![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাহিত্যে ব্যাপক আগ্রহ, আমি কবিতা পড়তে (কদাচিৎ লিখতেও) পছন্দ করি। ইতিহাস আমাকে আলোড়িত করে... আর রাজনীতি আমাকে দর্শন শেখায়।
ব্লগে চলার পথের সম্মানিত ব্লগীয় বাসিন্দারা, আমার সালাম নিবেন। বর্তমানে দেশে উঠতে,বসতে,ঘুমাতে,শুতে,খেতে,হাঁটতে,খেলতে শুধু "কোটি টাকা" শব্দ-ই শুনা যায়। তাই আজকে আমি আপনাদের জন্য একটা ক্যালকুলেটর নিয়ে এসেছি যা দিয়ে শুধু "কোটি টাকা"র হিসাব ই করা যায়। অনেক ভাই ভাবছেন এর সাথে সাধারণ ক্যালকুলেটরের পার্থক্য কি?
তাহলে আসেন একটা হিসাব করি,
হলমার্ক কেলেংকারী = ৪০০০ কোটি টাকা
বিসমিল্লাহ গ্রপ জালিয়াতি = ১১০০ কোটি টাকা
শেয়ার বাজার কেলেংকারী = ৮৪০০০ কোটি টাকা
বেসিক ব্যাংক জালিয়াতি = ৪৫০০ কোটি টাকা
কৃষি ব্যাংক জালিয়াতি = ১০০০ কোটি টাকা
আইসিএল গ্রুপ জালিয়াতি = ৭৫০০ কোটি টাকা
ডেস্টিনি গ্রুপ জালিয়াতি = ৩২০০ কোটি টাকা
--------------------------------------------------------------
মোট = ১,০৫,৩০০ কোটি টাকা
যদি এটাকে শুধু টাকায় লেখেন তাহলে সেটি হবে ১,০৫,৩০০,০০,০০,০০০ টাকা।
বাসা বাড়ির ছোট ক্যালকুলেটর ডিজিট থাকে ৮টি, অথচ উপরের হিসাবে আপনার ডিজিট লাগবে মোট ১৩টি। সুলভ মূল্যে তাই যেখানে সেখানে বসে কিংবা দাঁড়িয়ে কিংবা শুয়ে "কোটি টাকা"র হিসাব কষুন। দোকান থেকে এই ক্যালকুলেটর কিনলে দাম রাখবে অনেক, আমি অতো দাম রাখবো না, কোম্পানির বিশেষ প্রমোশনে মাত্র ২.৫ কোটি জিম্বাবুইয়ান ডলারে বিক্রি করছি। কে নিতে চান, হাত তুলেন, শান্তিমত "কোটি"র হিসাব করেন। দাম দাম এক দাম।
মুজিব কোট শীতে পড়েন।
আর "কোটি টাকা" হিসাব করেন।
আসেন ভাই নিয়া যান
"কোটি" হিসাবে শান্তি পান
বিশেষ দ্রষ্টব্যঃ
=> ৮০ টাকা= ২.৫ কোটি জিম্বাবুইয়ান ডলার
=> ১,০৫,৩০০ কোটি টাকায় ৪টা পদ্মা সেতু নির্মাণের টাকা হয়।
০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
নীল_সুপ্ত বলেছেন: বুঝেন তাইলে অবস্থা???
২| ০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:১৭
ঢাকাবাসী বলেছেন: আউলায়া গেলাম।
০২ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
নীল_সুপ্ত বলেছেন: ক্যালকুলেটর লাগবে?
৩| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১০:০৫
সৌমিক জামান বলেছেন: ভালো তো, ভালো না?
©somewhere in net ltd.
১|
০২ রা জুলাই, ২০১৩ দুপুর ২:০০
রাজীব হোসাইন সরকার বলেছেন: ভাইরে হিসাব শুনে মাথার রক্ত তো ছিটিকে বের হয়ে যাচ্ছে।