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেসবুকঃ ওসমান আহমেদ সাকিব

"" It is a difficult thing to tell the story of a life;and yet more difficult when that life is one's own. ""

নীল_সুপ্ত

সাহিত্যে ব্যাপক আগ্রহ, আমি কবিতা পড়তে (কদাচিৎ লিখতেও) পছন্দ করি। ইতিহাস আমাকে আলোড়িত করে... আর রাজনীতি আমাকে দর্শন শেখায়।

নীল_সুপ্ত › বিস্তারিত পোস্টঃ

পলাশীর ষড়যন্ত্রের কয়েকজন কুশলীর কে কিভাবে মরেছিলঃ

০৯ ই জুন, ২০১৩ রাত ১০:২২

মীর জাফরঃ দুরারোগ্য কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে ক্রমে ক্রমে মৃত্যু।



মীরনঃ ক্লাইভের চক্রান্তে করুণ মৃত্যু।



মুহম্মদী বেগঃ মাথায় গড়বড় অবস্থায় বিনা কারণে কূপে ঝাঁপিয়ে পড়ে মৃত্যু



মহারাজা নন্দকুমারঃ তহবিল তসরুফ ও অন্যান্য অভিযোগের বিচারে ফাঁসিকাষ্ঠে মৃত্যু।



জগতশেঠ মহাতপচাঁদ এবং তারই পৃতিব্য-পুত্র মহারাজা স্বরূপ চাদঃ

নবাব মীর কাশের আদেশে নব নব বিশ্বাসঘাতকতার শাস্তিস্বরূপ মুঙ্গের দুর্গ থেকে গঙ্গাবক্ষে নিক্ষেপের ফলে ডুবন্ত অবস্থায় মৃত্যু।



ইয়ার লুত্‌ফ্‌ খানঃ অকস্মাৎ নিরুদ্দিষ্ট , গোপনে মৃত্যু।



রায় দুর্লভঃ কারাগারে ভগ্নস্বাস্থ্য হয়ে মৃত্যু।



দানিশ শাহঃ বিষাক্ত সর্প দংশনে মৃত্যু।



রাজা রাজবল্লভঃ রাজা রাজবল্লভের কীর্তি নাশ করেই পদ্মা হয়েছে কীর্তিনাশা।



উমিচাদঃ ষড়যন্ত্র বাবদ অর্থ প্রাপ্তির ব্যাপারে প্রতারিত হয়ে স্মৃতিভ্রষ্ট হয়ে উন্মাদ অবস্থায় পথে পথেভ্রমণ ও মৃত্যু।



রবার্ট ক্লাইভঃ
বিনা কারণে বাথরুমে ঢুকে নিজের গলায় নিজেই ক্ষুর চালিয়ে আত্মঘাতী মৃত্যু।



ওয়াট্‌সঃ কোম্পানির কাজ থেকে বরখাস্ত হয়ে মনের দুঃখে ও অনুশোচনায় বিলেতে মৃত্যু।



স্ক্রাফটনঃ বাংলায় যা লুট করবার তা করে বিলেতে যাওয়ার পথে জাহাজডুবিতে মৃত্যু।



ওয়াটসনঃ ক্রমাগত শরীর খারাপ হয়ে কোন ওষুধে প্রতিকার না হয়ে কলকাতায় করুণ মৃত্যু।



মীর কাশেমঃ নবাব মীর জাফরের ভাই রাজমহলের ফৌজদার মীর দাউদের নির্দেশে মীর কাশেম নবাব সিরাজকে দানিশ শা'র আস্তানা থেকে বেঁধে এনেছিলেন মুর্শিদাবাদ। তারপর ষড়যন্ত্রের মাধ্যমে নবাব হয়ে প্রকৃত নবাব হওয়ার চেষ্টা, দেশ থেকে বিদেশী প্রভাব বিদূরিত করার প্রাণপণ চেষ্টা এবং তাতে ব্যর্থ হয়ে কপর্দকহীন ভাবেনানাস্থানে ঘুড়ে বেড়ান। অবশেষে অজ্ঞাতনামা হয়ে দিল্লীর পথে করুণ মৃত্যুবরণ।





প্রকৃতি বড়ই নিষ্ঠুর, কাউকেই ক্ষমা করে না ... ...

মন্তব্য ৪০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৩ রাত ১০:২৬

খেয়া ঘাট বলেছেন: প্রকৃতি বড়ই নিষ্ঠুর, কাউকেই ক্ষমা করে না ... ..

০৯ ই জুন, ২০১৩ রাত ১০:৫২

নীল_সুপ্ত বলেছেন: নির্দ্বিধায়...

২| ০৯ ই জুন, ২০১৩ রাত ১০:২৭

ছািব্বর বলেছেন: অন্যায় এর সাজা আল্লাহ এ দুনিয়াতেই দিয়ে দেন ।




০৯ ই জুন, ২০১৩ রাত ১০:৫২

নীল_সুপ্ত বলেছেন: নির্দ্বিধায়...

৩| ০৯ ই জুন, ২০১৩ রাত ১০:২৯

অশ্রুহীন মন বলেছেন: প্রকৃতি বড়ই নিষ্ঠুর, কাউকেই ক্ষমা করে না ... ...

০৯ ই জুন, ২০১৩ রাত ১০:৫২

নীল_সুপ্ত বলেছেন: নির্দ্বিধায়...

৪| ০৯ ই জুন, ২০১৩ রাত ১০:৩০

খাটাস বলেছেন: সবাই দেখি প্রায় অপঘাতে পটল ক্ষেতে গেছে। মহান মীর জাফরের নাম প্রথমে রাখলে ভাল হত.।.।.।.।।। হাজার হইলে ও তিনি অসম্মানি মানুষ। :#> :#> ভাল তথ্য। প্লাস।

০৯ ই জুন, ২০১৩ রাত ১০:৫৩

নীল_সুপ্ত বলেছেন: পরামর্শের জন্য ধন্যবাদ, প্রথমেই দিয়ে দিয়েছি মীর জাফরের নাম...

শুধু 'অপঘাত' বললে কম হয়, "কঠিন অপঘাত" এ পটল ক্ষেতে...

ধন্যবাদ।

৫| ০৯ ই জুন, ২০১৩ রাত ১০:৩১

মায়াবতী নীলকন্ঠি বলেছেন: এটাই তো প্রকৃতির খেলা..++++++++++

০৯ ই জুন, ২০১৩ রাত ১০:৫৬

নীল_সুপ্ত বলেছেন: প্রকৃতি দুর্দান্ত খেল !!

৬| ০৯ ই জুন, ২০১৩ রাত ১০:৪৪

ডি মুন বলেছেন: ++++++++++++

০৯ ই জুন, ২০১৩ রাত ১০:৫৬

নীল_সুপ্ত বলেছেন: ধন্যবাদ

৭| ০৯ ই জুন, ২০১৩ রাত ১০:৪৫

ম্যানিলা নিশি বলেছেন:

সরাসরি প্রিয়তে।


আমাদের দেশে ৮০র দশকের এক বিখ্যাত ষড়যন্ত্রকারীর পরিণতি দেখার অপেক্ষায় দিন গুনছি যিনি ইতিমধ্যেই সীমা অতিক্রম করেছেন X((

০৯ ই জুন, ২০১৩ রাত ১০:৫৭

নীল_সুপ্ত বলেছেন: কাগুর কথা কইচ্ছেন???

প্রিয়তে নেয়ার জন্য ধন্যবাদ

৮| ০৯ ই জুন, ২০১৩ রাত ১০:৫৩

ডাঃ নাসির বলেছেন: তথ্যবহুল পোষ্টের জন্য ধন্যবাদ

০৯ ই জুন, ২০১৩ রাত ১০:৫৭

নীল_সুপ্ত বলেছেন: পড়ার জন্য আপ্নাকেও ধন্যবাদ

৯| ০৯ ই জুন, ২০১৩ রাত ১০:৫৫

মেহেদী হাসান '' বলেছেন: রিটার্ন টিকেট সবাই কেটেছি, কালে শুধু ভিন্নতা।

০৯ ই জুন, ২০১৩ রাত ১০:৫৮

নীল_সুপ্ত বলেছেন: কালে যেমন ভিন্নতা তেমনি পরিণতির মঞ্চায়নেও ভিন্নতা...

১০| ০৯ ই জুন, ২০১৩ রাত ১১:০০

সালমান ফার্সী বলেছেন: সময়ই প্রকৃত ন্যায়বিচারক। ভাল হয়েছে।

১০ ই জুন, ২০১৩ দুপুর ১:০৭

নীল_সুপ্ত বলেছেন: নির্দ্বিধায়...

ধন্যবাদ ।

১১| ০৯ ই জুন, ২০১৩ রাত ১১:০০

মদন বলেছেন: প্রিয়তে..

১০ ই জুন, ২০১৩ দুপুর ১:০৭

নীল_সুপ্ত বলেছেন: ধন্যবাদ ।

১২| ০৯ ই জুন, ২০১৩ রাত ১১:০৬

আমি অপদার্থ বলেছেন:
আহারে .... আমার যে কি হপে /:) ;)





পোস্টে +++++

১০ ই জুন, ২০১৩ দুপুর ১:০৮

নীল_সুপ্ত বলেছেন: হা হা হা, আপনি কি করেছেন, জানতে মুঞ্চায় :P :P


ধন্যবাদ

১৩| ০৯ ই জুন, ২০১৩ রাত ১১:১১

পানকৌড়ি বলেছেন: শিক্ষনীয় বিষয় । সাবধানতা প্রয়োজন ।

১০ ই জুন, ২০১৩ দুপুর ১:১০

নীল_সুপ্ত বলেছেন: সাবধানতা এর চেয়ে বড় কথা হলো "অসাধুরা পার পায়নি,পাবেও না।"

১৪| ০৯ ই জুন, ২০১৩ রাত ১১:১৪

না পারভীন বলেছেন: সবার করুণ পরিণতি হয়েছে , ভাল ব্যাপার ।

১০ ই জুন, ২০১৩ দুপুর ১:১১

নীল_সুপ্ত বলেছেন: হুম, শিক্ষনীয় ব্যাপার বৈকি

১৫| ১০ ই জুন, ২০১৩ রাত ১২:৪৩

অদ্বিতীয়া আমি বলেছেন: ++++++

১৬| ১০ ই জুন, ২০১৩ রাত ১২:৫০

মিঠেল রোদ বলেছেন: যেমন কর্ম তেমন ফল।

১০ ই জুন, ২০১৩ দুপুর ১:১১

নীল_সুপ্ত বলেছেন: ঠিক ঠিক

১৭| ১০ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৭

হ্যাজাক বলেছেন: প্রকৃতি কাউকেই ক্ষমা করে না।

১০ ই জুন, ২০১৩ দুপুর ১:১২

নীল_সুপ্ত বলেছেন: এরা কিন্তু ক্ষমার অযোগ্য বটে।

১৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০২

হতাশ নািবক বলেছেন: ইতিহাস তো এই শিক্ষাই দেয় , তবুও আমরা নব্য মীরজাফরদের মৃত্যু তে হা হুতাস করি কেন।

১৭ ই মার্চ, ২০১৪ ভোর ৪:৪২

নীল_সুপ্ত বলেছেন: আমরা স্বভাবজাত হা-হুতাশ পার্টি :D :D

১৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদের আজকের মিরজাফরদের কি তাতে হুশ ফিরবে?


মোটেই না!!

আবার ভবিষ্যতের কোন ব্লগার/ভার্চুয়াল রাইটার ;) নতুন কোন উপস্থাপনায়- লিখবে তাদের করুন উপাখ্যান!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


১৭ ই মার্চ, ২০১৪ ভোর ৪:৪৩

নীল_সুপ্ত বলেছেন: কবে ঐ উপখ্যান পড়বো সেই চিন্তায় মরি মরি :(

২০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৫

মুদ্‌দাকির বলেছেন:

:-/ হয়ে গেলাম

১৭ ই মার্চ, ২০১৪ ভোর ৪:৪১

নীল_সুপ্ত বলেছেন: কি হয়ে গেলেন? 'মখা' নাকি 'বোগাস' ? :P :D

২১| ৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৮

মায়াবী রূপকথা বলেছেন: ভালো পোস্ট। ++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.